কলকাতা, 31 মে: সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন হবে আগামিকাল ৷ দক্ষিণবঙ্গের মোট 9টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ যার মধ্যে অন্যতম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ৷ 1 হাজার 869টি বুথে শনিবার ভোটগ্রহণ হতে চলেছে ৷ কলকাতা উত্তর লোকসভার 7টি বিধানসভার মধ্যে পাঁচটির ডিসিআরসি করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা নিজ নিজ বুথের দায়িত্ব বুঝে নিচ্ছেন ৷ ইভিএম, ভিভিপ্যাট-সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা নির্দিষ্ট গন্তব্যে রওনা দিয়েছেন ৷
রেমালের তাণ্ডবের পর দু’দিনের বিরতি ৷ তারপর বৃহস্পতিবার রাত থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ আজ সকালেও মুষলধারা বৃষ্টি মাথায় নিয়েই ভোটকর্মীরা এসে পৌঁছলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কলকাতা উত্তরের ডিসিআরসি-তে ৷ বৃষ্টির কারণে, সকালের দিকে ভোটকর্মীদের ভিড় কম থাকলেও, বেলা বাড়তেই ভোটকর্মীরা একে একে আসতে শুরু করেন ৷ নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, চৌরঙ্গি, এন্টালি, বেলগাছিয়া, শ্যামপুকুর ও জোড়াসাঁকো, এই পাঁচটি বিধানসভার অন্তর্গত বুথগুলির ভোটের সরঞ্জাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ডিসিআরসি থেকে সরবরাহ করা হয় ৷
ভোট সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে যাতে, কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বদ্ধপরিকর ছিল কলকাতা পুলিশ ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায়, ডিসিআরসি-র বাইরেও কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সঙ্গে রয়েছে ভলান্টিয়ার এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ৷ ভিতরে রয়েছে কলকাতা পুলিশের সার্জেন্ট ও ওসি এবং অতিরিক্ত ওসি পদমর্যাদার আধিকারিকদের নিরাপত্তা বলয় ৷ নেতাজি ইন্ডোর থেকে প্রিসাইডিং অফিসার-সহ অন্য ভোটকর্মীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে ৷
ভোটকর্মী রিঙ্কা দাস ইটিভি ভারতকে জানান, এবারেই প্রথম নির্বাচনের দায়িত্ব পেয়েছেন ৷ আগামিকাল তাঁর শ্যামপুকুরের একটি বুথে দায়িত্ব রয়েছে ৷ জীবনের প্রথম ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব ৷ তাই নিয়ে সামান্য হলেও, নার্ভাস বলে জানান তিনি ৷ আরেক ভোট কর্মী তমাল দাস এর আগে একাধিক ভোটের ডিউটি করেছেন ৷ কিন্তু, আচমকা আবহাওয়া খারাপ হওয়ার কারণে, ডিসিআরসি-তে পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি ৷