ETV Bharat / state

পার্ক স্ট্রিটে বাইকের রেষারেষিতে গুলি চলার ঘটনায় গ্রেফতার 4 - PARK STREET SHOOT OUT - PARK STREET SHOOT OUT

Park Street Shoot Out: পার্ক স্ট্রিট গুলি-কাণ্ডে 4 জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ যদিও, মূল অভিযুক্ত সোনা এখনও অধরা বলে জানা গিয়েছে ৷ গতকাল মধ্যরাতে তিনজনকে গ্রেফতারের পর সাব্বির নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 4 অভিযুক্ত ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 7:53 PM IST

কলকাতা, 16 জুন: বাইকের রেষারেষি গুলি চলার ঘটনায় পুলিশের জালে 4 অভিযুক্ত ৷ শুক্রবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানার মির্জা গালিব স্ট্রিটে এই ঘটনা ঘটে ৷ যদিও, মূল অভিযুক্ত সোনা এখনও পলাতক ৷ জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে লালবাজারের গুন্ডা দমন শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে ৷ এরপর রবিবার বেলা গড়াতেই সাব্বির নামে অপর এক যুবককে গ্রেফতার করা হয় ৷ গুলি চলার ঘটনায় আহতের পরিবারের সদস্যরা পার্ক স্ট্রিট থানায় সোনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে ৷

শনিবার মধ্য রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তল্লাশি অভিযানে নামে ৷ পুলিশি তল্লাশিতে মোট তিনজনকে গ্রেফতার করা হয় ৷ তাদের নাম আসিফ আহমেদ, কলিন স্ট্রিটের বাসিন্দা ৷ 41 বছরের ফারুক খান এবং 24 বছরের আফসার আলি ৷ ফারুক এবং আফসার মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

এই ঘটনায় সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে অভিযুক্তদের খোঁজে নামে পুলিশ ৷ সিসিটিভি ও সূত্রের খবরের উপর ভিত্তি করে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, মূল অভিযুক্ত সোনার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ গত শুক্রবার রাতে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে এলাকায় গুলি চলে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় এক যুবক এখন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি ৷ তাঁর ডান পায়ে গুলি লেগেছে ৷ এই ঘটনার তদন্তে নেমে রাত থেকেই মির্জা গালিব স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ শনিবার রাতের পর আজ বেলা 12টার পর সাব্বির নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

লালবাজার সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ সাব্বিরকে চিহ্নিত করে ৷ পুলিশ ধৃতদের হেফাজতে নিয়েছে ৷ ধৃতরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ পাশাপাশি, মূল অভিযুক্ত সোনা কোথায় গা-ঢাকা গিয়ে রয়েছে ? ঘটনা দিন রাতে তারা বাইক নিয়ে সেখানে কী করছিল ? এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চারজনকে জেরা শুরু করা হবে বলে লালবাজার সূত্রে খবর ৷

কলকাতা, 16 জুন: বাইকের রেষারেষি গুলি চলার ঘটনায় পুলিশের জালে 4 অভিযুক্ত ৷ শুক্রবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানার মির্জা গালিব স্ট্রিটে এই ঘটনা ঘটে ৷ যদিও, মূল অভিযুক্ত সোনা এখনও পলাতক ৷ জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে লালবাজারের গুন্ডা দমন শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে ৷ এরপর রবিবার বেলা গড়াতেই সাব্বির নামে অপর এক যুবককে গ্রেফতার করা হয় ৷ গুলি চলার ঘটনায় আহতের পরিবারের সদস্যরা পার্ক স্ট্রিট থানায় সোনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে ৷

শনিবার মধ্য রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তল্লাশি অভিযানে নামে ৷ পুলিশি তল্লাশিতে মোট তিনজনকে গ্রেফতার করা হয় ৷ তাদের নাম আসিফ আহমেদ, কলিন স্ট্রিটের বাসিন্দা ৷ 41 বছরের ফারুক খান এবং 24 বছরের আফসার আলি ৷ ফারুক এবং আফসার মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

এই ঘটনায় সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে অভিযুক্তদের খোঁজে নামে পুলিশ ৷ সিসিটিভি ও সূত্রের খবরের উপর ভিত্তি করে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, মূল অভিযুক্ত সোনার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ গত শুক্রবার রাতে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে এলাকায় গুলি চলে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় এক যুবক এখন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি ৷ তাঁর ডান পায়ে গুলি লেগেছে ৷ এই ঘটনার তদন্তে নেমে রাত থেকেই মির্জা গালিব স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ শনিবার রাতের পর আজ বেলা 12টার পর সাব্বির নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

লালবাজার সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ সাব্বিরকে চিহ্নিত করে ৷ পুলিশ ধৃতদের হেফাজতে নিয়েছে ৷ ধৃতরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ পাশাপাশি, মূল অভিযুক্ত সোনা কোথায় গা-ঢাকা গিয়ে রয়েছে ? ঘটনা দিন রাতে তারা বাইক নিয়ে সেখানে কী করছিল ? এমন একাধিক প্রশ্নের উত্তর জানতে চারজনকে জেরা শুরু করা হবে বলে লালবাজার সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.