ETV Bharat / state

'সব জবাব দিতে হবে মমতাকে', বাম-কংগ্রেসের মিছিল থেকে হুঁশিয়ারি সেলিমের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Left-Cong Rally Demanding Resignation of CM Mamata Banerjee: জোটের মিছিল থেকে আরজি কর-কাণ্ডে বিচার চাওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বাম-কংগ্রেস ৷ বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে মিছিলে সামিল জোট নেতৃত্ব ৷

Kolkata News
কলকাতায় বাম কংগ্রেসের মিছিল (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 9:39 PM IST

কলকাতা, 17 অগস্ট: বৃষ্টিস্নাত কলকাতায় বামেদের মিছিল । বিকেলের রাজপথে বৃষ্টির সঙ্গে উঠল স্লোগান ৷ বৃষ্টি উপেক্ষা করেই রাসবিহারী থেকে অ্যাকাডেমি পর্যন্ত আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট ও কংগ্রেস । "প্রতিটা ঘটনার জবাব দিতে হবে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতাকে । দেখতে থাকুন আগামী দিনে কী হয়", মিছিলের শুরুতেই হুঁশিয়ারির সুর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায় ।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ও কংগ্রেসের যৌথ মিছিল (ইটিভি ভারত)

এদিন বাম-কংগ্রেসের যৌথ মিছিলের নেতৃত্বে ছিল মহিলা ব্রিগেড ৷ মিছিলের মধ্যবর্তী স্থানে হাঁটতে দেখা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থেকে সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীদের । ছিলেন নরেন চট্টোপাধ্যায় থেকে প্রবীর দেব । এদিনের মিছিলে স্লোগান ওঠে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচার চাই । সঙ্গে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ । মিছিল এদিন রাসবিহারী মোড় থেকে এসপি মুখার্জি রোড ধরে সোজা রবীন্দ্র সদন হয়ে অ্যাকাডেমির সামনে শেষ হয় । শুরুতেই অঝোর ধারায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করেই এগিয়ে যায় ।

এদিনের মিছিল থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "সিবিআই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিক । যারা ধরা পড়েনি তাদের গ্রেফতার করুক ।" সুজন চক্রবর্তীর কথায়, "ভূ-ভারত যা দেখেনি রাজ্যে তাই দেখা গেল । পুলিশি ও স্বাস্থ্য ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে মিছিল করলেন । ওই দুই বিভাগের মন্ত্রী তিনি নিজেই ।" কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "কঠোর শাস্তি দিতে হবে । ধামাচাপা নয় গ্রেফতার করতে হবে আসল দোষীদের ।"

এদিন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সবে তো সন্দীপ ঘোষকে জেরা করছে । আমরা তাকে অভিযুক্ত করেছিলাম । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পুরস্কৃত করেছে । একটা নাটক সাজাতে চেয়েছিল প্রশাসন ৷ পুলিশ প্রতিবাদীদের গ্রেফতার করছে আর হামলাবাজদের বাঁচাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলল জুনিয়র ডাক্তারদের আন্দোলন করবে না তারপরেই হামলা হল । দেখতে থাকুন আগামী দিনে কী হয় ৷"

কলকাতা, 17 অগস্ট: বৃষ্টিস্নাত কলকাতায় বামেদের মিছিল । বিকেলের রাজপথে বৃষ্টির সঙ্গে উঠল স্লোগান ৷ বৃষ্টি উপেক্ষা করেই রাসবিহারী থেকে অ্যাকাডেমি পর্যন্ত আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট ও কংগ্রেস । "প্রতিটা ঘটনার জবাব দিতে হবে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতাকে । দেখতে থাকুন আগামী দিনে কী হয়", মিছিলের শুরুতেই হুঁশিয়ারির সুর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায় ।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ও কংগ্রেসের যৌথ মিছিল (ইটিভি ভারত)

এদিন বাম-কংগ্রেসের যৌথ মিছিলের নেতৃত্বে ছিল মহিলা ব্রিগেড ৷ মিছিলের মধ্যবর্তী স্থানে হাঁটতে দেখা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থেকে সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীদের । ছিলেন নরেন চট্টোপাধ্যায় থেকে প্রবীর দেব । এদিনের মিছিলে স্লোগান ওঠে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচার চাই । সঙ্গে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ । মিছিল এদিন রাসবিহারী মোড় থেকে এসপি মুখার্জি রোড ধরে সোজা রবীন্দ্র সদন হয়ে অ্যাকাডেমির সামনে শেষ হয় । শুরুতেই অঝোর ধারায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করেই এগিয়ে যায় ।

এদিনের মিছিল থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "সিবিআই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিক । যারা ধরা পড়েনি তাদের গ্রেফতার করুক ।" সুজন চক্রবর্তীর কথায়, "ভূ-ভারত যা দেখেনি রাজ্যে তাই দেখা গেল । পুলিশি ও স্বাস্থ্য ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে মিছিল করলেন । ওই দুই বিভাগের মন্ত্রী তিনি নিজেই ।" কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "কঠোর শাস্তি দিতে হবে । ধামাচাপা নয় গ্রেফতার করতে হবে আসল দোষীদের ।"

এদিন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সবে তো সন্দীপ ঘোষকে জেরা করছে । আমরা তাকে অভিযুক্ত করেছিলাম । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পুরস্কৃত করেছে । একটা নাটক সাজাতে চেয়েছিল প্রশাসন ৷ পুলিশ প্রতিবাদীদের গ্রেফতার করছে আর হামলাবাজদের বাঁচাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলল জুনিয়র ডাক্তারদের আন্দোলন করবে না তারপরেই হামলা হল । দেখতে থাকুন আগামী দিনে কী হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.