কলকাতা, 21 অক্টোবর: উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। কংগ্রেসের বদলে তারা এবার আসন সমঝোতা করল অতি বামপন্থীদের সঙ্গে। তবে আইএসএফের সঙ্গে আসন রফা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সোমবার রাচ পর্যন্ত আইএসেফের সঙ্গে বামফ্রন্টের বৈঠক চলছে বলে সূত্রের দাবি। আগামী 13 নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । বিজেপি এবং শাসকদল তৃণমূল কংগ্রেস ওই 6টি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে । সোমবার পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা ।
- সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বার্মা।
- মাদারিহাট থেকে প্রার্থী হয়েছেন আরএসপির পদম ওরাং ।
- মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিআইয়ের মানিককুন্তল খামরুই।
- তালডাংরা থেকে প্রার্থী হয়েছেন সিপিএমের দেবকান্তি মোহান্তি ।
- নৈহাটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন বামফ্রন্ট সমর্থিত লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার ।
- হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম পরে ঠিক হবে।
এদিকে, এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে ইতিমধ্যে দিল্লিতে ছ'টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে। কারণ, নিজেদের শক্তি পরীক্ষা করতে কিংবা নিজেদের শক্তি কত তা জানতে এবারের উপনির্বাচনে ছ'টি কেন্দ্রে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জেলা নেতাদের কাছে আগেই মতামত জানতে চেয়েছিলেন ।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে বরাবার আগ্রহ দেখিয়েছেন। তবে, প্রদেশ কংগ্রেসের অনেক নেতাই অধীরের সঙ্গে একমত ছিলেন না। সেই কারণেই গত লোকসভা নির্বাচনে একাধিক আসন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছিল কংগ্রেস । তাই প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হতেই এবারের উপনির্বাচনে একলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি ।