ETV Bharat / state

আরজি কর দুর্নীতিতে ইডির নজরে এবার সন্দীপের ‘অতি পরিচিত’ নারী - RG Kar Corruption

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 6:22 PM IST

RG Kar Corruption: আরজি কর দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছে সন্দীপ ঘোষের অতি পরিচিত এক মহিলা ৷ তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদও করতে পারেন ইডির তদন্তকারীরা ৷

RG Kar Corruption
আরজি কর দুর্নীতিতে ইডির নজরে এবার সন্দীপের ‘অতি পরিচিত’ নারী (ফাইল ছবি)

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এবার সন্দীপেরই পরিচিত এক মহিলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন ৷ শীঘ্রই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হবে ৷

এই নিয়ে অবশ্য ইডির তদন্তকারী আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন ৷ কে ওই মহিলা ? তাঁর সঙ্গে কী যোগাযোগ রয়েছে সন্দীপ ঘোষের ৷ এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি ইডি আধিকারিকরা ৷ তবে ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমে নার্গিস খাতুন নামে এক মহিলার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে ৷ ওই মহিলার নামে একাধিক সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এই নার্গিস খাতুন হলেন আলি খানের স্ত্রী । আলি খান ছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ৷ তাঁকে ইতিমধ্য়েই সিবিআই গ্রেফতার করেছে ৷ আলি খান সন্দীপের খুব ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই সূত্রেই নার্গিসের সঙ্গে বেশ ভালো পরিচয় গড়ে ওঠে সন্দীপের ৷

ইডি সূত্রে খবর, সেই কারণেই আরজি কর নার্গিসের নামে আরজি কর হাসপাতাল চত্বরে ক্যাফে খুলতে পেরেছিলেন আলি খান ৷ শুধু তাই নয়, ক্যাফের বরাত পাওয়ার জন্য যে অর্থ নার্গিসের নামে জমা পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷ পরে তা প্রভাব খাটিয়ে সন্দীপ ফিরিয়ে দেন ৷ অথচ এই অর্থ নন-রিফান্ডেবল (ফেরত যোগ্য নয়) হিসেবেই জমা নেওয়া হয় ৷

কেন এই বাড়তি সুবিধা পেলেন নার্গিস ? আপাতত সেটাই জানতে চান ইডির তদন্তকারীরা ৷ সেই কারণে শীঘ্রই নার্গিসকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইডির তরফে ৷ সেই জিজ্ঞাসাবাদে আরও অনেক বিষয়ে প্রশ্ন করতে চান তদন্তকারীরা ৷ ইডি সূত্রে খবর, নার্গিসের নামে একাধিক সংস্থা রয়েছে ৷ তাঁর একাধিক ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যে লেনদেন হতো, যে সংস্থাগুলির সঙ্গে নার্গিসের নাম জড়িয়ে, সেগুলিতে সন্দীপের ‘অবদান’ কতটা সেই বিষয়েও ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবে নার্গিস খাতুনকে ৷

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসার পর থেকেই সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একাধিক প্রশ্নের মুখে পড়েছেন ৷ ওই ঘটনায় তাঁকে টানা প্রায় দু’সপ্তাহ জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্ত শুরু করে ৷ সেই মামলাতেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে ৷ আপাতত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন ৷

আরজি করের এই দুর্নীতির সঙ্গে আর্থিক যোগ থাকায় তদন্তে নেমেছে ইডি ৷ ইতিমধ্য়ে একাধিক জায়গায় তল্লাশি করা হয়েছে ৷ সন্দীপের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে ৷ সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনাও উদ্ধার হয়েছে ৷ এই পরিস্থিতিতে সন্দীপের পরিচিত নার্গিস খাতুনের নাম সামনে চলে এল ৷ এখন দেখার এই মহিলার সঙ্গে আরজি করের দুর্নীতির সত্যিই কোনও যোগ আছে কি না !

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এবার সন্দীপেরই পরিচিত এক মহিলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন ৷ শীঘ্রই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হবে ৷

এই নিয়ে অবশ্য ইডির তদন্তকারী আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন ৷ কে ওই মহিলা ? তাঁর সঙ্গে কী যোগাযোগ রয়েছে সন্দীপ ঘোষের ৷ এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি ইডি আধিকারিকরা ৷ তবে ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমে নার্গিস খাতুন নামে এক মহিলার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে ৷ ওই মহিলার নামে একাধিক সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এই নার্গিস খাতুন হলেন আলি খানের স্ত্রী । আলি খান ছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ৷ তাঁকে ইতিমধ্য়েই সিবিআই গ্রেফতার করেছে ৷ আলি খান সন্দীপের খুব ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই সূত্রেই নার্গিসের সঙ্গে বেশ ভালো পরিচয় গড়ে ওঠে সন্দীপের ৷

ইডি সূত্রে খবর, সেই কারণেই আরজি কর নার্গিসের নামে আরজি কর হাসপাতাল চত্বরে ক্যাফে খুলতে পেরেছিলেন আলি খান ৷ শুধু তাই নয়, ক্যাফের বরাত পাওয়ার জন্য যে অর্থ নার্গিসের নামে জমা পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷ পরে তা প্রভাব খাটিয়ে সন্দীপ ফিরিয়ে দেন ৷ অথচ এই অর্থ নন-রিফান্ডেবল (ফেরত যোগ্য নয়) হিসেবেই জমা নেওয়া হয় ৷

কেন এই বাড়তি সুবিধা পেলেন নার্গিস ? আপাতত সেটাই জানতে চান ইডির তদন্তকারীরা ৷ সেই কারণে শীঘ্রই নার্গিসকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইডির তরফে ৷ সেই জিজ্ঞাসাবাদে আরও অনেক বিষয়ে প্রশ্ন করতে চান তদন্তকারীরা ৷ ইডি সূত্রে খবর, নার্গিসের নামে একাধিক সংস্থা রয়েছে ৷ তাঁর একাধিক ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যে লেনদেন হতো, যে সংস্থাগুলির সঙ্গে নার্গিসের নাম জড়িয়ে, সেগুলিতে সন্দীপের ‘অবদান’ কতটা সেই বিষয়েও ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবে নার্গিস খাতুনকে ৷

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসার পর থেকেই সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একাধিক প্রশ্নের মুখে পড়েছেন ৷ ওই ঘটনায় তাঁকে টানা প্রায় দু’সপ্তাহ জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্ত শুরু করে ৷ সেই মামলাতেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে ৷ আপাতত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন ৷

আরজি করের এই দুর্নীতির সঙ্গে আর্থিক যোগ থাকায় তদন্তে নেমেছে ইডি ৷ ইতিমধ্য়ে একাধিক জায়গায় তল্লাশি করা হয়েছে ৷ সন্দীপের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে ৷ সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনাও উদ্ধার হয়েছে ৷ এই পরিস্থিতিতে সন্দীপের পরিচিত নার্গিস খাতুনের নাম সামনে চলে এল ৷ এখন দেখার এই মহিলার সঙ্গে আরজি করের দুর্নীতির সত্যিই কোনও যোগ আছে কি না !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.