ETV Bharat / state

দুপুরেই আঁধার ঘনাল তিলোত্তমায়, শিলাবৃষ্টির হাত ধরে 13 ডিগ্রি পারদ পতন - Kolkata receives Hailstorm - KOLKATA RECEIVES HAILSTORM

Hailstorm in Kolkata: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 2:33 PM IST

Updated : May 9, 2024, 3:42 PM IST

মহানগরে আচমকাই শিলাবৃষ্টি (ইটিভি ভারত)

কলকাতা, 9 মে: বৈশাখেই আষাঢ়ের আমেজ । লক্ষ্মীবারের দুপুরে আকাশে কালো বাদলের ঘনঘটা । সূর্যডোবার আগেই সন্ধ্যা নেমেছে তিলোত্তমায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গত তিনদিন ধরেই চলছিল। খানিকক্ষণের বৃষ্টিতে পারদ কুপোকাত। এখন সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নীচে ।

সাতদিন আগেও তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা । সেই প্রেক্ষিতে লক্ষ্মীবারের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে 13 ডিগ্রি । ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল । দমকা হাওয়া বইবে তা হাওয়া অফিস জানিয়েছিল । বাড়তি হিসেবে কলকাতার কয়েকটি জায়গায় আকাশ পথে দেখা মিলেছে শিলও । প্রচুর পরিমানে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ এবং বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল এবং মধ্যপ্রদেশের ওপর জোড়া ঘুর্নাবর্তের অবস্থান । ফলসরূপ এই বৃষ্টি পরিস্থিতি ।

দমকা হাওয়া বইবে তা হাওয়া অফিস আগেই জানিয়েছিল । আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হুগলি, নদিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, বীরভুম, মুর্শিদাবাদে দুপুরেই বৃষ্টি শুরু হয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস, দিনের বাকি সময়ও এই পরিস্থিতিই থাকবে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে । একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর, জলপাইগুড়িতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গও:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণ 24 পরগনা জেলায় উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট । দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর-সহ একাধিক জায়গায় বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয় ।

কালবৈশাখীর সর্তকতা থাকার কারণে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর । শিলাবৃষ্টির কারণে আম ও লিচু-সহ একাধিক ফসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. বাংলার আকাশে মেঘের ঘনঘটা, বঙ্গে স্বস্তির বৃষ্টি কতদিন ?
  2. জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, চলবে কতদিন ?

মহানগরে আচমকাই শিলাবৃষ্টি (ইটিভি ভারত)

কলকাতা, 9 মে: বৈশাখেই আষাঢ়ের আমেজ । লক্ষ্মীবারের দুপুরে আকাশে কালো বাদলের ঘনঘটা । সূর্যডোবার আগেই সন্ধ্যা নেমেছে তিলোত্তমায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গত তিনদিন ধরেই চলছিল। খানিকক্ষণের বৃষ্টিতে পারদ কুপোকাত। এখন সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নীচে ।

সাতদিন আগেও তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা । সেই প্রেক্ষিতে লক্ষ্মীবারের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে 13 ডিগ্রি । ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল । দমকা হাওয়া বইবে তা হাওয়া অফিস জানিয়েছিল । বাড়তি হিসেবে কলকাতার কয়েকটি জায়গায় আকাশ পথে দেখা মিলেছে শিলও । প্রচুর পরিমানে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ এবং বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল এবং মধ্যপ্রদেশের ওপর জোড়া ঘুর্নাবর্তের অবস্থান । ফলসরূপ এই বৃষ্টি পরিস্থিতি ।

দমকা হাওয়া বইবে তা হাওয়া অফিস আগেই জানিয়েছিল । আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হুগলি, নদিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, বীরভুম, মুর্শিদাবাদে দুপুরেই বৃষ্টি শুরু হয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস, দিনের বাকি সময়ও এই পরিস্থিতিই থাকবে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে । একই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর, জলপাইগুড়িতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গও:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণ 24 পরগনা জেলায় উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট । দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর-সহ একাধিক জায়গায় বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয় ।

কালবৈশাখীর সর্তকতা থাকার কারণে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর । শিলাবৃষ্টির কারণে আম ও লিচু-সহ একাধিক ফসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. বাংলার আকাশে মেঘের ঘনঘটা, বঙ্গে স্বস্তির বৃষ্টি কতদিন ?
  2. জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, চলবে কতদিন ?
Last Updated : May 9, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.