কলকাতা, 23 নভেম্বর: শাসক শিবির শুরু থেকেই দাবি করে এসেছিল যে আরজি করের ঘটনার কোনও প্রভাব ছয় বিধানসভা উপনির্বাচনের ফলাফলে পড়বে না ৷ পড়েওনি ৷ বরং, আগাগোড়া বাম তথা সিপিএম-কে আরজি কর ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিল তৃণমূল ৷ শনিবার উপনির্বাচনের ফলপ্রকাশের পর, সেই সিপিএমের ভোটপ্রাপ্তি শূন্য ৷ তাই যেন কিছুটা বেশি উচ্ছ্বসিত দেখালো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ৷ বামেদের সেই 'ষড়যন্ত্র' ভেস্তে যাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়েই আবারও কুণালের নিশানায় গায়ক অরিজিৎ সিং ৷
বিখ্যাত সঙ্গীত শিল্পীকে কার্যত ব্যঙ্গই করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদী গানকে 'বিদ্রূপ' করে কুণালের দাবি, "সিপিএমের হারের দুঃখে অরিজিৎ সিং গাইছেন, "আর কবে, আর কবে... সিপিএম শূন্য থেকে এক হবে ৷" উল্লেখ্য়, আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে প্রতিবাদী গান বেঁধেছিলেন অরিজিৎ ৷ তাঁর সুর, লেখা ও গাওয়া গান 'আর কবে...', লোকমুখে ঘুরেছে ৷ প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল অরিজিতের সেই গানের প্রতিটি শব্দ ৷
সেই সময়ও অরিজিৎ সিংকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ ৷ তাঁর সমালোচনায় কুণাল বলেছিলেন, "সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায় ৷ মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, অথবা সাক্ষী মালিকদের নিয়েও গান বাঁধেন না ৷ কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ ?"
আর এ দিন উপনির্বাচনের ফলপ্রকাশের পর আবারও আরজি কর প্রসঙ্গ টেনে অরিজিৎ এবং তাঁর গানকে বিদ্রূপ কুণালের ৷
জয়ের উচ্ছ্বাসে গা ভাসালেন কুণাল ঘোষ ৷ তিনি এবং তৃণমূলের প্রায় সকলেই অভিযোগ করেছিল, আরজি কর-কে ইস্যু করে বামেরা সরকার তথা তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চাইছে ৷ শাসকদলের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা করা হচ্ছে ৷ তাই উপনির্বাচনের ফলপ্রকাশের পর বাম ও বাম সমর্থিত প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হওয়ায় উচ্ছ্বসিত তিনি ৷ বামেদের সমালোচনা করতে গিয়ে, অরিজিতের সেই প্রতিবাদী গানকেই বিদ্রূপ করলেন কুণাল ঘোষ ৷