আরজি করের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ বুধবার রাতে তিনি কলকাতায় না থাকলেও দিল্লিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশ নিলেন তিনি ৷
Live: আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে অন্ধকার শহর-জেলা, মোমবাতি হাতে সামিল রাজ্যপাল - R G Kar Doctor Rape and Murder
Published : Sep 4, 2024, 5:17 PM IST
|Updated : Sep 4, 2024, 10:55 PM IST
আরজি কর কাণ্ডে লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । এদিন রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানব বন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বিচার পেতে আলোর পথে'। এই কর্মসূচিতে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও । তবে এই কর্মসূচির পরে রাত্রি 11টা থেকে কর্মসূচি নিয়েছেন সিনিয়র ডাক্তাররা । এরপরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর তরফে ডাকা হয়েছে এই কর্মসূচি । কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । মোট 29টি জায়গায় রাত দখল করবেন চিকিৎসকরা । তবে সকলের নজর থাকবে পরের দিন সুপ্রিম কোর্টের শুনানির দিকে । এদিকে, এদিন দুপুর থেকেই প্রতিবাদে নেমেছে কলকাতা। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ব্যাঙ্কশাল আদালতে প্রতিবাদে সামিল হয়েছেন আইনজীবীরা ।
LIVE FEED
দিল্লিতে প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়
নির্যাতিতার বিচার চাই, মোমবাতি হাতে রাজ্যপাল
ঠিক রাত 9টায় আলো নিভল রাজভবনে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন ৷ সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে ৷
বিচার পেতে অন্ধকারে ডুবল শহর
কথামতোই রাত 9টা থেকে 10টা পর্যন্ত প্রায় অন্ধকারে রইল কলকাতা ৷ একে একে নিভল শহরের বিভিন্ন প্রান্তের আলো ৷
বন্ধ করে দেওয়া হল আরজি করের মূল দরজা
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বহু মানুষের ভিড়। যাতে ১৪ ই আগস্ট এর রাতের মত আবার একই ঘটনা না ঘটে হাসপাতালের ভিতরে। সেই জন্য আগে থেকেই আরজিকর মেডিকেল কলেজের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে বাইরের কোন মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে
আরজি করে এলেন নির্যাতিতারা বাবা মা
আরজি করে হাসপাতালে এলেন নির্যাতিতারা বাবা মা । আগেই তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন ।
শহরজুড়ে 'আমার করব জয়ের' সুর...
"আমার করব জয়ে..." গানের সুরে প্রতিবাদে সামিল কলকাতা ।
আলো নিভল ভিক্টোরিয়ার
ঠিক রাত 9টা বাজতেই নিভে গেল ভিক্টোরিয়ার আলো ।
শ্যামবাজারে আরজি কর কাণ্ডে 'বিচার পেতে আলোর পথে' কর্মসূচি
আরজি কর কাণ্ডে লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানব বন্ধনের ডাকে সাড়া দিলেন হাজার হাজার মানুষ। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । আগামীকাল সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে ।
বিলের কপি যাচ্ছে মর্মু-মোদির কাছে
বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিলের কপি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিলের সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠিও দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।
আন্দোলন নিয়ে বার্তা দিলেন রাজ্যপাল
রাত দখলের কর্মসূচি শুরুর আগে ঘুরপথে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি লেখেন, "যখন আলোই অন্ধকাপরের কারণ হয় তখন অন্ধকারই আলোর উৎস।"
আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল নির্যাতিতার পরিবার
মেয়ের বিচার চেয়ে পথে নামার আগে বার্তা দিল নির্যাতিতার পরিবার। রাত দখলের কর্মসূচিতে আরজি কর হাসপাতালে যাওয়ার আগে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা বললেন, 'যতদূর যেতে হয় যাব । মেয়ের সঙ্গে হওয়া নারকীয় ঘটনার বিচার নিয়েই ছাড়ব।"
নির্যাতিতার শাস্তির দাবিতে আন্দোলনে দুই পদ্মশ্রী
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুনীর ধর্ষন ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি নাগরিক সংসদের। নির্যাতিতার শাস্তির দাবিতে আন্দোলনে দুই পদ্মশ্রী করিমুল হক এবং মঙ্গলাকান্ত রায় ।
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে সংশয়
