ETV Bharat / state

ট্যাব দুর্নীতি ! 300 টাকার বিনিময়ে ফাঁস সরকারি নথি

গোয়েন্দাদের অনুমান, ঘটনায় একাধিক সরকারি কর্মীরাও যুক্ত থাকতে পারে । সংশ্লিষ্ট দফতরের কম্পিউটার ও ইলেকট্রনিক্স গ্যাজেটের ফরেন্সিক অডিট করাবে লালবাজার ।

Irregularities emerge in Taruner Swapna Scheme
300 টাকার বিনিময়ে ফাঁস সরকারি নথি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

কলকাতা, 14 নভেম্বর: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দুর্নীতি ৷ ট্যাবের টাকা নিয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ৷ তাতে এবার সরকারি একাধিক খুঁটিনাটি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে কমিশনের ছায়া দেখছে লালবাজার । কলকাতা পুলিশের সাইবার সেলের বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, সরকারি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে মাথাপিছু 300 টাকা করে কমিশন নেওয়া হয়েছিল ।

জানা গিয়েছে, যে ব্যক্তি এই কমিশন নিয়েছে সে বেহালার বাসিন্দা । তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি । তার খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা সব রকমের প্রচেষ্টা চালাচ্ছি । আমাদের অনুমান, সরকারি তথ্য তুলে দেওয়ার ঘটনায় একাধিক সরকারি কর্মীরাও যুক্ত থাকতে পারে ।’’

তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা সংশ্লিষ্ট দফতরের একাধিক কম্পিউটার ও ইলেকট্রনিক্স গ্যাজেটের ফরেন্সিক অডিট করানোর উদ্যোগ নিচ্ছে । এছাড়াও ওই সব দফতরের কম্পিউটারের আইপি অ্যাড্রেসও খতিয়ে দেখা হবে বলে লালবাজার সূত্রের খবর ।

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে টাকা জালিয়াতির ঘটনায় রাজ্যের একাধিক থানার পাশাপাশি কলকাতার যাদবপুর,‌ কসবা, সরশুনা,‌ বেনিয়াপুকুর, মানিকতলা ও ওয়াটগঞ্জেও এই মামলা দায়ের হয়েছে । এরমধ্যে বেহালার সরশুনা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম সরিফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন ।

লালবাজার সূত্রের খবর, এই কেলেঙ্কারির ঘটনায় রাজ্য পুলিশের একাধিক থানার হাতে ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে । এদের প্রত্যেককে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও নতুন নতুন তথ্য সামনে আসতে পারে ।

আরও পড়ুন

কলকাতা, 14 নভেম্বর: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দুর্নীতি ৷ ট্যাবের টাকা নিয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ৷ তাতে এবার সরকারি একাধিক খুঁটিনাটি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে কমিশনের ছায়া দেখছে লালবাজার । কলকাতা পুলিশের সাইবার সেলের বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, সরকারি তথ্য অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে মাথাপিছু 300 টাকা করে কমিশন নেওয়া হয়েছিল ।

জানা গিয়েছে, যে ব্যক্তি এই কমিশন নিয়েছে সে বেহালার বাসিন্দা । তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি । তার খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘আমরা সব রকমের প্রচেষ্টা চালাচ্ছি । আমাদের অনুমান, সরকারি তথ্য তুলে দেওয়ার ঘটনায় একাধিক সরকারি কর্মীরাও যুক্ত থাকতে পারে ।’’

তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা সংশ্লিষ্ট দফতরের একাধিক কম্পিউটার ও ইলেকট্রনিক্স গ্যাজেটের ফরেন্সিক অডিট করানোর উদ্যোগ নিচ্ছে । এছাড়াও ওই সব দফতরের কম্পিউটারের আইপি অ্যাড্রেসও খতিয়ে দেখা হবে বলে লালবাজার সূত্রের খবর ।

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে টাকা জালিয়াতির ঘটনায় রাজ্যের একাধিক থানার পাশাপাশি কলকাতার যাদবপুর,‌ কসবা, সরশুনা,‌ বেনিয়াপুকুর, মানিকতলা ও ওয়াটগঞ্জেও এই মামলা দায়ের হয়েছে । এরমধ্যে বেহালার সরশুনা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম সরিফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন ।

লালবাজার সূত্রের খবর, এই কেলেঙ্কারির ঘটনায় রাজ্য পুলিশের একাধিক থানার হাতে ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে । এদের প্রত্যেককে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও নতুন নতুন তথ্য সামনে আসতে পারে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.