ETV Bharat / state

এনআইএ-র এসপি-কে সরানোর দাবিতে সরব কুণাল, সোশাল মিডিয়ায় বার্তা ওই এজেন্সির ডিজি-কে - Kunal Ghosh

Kunal Ghosh: এনআইএ-র এসপি ধন রাম সিংয়ের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে সোশাল মিডিয়া মারফত এনআইএ-র ডিজি-কে বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি সংশ্লিষ্ট এসপি-কে সরানোর দাবি তুলেছেন ৷

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 3:51 PM IST

কলকাতা, 8 এপ্রিল: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় বিজেপির সঙ্গে মিলে চক্রান্ত করার অভিযোগে এবার এনআইএ-র ডিজির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়া এক্স-এ কুণালের দাবি, ‘‘ধন রাম সিং, আপনার এসপি, তৃণমূল-এর বিরুদ্ধে বিজেপির সঙ্গে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত । তিনি এনআইএর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন ।’’

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের আরও দাবি, ‘‘নির্বাচনের ঘোষণার পরে তিনি (এনআইএ-র এসপি) বিজেপি নেতার সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেছিলেন কি না, তা তদন্ত শুরু করুন । তদন্ত চলাকালীন অবিলম্বে তাঁকে সাসপেন্ড করুন । অবিলম্বে তাঁকে বাংলা সংক্রান্ত মামলা থেকে অপসারণ করুন ।’’

এই বিষয়ে তিনি ও তৃণমূল কংগ্রেস এনআইএ-কে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, প্রয়োজনে তিনি এবং তৃণমূল কংগ্রেস তথ্য, নথি এবং সিসিটিভি ভিডিও ফুটেজ-সহ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত । কুণালের আরও অভিযোগ, এনআইএ-র এসপি বিজেপি ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তৃণমূলের লোকদের গ্রেফতার বা হয়রানি করে বিজেপির উদ্দেশ্য পূরণ করছেন ।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করছেন, এনআইএ-র ডিজি এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন । তদন্তের নির্দেশ দেবেন এবং ব্যবস্থা নেবেন ।

উল্লেখ্য, এনআইএ-র এসপি-র সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগ বেশ কিছুদিন আগেই তুলেছিল তৃণমূল ৷ তার পর এই নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকেও তোপ দাগা হয় ৷ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা গিয়েছিল ৷ এবার কুণাল সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ করলেন এনআইএ-র ডিজির কাছে ৷ এখন দেখার এনআইএ এই নিয়ে কোনও জবাব দেয় কি না !

আরও পড়ুন:

  1. এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক, তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি জিতেন্দ্রর
  2. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
  3. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের

কলকাতা, 8 এপ্রিল: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় বিজেপির সঙ্গে মিলে চক্রান্ত করার অভিযোগে এবার এনআইএ-র ডিজির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়া এক্স-এ কুণালের দাবি, ‘‘ধন রাম সিং, আপনার এসপি, তৃণমূল-এর বিরুদ্ধে বিজেপির সঙ্গে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত । তিনি এনআইএর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন ।’’

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের আরও দাবি, ‘‘নির্বাচনের ঘোষণার পরে তিনি (এনআইএ-র এসপি) বিজেপি নেতার সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেছিলেন কি না, তা তদন্ত শুরু করুন । তদন্ত চলাকালীন অবিলম্বে তাঁকে সাসপেন্ড করুন । অবিলম্বে তাঁকে বাংলা সংক্রান্ত মামলা থেকে অপসারণ করুন ।’’

এই বিষয়ে তিনি ও তৃণমূল কংগ্রেস এনআইএ-কে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, প্রয়োজনে তিনি এবং তৃণমূল কংগ্রেস তথ্য, নথি এবং সিসিটিভি ভিডিও ফুটেজ-সহ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত । কুণালের আরও অভিযোগ, এনআইএ-র এসপি বিজেপি ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তৃণমূলের লোকদের গ্রেফতার বা হয়রানি করে বিজেপির উদ্দেশ্য পূরণ করছেন ।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করছেন, এনআইএ-র ডিজি এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন । তদন্তের নির্দেশ দেবেন এবং ব্যবস্থা নেবেন ।

উল্লেখ্য, এনআইএ-র এসপি-র সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগ বেশ কিছুদিন আগেই তুলেছিল তৃণমূল ৷ তার পর এই নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দিকেও তোপ দাগা হয় ৷ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা গিয়েছিল ৷ এবার কুণাল সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ করলেন এনআইএ-র ডিজির কাছে ৷ এখন দেখার এনআইএ এই নিয়ে কোনও জবাব দেয় কি না !

আরও পড়ুন:

  1. এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক, তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি জিতেন্দ্রর
  2. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
  3. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.