ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে লালবাজারের নজরে শহরের এক রেডিয়ো জকি, তলব সিটের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 2:53 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে এক রেডিয়ো জকি সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করেছিলেন ৷ সেই নিয়ে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা ৷ সেই কারণে মঙ্গলবার তাঁকে লালবাজারে তলব করা হয়েছে ৷

Kolkata Police
লালবাজার (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 অগস্ট: আরজি কর-কাণ্ডে এবার এক রেডিয়ো জকিকে তলব করল কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় তাঁর কাছে কী কী তথ্য রয়েছে, সেটাই জানতে চায় লালবাজার ৷ সেই কারণেই তাঁকে আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তার পরও যদিও এই নিয়ে আন্দোলনের ঝড় থামেনি ৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করে প্রতিবাদ করছেন চিকিৎসকরা ৷ পথে নেমেছে নাগরিক সমাজও ৷ আবার অনেকে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করছেন ৷ এই ঘটনার নেপথ্যে অন্য অনেক কিছু জড়িয়ে রয়েছে বলেও দাবি করে পোস্ট করছেন কেউ কেউ ৷

সেই তালিকায় ছিলেন কলকাতার এই জনপ্রিয় রেডিয়ো জকি ৷ সোশাল মিডিয়ায় করা কিছু পোস্টে তিনি দাবি করেছিলেন যে আরজিকর কাণ্ডে তিনি নাকি একাধিক খুঁটিনাটি তথ্য জানেন । যেই তথ্য সামনে এলে আসল ব্যক্তিরা ধরা পড়তে পারে । তা নজরে পড়েছে কলকাতা পুলিশেরও ৷

তাই তদন্তকারীরা জানতে চাইছেন যে ওই রেডিয়ো জকি আসলে কী কী জানেন ? এই ঘটনার নেপথ্যে যদি আর কেউ জড়িত থেকেও থাকেন, তাহলে তাঁরা কারা ? এই ঘটনা নিয়ে কে কে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ? এবং ঘটনা ঘটার পর তিনি কোন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ? এই প্রশ্নগুলির উত্তর জানতেই ওই রেডিয়ো জকিকে পাঠানো হয়েছে ৷ এ দিন তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷

এই ঘটনার প্রথমেই পুলিশের একাংশের দাবি ছিল, এই জঘন্য অপরাধের সঙ্গে একা সঞ্জয়ই যুক্ত রয়েছে । তবে সেই বিষয়টি প্রকাশ্যে আসার পর ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা ও সংগঠনগুলি জোট হয় প্রতিবাদ জানান । একাধিক চিকিৎসক সংগঠনের প্রথম থেকেই দাবি ছিল যে অপরাধের মতো ঘটনা পক্ষে ঘটানো সম্ভব নয় । এরপরেই ধীরে ধীরে পিছু হটতে থাকে কলকাতা পুলিশ । আর এখানেই প্রশ্ন ওঠে যে কেন তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই ধরনের একটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য করা হল ? কে এই তত্ত্ব সামনে এনেছিলেন তা খুঁজে বের করছে সিটের সদস্যরা ।

এদিকে কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, লালবাজারের তরফে একটি বিশেষ নম্বর চালু করা হচ্ছে । আরজি কর নিয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে, তা ওই নম্বরে জানাতে পারবেন ৷ অন্যদিকে নতুন করে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন তদন্তকারীরা ।

কলকাতা, 13 অগস্ট: আরজি কর-কাণ্ডে এবার এক রেডিয়ো জকিকে তলব করল কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় তাঁর কাছে কী কী তথ্য রয়েছে, সেটাই জানতে চায় লালবাজার ৷ সেই কারণেই তাঁকে আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তার পরও যদিও এই নিয়ে আন্দোলনের ঝড় থামেনি ৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করে প্রতিবাদ করছেন চিকিৎসকরা ৷ পথে নেমেছে নাগরিক সমাজও ৷ আবার অনেকে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করছেন ৷ এই ঘটনার নেপথ্যে অন্য অনেক কিছু জড়িয়ে রয়েছে বলেও দাবি করে পোস্ট করছেন কেউ কেউ ৷

সেই তালিকায় ছিলেন কলকাতার এই জনপ্রিয় রেডিয়ো জকি ৷ সোশাল মিডিয়ায় করা কিছু পোস্টে তিনি দাবি করেছিলেন যে আরজিকর কাণ্ডে তিনি নাকি একাধিক খুঁটিনাটি তথ্য জানেন । যেই তথ্য সামনে এলে আসল ব্যক্তিরা ধরা পড়তে পারে । তা নজরে পড়েছে কলকাতা পুলিশেরও ৷

তাই তদন্তকারীরা জানতে চাইছেন যে ওই রেডিয়ো জকি আসলে কী কী জানেন ? এই ঘটনার নেপথ্যে যদি আর কেউ জড়িত থেকেও থাকেন, তাহলে তাঁরা কারা ? এই ঘটনা নিয়ে কে কে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ? এবং ঘটনা ঘটার পর তিনি কোন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ? এই প্রশ্নগুলির উত্তর জানতেই ওই রেডিয়ো জকিকে পাঠানো হয়েছে ৷ এ দিন তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷

এই ঘটনার প্রথমেই পুলিশের একাংশের দাবি ছিল, এই জঘন্য অপরাধের সঙ্গে একা সঞ্জয়ই যুক্ত রয়েছে । তবে সেই বিষয়টি প্রকাশ্যে আসার পর ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা ও সংগঠনগুলি জোট হয় প্রতিবাদ জানান । একাধিক চিকিৎসক সংগঠনের প্রথম থেকেই দাবি ছিল যে অপরাধের মতো ঘটনা পক্ষে ঘটানো সম্ভব নয় । এরপরেই ধীরে ধীরে পিছু হটতে থাকে কলকাতা পুলিশ । আর এখানেই প্রশ্ন ওঠে যে কেন তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই ধরনের একটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য করা হল ? কে এই তত্ত্ব সামনে এনেছিলেন তা খুঁজে বের করছে সিটের সদস্যরা ।

এদিকে কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, লালবাজারের তরফে একটি বিশেষ নম্বর চালু করা হচ্ছে । আরজি কর নিয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে, তা ওই নম্বরে জানাতে পারবেন ৷ অন্যদিকে নতুন করে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.