ETV Bharat / state

পুজোর আগেই লেডিস স্পেশাল বাস, চলবে কোন রুটে? - Special Bus Service - SPECIAL BUS SERVICE

Ladies Special Bus Service: বাসে থাকবে সিসিটিভি ক্যামেরা ৷ বিশেষ বাসে থাকবে মহিলা কন্ডাকটর ৷ মহিলা বাসচালকও থাকবে ৷ কোন রুটে মিলবে 'লেডিস স্পেশাল বাস' পরিষেবা?

Ladies Special Bus Service
বাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 7:53 PM IST

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর: মহিলা বাসযাত্রীদের জন্য সুখবর! দুর্গাপুজোর আগেই মহিলাদের জন্য 'লেডিস স্পেশাল বাস' পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি। বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড মিটিং আয়োজিত হয়। আর সেই বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসযাত্রীদের জন্য পরিষেবা উন্নয়নের একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

চলবে কোন রুটে? (ইটিভি ভারত)

লেডিস স্পেশাল বাস পরিষেবার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা স্বার্থে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। এছাড়াও সিএনজি ও ইলেকট্রিক বাস পরিষেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি আগামীতে ভুটান ও বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করার কথা জানান পার্থপ্রতিম রায়।

চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "এবার পুজোয় নিগমের প্রত্যেক কর্মীকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিম্পংয়ের ডেলো থেকে একটি বাস পরিষেবা 3 অক্টোবর থেকে চালু করা হবে। কর্মী সমস্যা মেটাতে রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।"

  • কবে থেকে চালু? এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর পরই আনুষ্ঠানিকভাবে ওই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করা হবে।
  • কোন রুটে চলবে এই বাস? পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে তিনটে রুটে ওই বাস চালানো হবে। 40 সিটের ওই বাস শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে মাথাভাঙা রুটে চালানো হবে।
  • কোন সময় চলবে এই বিশেষ বাস? মূলত অফিস কাছারির সময়ে ওই বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • কী কী অতিরিক্ত পরিষেবা মিলবে? ওই বাসে থাকবে মহিলা কন্ডাকটর। আগামীতে মহিলা বাসচালক লেডিস স্পেশাল বাসে ব্যবহার করা হবে ৷ এছাড়াও প্রত্যেক বাসে অন্তত চারটি সিট মহিলাদের জন্য স্থায়ী বরাদ্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। তার জন্য প্রাথমিকভাবে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছে এনবিএসটিসি।

প্রতিবারের ন্যায় এবারও কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ওই পুজো পরিক্রমা করানো হবে বলে জানা গিয়েছে। এছাড়া 12টি রকেট বাস কিনছে এনবিএসটিসি। যার মধ্যে 6টি বাস এসি ও ছটি নন এসি। 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিক ওই বাসগুলোর উদ্বোধন হবে। শিলিগুড়ি থেকে তিনটে ও কোচবিহার থেকে তিনটে কলকাতায় রকেট বাস পরিষেবা দেবে। 30টি সিনএনজি বাস কেনার উদ্যোগ নিয়েছে নিগম যারমধ্যে 6টা বাস ইতিমধ্যে হাতে পেয়েছে। দু'টো বাস শিলিগুড়িতে পরিষেবা দিচ্ছে। 2025 সালের মধ্যে ইলেকট্রিক বাস পরিষেবা চালু করবে নিগম। পরিষেবা উন্নত করতে কৃষ্ণনগর ও ডালখোলায় নতুন দু'টো ডিপো তৈরি করবে নিগম। ময়নাগুড়ি, সিউড়ি ও রায়গঞ্জের ডিপোর পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর: মহিলা বাসযাত্রীদের জন্য সুখবর! দুর্গাপুজোর আগেই মহিলাদের জন্য 'লেডিস স্পেশাল বাস' পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি। বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড মিটিং আয়োজিত হয়। আর সেই বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসযাত্রীদের জন্য পরিষেবা উন্নয়নের একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

চলবে কোন রুটে? (ইটিভি ভারত)

লেডিস স্পেশাল বাস পরিষেবার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা স্বার্থে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। এছাড়াও সিএনজি ও ইলেকট্রিক বাস পরিষেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি আগামীতে ভুটান ও বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করার কথা জানান পার্থপ্রতিম রায়।

চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "এবার পুজোয় নিগমের প্রত্যেক কর্মীকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিম্পংয়ের ডেলো থেকে একটি বাস পরিষেবা 3 অক্টোবর থেকে চালু করা হবে। কর্মী সমস্যা মেটাতে রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।"

  • কবে থেকে চালু? এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর পরই আনুষ্ঠানিকভাবে ওই লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু করা হবে।
  • কোন রুটে চলবে এই বাস? পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে তিনটে রুটে ওই বাস চালানো হবে। 40 সিটের ওই বাস শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে মাথাভাঙা রুটে চালানো হবে।
  • কোন সময় চলবে এই বিশেষ বাস? মূলত অফিস কাছারির সময়ে ওই বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • কী কী অতিরিক্ত পরিষেবা মিলবে? ওই বাসে থাকবে মহিলা কন্ডাকটর। আগামীতে মহিলা বাসচালক লেডিস স্পেশাল বাসে ব্যবহার করা হবে ৷ এছাড়াও প্রত্যেক বাসে অন্তত চারটি সিট মহিলাদের জন্য স্থায়ী বরাদ্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। তার জন্য প্রাথমিকভাবে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছে এনবিএসটিসি।

প্রতিবারের ন্যায় এবারও কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ওই পুজো পরিক্রমা করানো হবে বলে জানা গিয়েছে। এছাড়া 12টি রকেট বাস কিনছে এনবিএসটিসি। যার মধ্যে 6টি বাস এসি ও ছটি নন এসি। 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিক ওই বাসগুলোর উদ্বোধন হবে। শিলিগুড়ি থেকে তিনটে ও কোচবিহার থেকে তিনটে কলকাতায় রকেট বাস পরিষেবা দেবে। 30টি সিনএনজি বাস কেনার উদ্যোগ নিয়েছে নিগম যারমধ্যে 6টা বাস ইতিমধ্যে হাতে পেয়েছে। দু'টো বাস শিলিগুড়িতে পরিষেবা দিচ্ছে। 2025 সালের মধ্যে ইলেকট্রিক বাস পরিষেবা চালু করবে নিগম। পরিষেবা উন্নত করতে কৃষ্ণনগর ও ডালখোলায় নতুন দু'টো ডিপো তৈরি করবে নিগম। ময়নাগুড়ি, সিউড়ি ও রায়গঞ্জের ডিপোর পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.