ETV Bharat / state

ধর্মতলা যেন দুর্গ! একুশে জুলাই উপলক্ষ্যে কড়া নিরাপত্তা শহরে - Security Preparations

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 3:39 PM IST

Security Preparations 21 July TMC Rally: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে শহরজুড়ে কড়া নিরাপত্তা ৷ কলকাতা পুলিশের তরফে শনিবার রাত 12টার পর থেকে, নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে ৷ বিশেষত, 21 জুলাইয়ের মঞ্চ ও তার আশেপাশের এলাকায় থাকছে কড়া নিরাপত্তা ৷

ETV BHARAT
একুশে জুলাই উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মহানগর ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 20 জুলাই: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জন্য রবিবার ভোর চারটে থেকেই ময়দানে থাকছে কলকাতা পুলিশ ৷ লালবাজার সূত্রের খবর, 21 জুলাইয়ের জন্য কলকাতা পুলিশের মোট সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছেন ৷ ট্রাফিক ব্যবস্থা থেকে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিশেষ বৈঠক করা হয়েছে ৷ 21 জুলাই রাত 12টার পর থেকে ভিক্টোরিয়া হাউস, বিবিদি বাগ, হেস্টিংস-সহ একাধিক জায়গায় গাড়ি রাখা যাবে না ৷ পাশাপাশি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হচ্ছে ৷ এই জায়গাগুলিতে নজরদারির দায়িত্ব থাকছেন চার জন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ শনিবার রাত 12টার পর কোনও পণ্যবাহী গাড়ি চলবে না শহরের রাস্তায় ৷ তবে দুধের গাড়ি, ওষুধের গাড়ি ও তেলের গাড়ি-সহ বিভিন্ন জরুরি পরিষেবায় ছাড় থাকছে ৷

একুশে জুলাইয়ের সমাবেশের আগে ও সমাবেশ চলাকালীন ওয়াই চ্যানেল সংলগ্ন সব রাস্তাই বন্ধ থাকছে ৷ বিধান সরণি, জওহরলাল নেহরু রোড, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট ও বিকে পাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ থাকছে ৷ কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ট্রাফিক বিভাগকে বলা হয়েছে, রাস্তায় কোনও অ্যাম্বুলেন্সকে যেন দাঁড়িয়ে থাকতে না হয় ৷ শনিবার সকাল থেকেই কলকাতা রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম বলে অভিযোগ উঠেছে ৷

একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে যাতে শহর কলকাতায় কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ইতিমধ্যে, কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকেও প্রস্তুত রাখা হয়েছে ৷ ধর্মতলা চত্বরে যেখানে ভিআইপি ও ভিভিআইপি গাড়িগুলি এসে দাঁড়াবে, সেখানে কোনও রকমের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড ৷

এছাড়াও, মঞ্চের চারপাশে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে দিয়ে বিশেষ তল্লাশি চালাচ্ছে লালবাজার ৷ ভিড়ের মধ্যে যাতে মহিলাদের সুরক্ষা অটুট থাকে, তার জন্য কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনার্স টিমকে নামানো হচ্ছে ময়দান চত্বরে ৷ এছাড়াও, ড্রোনের মাধ্যমে মঞ্চের চারপাশের ছবি সংগ্রহ করছে লালবাজার কন্ট্রোল রুম ৷

ভিড়ের মধ্যে যাতে, পিক পকেটিং বা ছিনতাই না হয় তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আওতাধীন ওয়াচ সেকশন দায়িত্বে থাকবে ৷ ওয়াচ সেকশনের পুলিশ কর্মীরা ভিড়ের মধ্যে সাদা পোশাকে মিশে থাকবেন ৷ হাতে থাকবে ওয়াকি-টকি ৷ কোন রকমের বস্তু ও সন্দেহজনক ব্যক্তি নজরে এলে আটক করার নির্দেশ রয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফে ৷ মোটের উপর একুশে জুলাইয়ের সমাবেশের আগে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ ৷

কলকাতা, 20 জুলাই: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জন্য রবিবার ভোর চারটে থেকেই ময়দানে থাকছে কলকাতা পুলিশ ৷ লালবাজার সূত্রের খবর, 21 জুলাইয়ের জন্য কলকাতা পুলিশের মোট সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছেন ৷ ট্রাফিক ব্যবস্থা থেকে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিশেষ বৈঠক করা হয়েছে ৷ 21 জুলাই রাত 12টার পর থেকে ভিক্টোরিয়া হাউস, বিবিদি বাগ, হেস্টিংস-সহ একাধিক জায়গায় গাড়ি রাখা যাবে না ৷ পাশাপাশি বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হচ্ছে ৷ এই জায়গাগুলিতে নজরদারির দায়িত্ব থাকছেন চার জন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ শনিবার রাত 12টার পর কোনও পণ্যবাহী গাড়ি চলবে না শহরের রাস্তায় ৷ তবে দুধের গাড়ি, ওষুধের গাড়ি ও তেলের গাড়ি-সহ বিভিন্ন জরুরি পরিষেবায় ছাড় থাকছে ৷

একুশে জুলাইয়ের সমাবেশের আগে ও সমাবেশ চলাকালীন ওয়াই চ্যানেল সংলগ্ন সব রাস্তাই বন্ধ থাকছে ৷ বিধান সরণি, জওহরলাল নেহরু রোড, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট ও বিকে পাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ থাকছে ৷ কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ট্রাফিক বিভাগকে বলা হয়েছে, রাস্তায় কোনও অ্যাম্বুলেন্সকে যেন দাঁড়িয়ে থাকতে না হয় ৷ শনিবার সকাল থেকেই কলকাতা রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম বলে অভিযোগ উঠেছে ৷

একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে যাতে শহর কলকাতায় কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর রয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ইতিমধ্যে, কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকেও প্রস্তুত রাখা হয়েছে ৷ ধর্মতলা চত্বরে যেখানে ভিআইপি ও ভিভিআইপি গাড়িগুলি এসে দাঁড়াবে, সেখানে কোনও রকমের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড ৷

এছাড়াও, মঞ্চের চারপাশে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে দিয়ে বিশেষ তল্লাশি চালাচ্ছে লালবাজার ৷ ভিড়ের মধ্যে যাতে মহিলাদের সুরক্ষা অটুট থাকে, তার জন্য কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনার্স টিমকে নামানো হচ্ছে ময়দান চত্বরে ৷ এছাড়াও, ড্রোনের মাধ্যমে মঞ্চের চারপাশের ছবি সংগ্রহ করছে লালবাজার কন্ট্রোল রুম ৷

ভিড়ের মধ্যে যাতে, পিক পকেটিং বা ছিনতাই না হয় তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আওতাধীন ওয়াচ সেকশন দায়িত্বে থাকবে ৷ ওয়াচ সেকশনের পুলিশ কর্মীরা ভিড়ের মধ্যে সাদা পোশাকে মিশে থাকবেন ৷ হাতে থাকবে ওয়াকি-টকি ৷ কোন রকমের বস্তু ও সন্দেহজনক ব্যক্তি নজরে এলে আটক করার নির্দেশ রয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফে ৷ মোটের উপর একুশে জুলাইয়ের সমাবেশের আগে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.