আরজি কর কাণ্ডে কাল সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে সংশয় তৈরি হল । সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় এক নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসবে না।
আরজি কর আন্দোলনে প্রদীপ-সজ্জার প্রস্তুতি শুরু
আরজি কর হাসপাতাল চত্বরে প্রদীপের শৃঙ্খল তৈরি করছেন জুনিয়র চিকিৎসকরা । হাসপাতালে রাধাগোবিন্দ করের মূর্তির সামনে প্রদীপ সাজানোর কাজ হচ্ছে । পর পর প্রদীপ রেখে লেখা হয়েছে, "উই ওয়ান্ট জাস্টিস "।
পথে নামলেন তথ্যপ্রযুক্তি শিল্পের কর্মীরা
কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে যাদবপুরের পাশাপাশি পথে বুধবার আরও একবার পথে নামলেন রাজ্যের তথ্যপ্রযুক্তির কর্মীরা । ইকোস্পেশ থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত তাঁরা মিছিল করেন ।
আরজি কর দুর্নীতির তদন্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ সন্দীপের
আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও হত্যার মামলায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের ৷ এছাড়া আদালতের নির্দেশেই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ৷ এই সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।
আরজি করের ঘটনায় যাদবপুরে অবরোধ
আরজি করের ঘটনার প্রতিবাদে যাদবপুর মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা । থানার সামনে পথনাটিকাও হচ্ছে ।
নিরাপত্তা নিয়ে বৈঠক আজি কর হাসপাতালে
14 অগস্টের পর আজ রাতে ফের পথে নামছে শহর। সেদিন আজি কর হাসপাতালে হামলা চলেছিল । আজ যাতে তেমন কিছু না হয় তার জন্য আগে থেকেই পদক্ষেপ করে রাখা হচ্ছে। হাসাপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের সঙ্গে পুলিশের পাশাপাশি আরজি কর কর্তৃপক্ষেরও আলোচনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও গাফিলতি না থাকে তা নিশ্চিত করার চেষ্টা চলছে ।
প্রতিবাদে সামিল দিল্লি
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল দিল্লি। যন্তরমন্তর সাংস্কৃতিক প্রতিবাদে সামিল হলেন অনেকে । গানে গানে অনেকেই বলে উঠলেন, "গর্জে উঠুক চারপাশ, বিচার চাই-বিচার চাই "
কলকাতা হাইকোর্টে মানব বন্ধন কর্মসূচি
আরজি করের ঘটনায় ন্যায়ের দাবিতে হাইকোর্টের সামনে আইনজীবীদের মানব বন্ধন কর্মসূচি ।
আরজি কর কাণ্ডে লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । এদিন রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানব বন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বিচার পেতে আলোর পথে'। এই কর্মসূচিতে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও । তবে এই কর্মসূচির পরে রাত্রি 11টা থেকে কর্মসূচি নিয়েছেন সিনিয়র ডাক্তাররা । এরপরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর তরফে ডাকা হয়েছে এই কর্মসূচি । কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । মোট 29টি জায়গায় রাত দখল করবেন চিকিৎসকরা । তবে সকলের নজর থাকবে পরের দিন সুপ্রিম কোর্টের শুনানির দিকে । এদিকে, এদিন দুপুর থেকেই প্রতিবাদে নেমেছে কলকাতা। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ব্যাঙ্কশাল আদালতে প্রতিবাদে সামিল হয়েছেন আইনজীবীরা ।
LIVE FEED
দিল্লিতে প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়
আরজি করের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ৷ বুধবার রাতে তিনি কলকাতায় না থাকলেও দিল্লিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশ নিলেন তিনি ৷
নির্যাতিতার বিচার চাই, মোমবাতি হাতে রাজ্যপাল
ঠিক রাত 9টায় আলো নিভল রাজভবনে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন ৷ সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে ৷
বিচার পেতে অন্ধকারে ডুবল শহর
কথামতোই রাত 9টা থেকে 10টা পর্যন্ত প্রায় অন্ধকারে রইল কলকাতা ৷ একে একে নিভল শহরের বিভিন্ন প্রান্তের আলো ৷
বন্ধ করে দেওয়া হল আরজি করের মূল দরজা
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বহু মানুষের ভিড়। যাতে ১৪ ই আগস্ট এর রাতের মত আবার একই ঘটনা না ঘটে হাসপাতালের ভিতরে। সেই জন্য আগে থেকেই আরজিকর মেডিকেল কলেজের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে বাইরের কোন মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে
আরজি করে এলেন নির্যাতিতারা বাবা মা
আরজি করে হাসপাতালে এলেন নির্যাতিতারা বাবা মা । আগেই তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন ।
শহরজুড়ে 'আমার করব জয়ের' সুর...
