ETV Bharat / state

বালি-পাথর বোঝাই ডাম্পারের বিরুদ্ধে তল্লাশি, আক্রান্ত রাজস্ব আধিকারিক - LAND OFFICER ATTACKED - LAND OFFICER ATTACKED

Land Reform Officer Assaulted: তল্লাশি অভিযানে আক্রান্ত ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক ৷ বালি ও পাথর বোঝাই ডাম্পারের গাড়ির চালককে কাগজপত্র দেখাতে বললে তাঁকে মারধর করার অভিযোগ ওঠে ৷ এমনকী তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা ৷

Searching Operation by Land Department Officer
বালি-পাথর বোঝাই ডাম্পারের বিরুদ্ধে তল্লাশি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 5:13 PM IST

Updated : May 16, 2024, 6:37 PM IST

আক্রান্ত রাজস্ব আধিকারিক (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 16 মে: বালি ও পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ির জেলার এক রাজস্ব আধিকারিক। এই ঘটনায় একটি ডাম্পারকেও বাজেয়াপ্ত করা হয়।

বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি ও পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ৷ ধূপগুড়ির রাজস্ব আধিকারিক অরূপ পাঠক অভিযানে নেমে এদিন একটি ডাম্পারের চালকে নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বলেন তিনি ৷ গাড়ির চালক কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপর নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে, একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে মারধর করে বলে অভিযোগ।

এমনকী তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজস্ব আধিকারিক অরূপ পাঠক। ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এ বিষয়ে ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, " আমাদের দফতরের এক আধিকারিক ওভার লোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন। তাঁকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।"

এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা রাজু বসাকের উপর অভিযোগ তুলেছেন জয়দীপ ঘোষ রায় ৷ এর আগেও যখন এরকম ঘটনা ঘটেছে, তাতেও রাজুর নাম জড়িয়েছিল বলেও জানান তিনি ৷ কোথাও এরকম গাড়ি ধরা হলে চালকরা তার নাম বলে ৷ ওর এত কীসের ক্ষমতা, তা জানেন না তিনি ৷ তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের উপর বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কে প্রশাসনও।"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার
  3. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শিলিগুড়িতে বিএলআরও অফিসে তদন্তে ভূমি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা

আক্রান্ত রাজস্ব আধিকারিক (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 16 মে: বালি ও পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ির জেলার এক রাজস্ব আধিকারিক। এই ঘটনায় একটি ডাম্পারকেও বাজেয়াপ্ত করা হয়।

বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি ও পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ৷ ধূপগুড়ির রাজস্ব আধিকারিক অরূপ পাঠক অভিযানে নেমে এদিন একটি ডাম্পারের চালকে নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বলেন তিনি ৷ গাড়ির চালক কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপর নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে, একথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে মারধর করে বলে অভিযোগ।

এমনকী তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজস্ব আধিকারিক অরূপ পাঠক। ইতিমধ্যে তিনি ধূপগুড়ি বিএলআরও জয়দীপ ঘোষ রায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। এ বিষয়ে ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, " আমাদের দফতরের এক আধিকারিক ওভার লোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন। তাঁকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।"

এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা রাজু বসাকের উপর অভিযোগ তুলেছেন জয়দীপ ঘোষ রায় ৷ এর আগেও যখন এরকম ঘটনা ঘটেছে, তাতেও রাজুর নাম জড়িয়েছিল বলেও জানান তিনি ৷ কোথাও এরকম গাড়ি ধরা হলে চালকরা তার নাম বলে ৷ ওর এত কীসের ক্ষমতা, তা জানেন না তিনি ৷ তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের উপর বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কে প্রশাসনও।"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার
  3. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শিলিগুড়িতে বিএলআরও অফিসে তদন্তে ভূমি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা
Last Updated : May 16, 2024, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.