ETV Bharat / state

ভিনরাজ্যের হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা, পরিদর্শনে কুমারগ্রামের বিধায়ক - ELEPHANT ATTACKS

অসম থেকে আসা হাতি তাড়াতে নাজেহাল বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ৷ রোজ সন্ধে নামলেই হাতির আক্রমণে দিশেহারা গ্রামবাসী এবং কৃষকরা ৷

ELEPHANT ATTACKS
হাতির হামলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 8:06 PM IST

জলপাইগুড়ি, 23 অক্টোবর: অসম থেকে এরাজ্যে ঢোকা হাতির পালের হানা থেকে রেহাই পাচ্ছেন না আলিপুরদুয়ারের তুরতুরী গ্রাম পঞ্চায়েতের মানুষজন ৷ বন দফতরের আধিকারিক এবং কর্মীরা হাজার চেষ্টা করেও হাতি তাড়াতে ব্যর্থ ৷ এই পরিস্থিতিতে আজ তুরতুরী ও ধওলাঝোরা গ্রামে পরিদর্শনে আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ গ্রামের ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন তিনি ৷

ইটিভি ভারতেই প্রথম খবর সম্প্রচার হয়েছিল যে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকার কুমারগ্রাম এলাকায় অসম থেকে প্রায় একশোটি হাতি ঢুকে পড়ে কয়েক সপ্তাহ আগে ৷ প্রতি রাতে হাতির হামলায় চাষের ব্যাপক ক্ষতির অভিযোগ করেছিলেন তুরতুরী ও ধওলাঝোরা গ্রামের বাসিন্দারা ৷ চাষের ধান থেকে শুরু করে সুপারি গাছের বাগানও তছনছ করেছে দামাল হাতির দল ৷

ELEPHANT ATTACKS
কৃষক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে আজ ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যান কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ তিনি বলেন, "এলাকার মানুষজন আমাকে হাতির হানার বিষয়টি জানিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাম ৷ দেখলাম অনেক ক্ষতি হয়েছে ৷ আমি বিষয়টি নিয়ে বনমন্ত্রীর সঙ্গে কথা বলব ও চিঠিও দেব ৷ বন দফতরকে অনুরোধ করব এলাকায় একটা সোলার ফেন্সিং যাতে দেওয়া যায় ৷ আমি আমার বিধায়ক তহবিল থেকে এলাকায় সোলার লাইটের ব্যবস্থা করে দেব ৷ আমার যতদূর সম্ভব, আমি সহযোগিতা করব ৷ ধান, সুপারি-সহ অন্যান্য ফসলের ক্ষতিপূরণ যাতে কৃষকরা পান, সেই বিষয়টি বিধানসভায় তুলব ৷"

ELEPHANT ATTACKS
হাতির হামলায় ক্ষতিগ্রস্ত চাষের জমি ৷ (নিজস্ব চিত্র)

তবে, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা অতিষ্ট হয়ে উঠেছেন ৷ হাতির পাল ধান, সুপারি বা অন্যান্য ফসলের ক্ষতি করলেও, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আবেদন করেও লাভ হচ্ছে না-বলে অভিযোগ ৷ সঠিক পরিমাণ ক্ষতিপূরণ তাঁরা বন দফতরের থেকে পাচ্ছেন না ৷ উল্লেখ্য, ধানের উপরই নির্ভরশীল এলাকার কৃষকরা ৷ কিন্তু, রোজ হাতির তাণ্ডবে সর্বশান্ত হয়ে পড়েছেন তুরতুরী ও ধওলাঝোরা গ্রামের কৃষকরা ৷

জলপাইগুড়ি, 23 অক্টোবর: অসম থেকে এরাজ্যে ঢোকা হাতির পালের হানা থেকে রেহাই পাচ্ছেন না আলিপুরদুয়ারের তুরতুরী গ্রাম পঞ্চায়েতের মানুষজন ৷ বন দফতরের আধিকারিক এবং কর্মীরা হাজার চেষ্টা করেও হাতি তাড়াতে ব্যর্থ ৷ এই পরিস্থিতিতে আজ তুরতুরী ও ধওলাঝোরা গ্রামে পরিদর্শনে আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ গ্রামের ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন তিনি ৷

ইটিভি ভারতেই প্রথম খবর সম্প্রচার হয়েছিল যে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকার কুমারগ্রাম এলাকায় অসম থেকে প্রায় একশোটি হাতি ঢুকে পড়ে কয়েক সপ্তাহ আগে ৷ প্রতি রাতে হাতির হামলায় চাষের ব্যাপক ক্ষতির অভিযোগ করেছিলেন তুরতুরী ও ধওলাঝোরা গ্রামের বাসিন্দারা ৷ চাষের ধান থেকে শুরু করে সুপারি গাছের বাগানও তছনছ করেছে দামাল হাতির দল ৷

ELEPHANT ATTACKS
কৃষক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে আজ ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যান কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ ৷ তিনি বলেন, "এলাকার মানুষজন আমাকে হাতির হানার বিষয়টি জানিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাম ৷ দেখলাম অনেক ক্ষতি হয়েছে ৷ আমি বিষয়টি নিয়ে বনমন্ত্রীর সঙ্গে কথা বলব ও চিঠিও দেব ৷ বন দফতরকে অনুরোধ করব এলাকায় একটা সোলার ফেন্সিং যাতে দেওয়া যায় ৷ আমি আমার বিধায়ক তহবিল থেকে এলাকায় সোলার লাইটের ব্যবস্থা করে দেব ৷ আমার যতদূর সম্ভব, আমি সহযোগিতা করব ৷ ধান, সুপারি-সহ অন্যান্য ফসলের ক্ষতিপূরণ যাতে কৃষকরা পান, সেই বিষয়টি বিধানসভায় তুলব ৷"

ELEPHANT ATTACKS
হাতির হামলায় ক্ষতিগ্রস্ত চাষের জমি ৷ (নিজস্ব চিত্র)

তবে, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা অতিষ্ট হয়ে উঠেছেন ৷ হাতির পাল ধান, সুপারি বা অন্যান্য ফসলের ক্ষতি করলেও, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আবেদন করেও লাভ হচ্ছে না-বলে অভিযোগ ৷ সঠিক পরিমাণ ক্ষতিপূরণ তাঁরা বন দফতরের থেকে পাচ্ছেন না ৷ উল্লেখ্য, ধানের উপরই নির্ভরশীল এলাকার কৃষকরা ৷ কিন্তু, রোজ হাতির তাণ্ডবে সর্বশান্ত হয়ে পড়েছেন তুরতুরী ও ধওলাঝোরা গ্রামের কৃষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.