কালিম্পং, 8 অগস্ট: ফের ধস জাতীয় সড়কে । ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়ক । ধসে প্রায় 100 মিটার রাস্তা চলে গেল খাদে । বৃহস্পতিবার কালিম্পংয়ের বিরিকদাড়ায় ওই ধসের ঘটনা ঘটে । ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ।
প্রায় একমাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । প্রথমে তিস্তার প্রবল স্রোতে মাল্লি, তিস্তাবাজার-সহ একাধিক জায়গায় 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয় । এরপর টানা বৃষ্টির জেরে শুরু হয় একাধিক জায়গায় ধস । সেলফিদাড়া ও বিরিকদাড়া-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ৷ যার জেরে ওই জাতীয় সড়ক দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করতে বাধ্য হয় জেলা প্রশাসন ।
এদিকে, ওই ধসের কারণে জাতীয় সড়ক বন্ধ হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রী থেকে পর্যটকরা । তবে গরুবাথান ও লাভা হয়ে যান চলাচল করছে সিকিমে । এদিন সকালে বিরিকদাড়া-সহ ভুইছালে নামে জায়গাতেও জাতীয় সড়কে বড়সড় ধসের ঘটনা ঘটে ৷ সেখানে ফের যান চলাচল স্বাভাবিক করতে হলে পাহাড় কেটে তা তৈরি করতে হবে । তবে সেই সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করতে পারেনি প্রশাসন । তার কারণ, সকাল থেকে পাহাড়জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে ।
এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমনিয়ম টি বলেন, "এদিন সকালে নতুন করে কয়েক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । তবে বিরিকদাড়ায় ধসে জাতীয় সড়ক সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"