ETV Bharat / state

বাংলার ভোটে প্রভাবহীন শাহ কেবল রাজনৈতিক পর্যটক, খোঁচা কুণালের - AMIT SHAH

অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের মন্তব্য 'আত্মঘাতী গোল' বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল নেতার মতে, সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফের ৷

AMIT SHAH
কুণাল ঘোষ ও অমিত শাহ ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 4:45 PM IST

কলকাতা, 27 অক্টোবর: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ সমস্যা নিয়ে অমিত শাহের মন্তব্য, আত্মঘাতী গোলের মতো ৷ এমনটাই মনে করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ আজ পেট্রাপোল সীমান্তে সরকারি মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যা নিয়ে কুণালের পালটা জবাব, সীমান্তে অনুপ্রবেশের সমস্যা থাকার অর্থ, বিএসএফ-এর ব্যর্থতা ৷

অনুপ্রবেশ, দুর্নীতি, একশো দিনের কাজের টাকা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করেন ৷ 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে এই সব সমস্যার চিরতরে সমাধানের কথাও বলতে শোনা যায় তাঁকে ৷ সেই সব নিয়েই এ দিন পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "অমিত শাহ বাংলায় যাতায়াত করতে পারেন কিন্তু তার কোনও রাজনৈতিক প্রভাব বাংলার নির্বাচনে নেই । বাংলার মানুষের আশির্বাদ নিয়ে এ রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস ।"

এরই সঙ্গে তিনি যোগ করেন, "উনি একবার এসে বলবেন একুশ, একবার বলবেন চব্বিশ, একবার বলবেন ছাব্বিশ ৷ ক্রমশ ওদের ক্ষমতায় আসার দিন তো, পিছোতেই থাকছে ৷ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হিসাবে তাঁর চেয়ারের গুরুত্ব আছে ৷ কিন্তু, বাংলায় তিনি রাজনৈতিক পর্যটক, বাংলার রাজনীতিতে তাঁর কোনও প্রভাব নেই ৷"

অনুপ্রবেশ ইস্যুতে এ দিন অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে পালটা ব্যর্থতার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "অনুপ্রবেশ আন্তর্জাতিক সীমান্তের সমস্যা ৷ যে সীমান্ত পাহারা দেয় অমিত শাহের মন্ত্রকের অধীনস্থ বিএসএফ ৷ ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয় ৷ অমিত শাহ যখন নিজের মুখে বলেন অনুপ্রবেশ একটা সমস্যা, তখন ধরে নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থার ব্যর্থতার কথা বলছেন ৷ অমিত শাহের এই কথা তো আত্মঘাতী গোলের মতো ৷"

মনরেগা বা একশো দিনের কাজে মোদি সরকার কত টাকা 10 বছরে দিয়েছে, তার হিসেবও এ দিন শুনিয়েছেন শাহ ৷ যা নিয়ে কুণালের মন্তব্য, মুখে না-বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করুন মোদি-শাহ জুটি ৷ তবেই বোঝা যাবে, সত্যিটা ঠিক কী ! কুণাল বলেন, "একশো দিনের কাজ থেকে শুরু করে, আবাসের একটা পয়সাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ একশো দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন ৷ সেই দাবিও তাঁরা মানেননি ৷ মুখে কথা বলছেন কেন ? শ্বেতপত্র প্রকাশ করুন ৷ তথ্য দিয়ে দেখান, কোন খাতে, কত টাকা দিয়েছেন !"

কলকাতা, 27 অক্টোবর: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ সমস্যা নিয়ে অমিত শাহের মন্তব্য, আত্মঘাতী গোলের মতো ৷ এমনটাই মনে করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ আজ পেট্রাপোল সীমান্তে সরকারি মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যা নিয়ে কুণালের পালটা জবাব, সীমান্তে অনুপ্রবেশের সমস্যা থাকার অর্থ, বিএসএফ-এর ব্যর্থতা ৷

অনুপ্রবেশ, দুর্নীতি, একশো দিনের কাজের টাকা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করেন ৷ 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে এই সব সমস্যার চিরতরে সমাধানের কথাও বলতে শোনা যায় তাঁকে ৷ সেই সব নিয়েই এ দিন পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "অমিত শাহ বাংলায় যাতায়াত করতে পারেন কিন্তু তার কোনও রাজনৈতিক প্রভাব বাংলার নির্বাচনে নেই । বাংলার মানুষের আশির্বাদ নিয়ে এ রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস ।"

এরই সঙ্গে তিনি যোগ করেন, "উনি একবার এসে বলবেন একুশ, একবার বলবেন চব্বিশ, একবার বলবেন ছাব্বিশ ৷ ক্রমশ ওদের ক্ষমতায় আসার দিন তো, পিছোতেই থাকছে ৷ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হিসাবে তাঁর চেয়ারের গুরুত্ব আছে ৷ কিন্তু, বাংলায় তিনি রাজনৈতিক পর্যটক, বাংলার রাজনীতিতে তাঁর কোনও প্রভাব নেই ৷"

অনুপ্রবেশ ইস্যুতে এ দিন অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে পালটা ব্যর্থতার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "অনুপ্রবেশ আন্তর্জাতিক সীমান্তের সমস্যা ৷ যে সীমান্ত পাহারা দেয় অমিত শাহের মন্ত্রকের অধীনস্থ বিএসএফ ৷ ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয় ৷ অমিত শাহ যখন নিজের মুখে বলেন অনুপ্রবেশ একটা সমস্যা, তখন ধরে নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থার ব্যর্থতার কথা বলছেন ৷ অমিত শাহের এই কথা তো আত্মঘাতী গোলের মতো ৷"

মনরেগা বা একশো দিনের কাজে মোদি সরকার কত টাকা 10 বছরে দিয়েছে, তার হিসেবও এ দিন শুনিয়েছেন শাহ ৷ যা নিয়ে কুণালের মন্তব্য, মুখে না-বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করুন মোদি-শাহ জুটি ৷ তবেই বোঝা যাবে, সত্যিটা ঠিক কী ! কুণাল বলেন, "একশো দিনের কাজ থেকে শুরু করে, আবাসের একটা পয়সাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ একশো দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন ৷ সেই দাবিও তাঁরা মানেননি ৷ মুখে কথা বলছেন কেন ? শ্বেতপত্র প্রকাশ করুন ৷ তথ্য দিয়ে দেখান, কোন খাতে, কত টাকা দিয়েছেন !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.