"আমার করব জয়ে..." গানের সুরে প্রতিবাদে সামিল কলকাতা ।
আলো নিভল ভিক্টোরিয়ার
ঠিক রাত 9টা বাজতেই নিভে গেল ভিক্টোরিয়ার আলো ।
শ্যামবাজারে আরজি কর কাণ্ডে 'বিচার পেতে আলোর পথে' কর্মসূচি
আরজি কর কাণ্ডে লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানব বন্ধনের ডাকে সাড়া দিলেন হাজার হাজার মানুষ। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । আগামীকাল সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে ।
বিলের কপি যাচ্ছে মর্মু-মোদির কাছে
বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিলের কপি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিলের সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠিও দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।
আন্দোলন নিয়ে বার্তা দিলেন রাজ্যপাল
রাত দখলের কর্মসূচি শুরুর আগে ঘুরপথে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি লেখেন, "যখন আলোই অন্ধকাপরের কারণ হয় তখন অন্ধকারই আলোর উৎস।"
আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিল নির্যাতিতার পরিবার
মেয়ের বিচার চেয়ে পথে নামার আগে বার্তা দিল নির্যাতিতার পরিবার। রাত দখলের কর্মসূচিতে আরজি কর হাসপাতালে যাওয়ার আগে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা বললেন, 'যতদূর যেতে হয় যাব । মেয়ের সঙ্গে হওয়া নারকীয় ঘটনার বিচার নিয়েই ছাড়ব।"
নির্যাতিতার শাস্তির দাবিতে আন্দোলনে দুই পদ্মশ্রী
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুনীর ধর্ষন ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি নাগরিক সংসদের। নির্যাতিতার শাস্তির দাবিতে আন্দোলনে দুই পদ্মশ্রী করিমুল হক এবং মঙ্গলাকান্ত রায় ।
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে সংশয়
আরজি কর কাণ্ডে কাল সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে সংশয় তৈরি হল । সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় এক নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসবে না।
আরজি কর আন্দোলনে প্রদীপ-সজ্জার প্রস্তুতি শুরু
আরজি কর হাসপাতাল চত্বরে প্রদীপের শৃঙ্খল তৈরি করছেন জুনিয়র চিকিৎসকরা । হাসপাতালে রাধাগোবিন্দ করের মূর্তির সামনে প্রদীপ সাজানোর কাজ হচ্ছে । পর পর প্রদীপ রেখে লেখা হয়েছে, "উই ওয়ান্ট জাস্টিস "।
পথে নামলেন তথ্যপ্রযুক্তি শিল্পের কর্মীরা
কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে যাদবপুরের পাশাপাশি পথে বুধবার আরও একবার পথে নামলেন রাজ্যের তথ্যপ্রযুক্তির কর্মীরা । ইকোস্পেশ থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত তাঁরা মিছিল করেন ।
আরজি কর দুর্নীতির তদন্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ সন্দীপের
আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও হত্যার মামলায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের ৷ এছাড়া আদালতের নির্দেশেই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ৷ এই সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।
আরজি করের ঘটনায় যাদবপুরে অবরোধ
আরজি করের ঘটনার প্রতিবাদে যাদবপুর মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা । থানার সামনে পথনাটিকাও হচ্ছে ।
নিরাপত্তা নিয়ে বৈঠক আজি কর হাসপাতালে
14 অগস্টের পর আজ রাতে ফের পথে নামছে শহর। সেদিন আজি কর হাসপাতালে হামলা চলেছিল । আজ যাতে তেমন কিছু না হয় তার জন্য আগে থেকেই পদক্ষেপ করে রাখা হচ্ছে। হাসাপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের সঙ্গে পুলিশের পাশাপাশি আরজি কর কর্তৃপক্ষেরও আলোচনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও গাফিলতি না থাকে তা নিশ্চিত করার চেষ্টা চলছে ।
প্রতিবাদে সামিল দিল্লি
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল দিল্লি। যন্তরমন্তর সাংস্কৃতিক প্রতিবাদে সামিল হলেন অনেকে । গানে গানে অনেকেই বলে উঠলেন, "গর্জে উঠুক চারপাশ, বিচার চাই-বিচার চাই "
কলকাতা হাইকোর্টে মানব বন্ধন কর্মসূচি
আরজি করের ঘটনায় ন্যায়ের দাবিতে হাইকোর্টের সামনে আইনজীবীদের মানব বন্ধন কর্মসূচি ।