ETV Bharat / state

আদালতের 'বাধা' সরতেই পুলিশের জালে শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালের - sheikh shahjahans arrest

Sheikh Shahjahan Arrested: প্রায় দু'মাসের দোরগোড়ায় গ্রেফতার হল সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডা শেখ শাহজাহান ৷ 56 দিনের মাথায় অর্থাৎ বৃহস্পতিবার সকালে শাহজাহানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এর পুরো কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ এদিন সকালে এক্সে তিনি লেখেন, 'অভিষেকের জন্যই হাইকোর্টের বাধা সরেছে' ৷ হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের জালে শাহজাহান ৷

পুলিশের জালে শাহজাহান
Sheikh Shahjahan Arrested
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 8:32 AM IST

Updated : Feb 29, 2024, 12:08 PM IST

অভিষেককেই কৃতিত্ব কুণালের

কলকাতা, 29 ফেব্রুয়ারি: শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে শাহজাহানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই এক্সে একাধিক পোস্ট করেন তৃণমূল মুখপাত্র ৷ সেইসঙ্গে এদিকে শাহজাহানের গ্রেফতারির পর মিঠুন চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব হন এই তৃণমূল নেতা ৷ গ্রেফতারি প্রসঙ্গ থেকে বাদ দেননি শুভেন্দু অধিকারীর নামও ৷ অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন কুণাল ৷

এদিন তাঁর পোস্টে তিনি অভিষেককে কৃতিত্ব দিতে গিয়ে উল্লেখ করেছেন, "আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি ৷" তারপরই অভিষেককে ট্যাগ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, "আদালত বাধা সরিয়েছে ৷ পুলিশ যা করার করেছে।" উল্লেখ্য গতকাল কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে জানায়, ইডি থেকে সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে ৷

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের আইনি জটেই নাকি শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। যদিও আদালত স্পষ্টতই অভিষেকের সেই দাবি মানতে চায়নি। তবে তৃণমূল নিজেদের বক্তব্যে অনড়। এর খানিক পরই আরও একটি পোস্ট করেন তৃণমূল নেতা ৷ লেখেন, "রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী এবং অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক।" এরপরই কুণাল সংযোজন করেছেন, এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাংক লুটেরাদের ধরুক ইডি।"

উল্লেখ্য, গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহাজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তার একদিন পরই 26 ফেব্রুয়ারি, হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেই দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেফাতারি কোনও বাধা নেই ও আইনি জটেই শাহজাহানকে ধরা সম্ভব হয়নি এতদিন। পরে তৃণমূল নেতারা দাবি করেন, 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। অবশ্য তার অনেক আগেই পুলিশের জালে শাহজাহান। আর তার কৃতিত্ব তৃণমূলের তরফে দেওয়া হল অভিষেককে ৷

আরও পড়ুন:

  1. বুধে কলকাতা হাইকোর্টের নির্দেশ, 55 দিন পর গ্রেফতার শেখ শাহজাহান
  2. সন্দেশখালির রেশ ! 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই উত্তর 24 পরগনায়
  3. বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের

অভিষেককেই কৃতিত্ব কুণালের

কলকাতা, 29 ফেব্রুয়ারি: শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে শাহজাহানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই এক্সে একাধিক পোস্ট করেন তৃণমূল মুখপাত্র ৷ সেইসঙ্গে এদিকে শাহজাহানের গ্রেফতারির পর মিঠুন চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে সরব হন এই তৃণমূল নেতা ৷ গ্রেফতারি প্রসঙ্গ থেকে বাদ দেননি শুভেন্দু অধিকারীর নামও ৷ অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন কুণাল ৷

এদিন তাঁর পোস্টে তিনি অভিষেককে কৃতিত্ব দিতে গিয়ে উল্লেখ করেছেন, "আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি ৷" তারপরই অভিষেককে ট্যাগ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, "আদালত বাধা সরিয়েছে ৷ পুলিশ যা করার করেছে।" উল্লেখ্য গতকাল কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে জানায়, ইডি থেকে সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে ৷

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের আইনি জটেই নাকি শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। যদিও আদালত স্পষ্টতই অভিষেকের সেই দাবি মানতে চায়নি। তবে তৃণমূল নিজেদের বক্তব্যে অনড়। এর খানিক পরই আরও একটি পোস্ট করেন তৃণমূল নেতা ৷ লেখেন, "রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী এবং অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক।" এরপরই কুণাল সংযোজন করেছেন, এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাংক লুটেরাদের ধরুক ইডি।"

উল্লেখ্য, গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহাজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তার একদিন পরই 26 ফেব্রুয়ারি, হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেই দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেফাতারি কোনও বাধা নেই ও আইনি জটেই শাহজাহানকে ধরা সম্ভব হয়নি এতদিন। পরে তৃণমূল নেতারা দাবি করেন, 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। অবশ্য তার অনেক আগেই পুলিশের জালে শাহজাহান। আর তার কৃতিত্ব তৃণমূলের তরফে দেওয়া হল অভিষেককে ৷

আরও পড়ুন:

  1. বুধে কলকাতা হাইকোর্টের নির্দেশ, 55 দিন পর গ্রেফতার শেখ শাহজাহান
  2. সন্দেশখালির রেশ ! 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই উত্তর 24 পরগনায়
  3. বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের
Last Updated : Feb 29, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.