কলকাতা, 21 অগস্ট: একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছেনিলেন বৃদ্ধা ৷ পরিকল্পনা অনুযায়ী গঙ্গায় ঝাঁপও দিলেন ৷ তবে কথায় রয়েছে, 'রাখে হরি/ মারে কে' ! ভগবানের দূত হয়ে এল কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ৷ তড়িঘড়ি জল থেকে উদ্ধার করা হল বৃদ্ধাকে ৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন ৷ বৃদ্ধার বাড়ি এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে উত্তর বন্দর থানার পুলিশ ।
এই বিষয়ে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকা এক আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "আমরা সব প্রকারের চেষ্টা করছি । বৃদ্ধার পরিবারের সদস্যদের খোঁজ পেলে আমরা তাঁকে তার হাতে তুলে দেব ।"
জানা গিয়েছে, বৃদ্ধার নাম নাম কালিন্দী মণ্ডল ৷ বয়স 70 বছর ৷ সল্টলেকে এক চিকিৎসকের বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের পেট চালান ৷ একাধিক রোগে আক্রান্ত ৷ এক বছর আগে মৃত্যু হয়েছে স্বামী জীবন মণ্ডলের ৷ তারপর থেকেই সম্পূর্ণ একা হয়ে পড়েন বৃদ্ধা ৷ এই বয়সে এসে শরীর আর ঠিকভাবে চলে না । পরিবারের সদস্যরাও কেউ তাঁর দেখভাল করে না। তবে তাঁর ছেলেমেয়ে আছে কি না সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে জানতে পারিনি পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, গঙ্গায় জোয়ারের সময় প্রতিদিনই নদীর উপর বিশেষ নজরদারি চালায় কলকাতা রিভার ট্রাফিক পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী । বুধবারও তার ব্যতিক্রম হয়নি । এ দিন দুপুরে গঙ্গা নদীতে আচমকাই জোয়ায়ের জলে ভেসে যেতে দেখা যায় এক বৃদ্ধাকে। স্পিড বোর্ড চালিয়ে নদীর মাঝ বরাবর গিয়ে ওই বৃদ্ধাকে জল থেকে উদ্ধার করেন রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা। পরে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় উত্তর বন্দর থানায় । জিজ্ঞাসাবাদে বৃদ্ধা পুলিশকে জানান, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন । একাকিত্ব থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি ৷
(আত্মহত্যা কোনও সমাধান নয়, যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ।)