ETV Bharat / state

আরজি কর থেকে শিক্ষা! এফআইআরে দেরি নয়; দেহ উদ্ধারে নয়া নির্দেশ লালবাজারের - Kolkata Police Directives - KOLKATA POLICE DIRECTIVES

Kolkata Police on Unclaimed or Body of Female Found Case: আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার ও তারপর এফআইআর দায়ের করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে ৷ এরপর লালবাজারের তরফে এই সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হল ৷

Kolkata Police
কলকাতা পুলিশের নয়া নির্দেশ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 12:12 PM IST

কলকাতা, 24 অগস্ট: অজ্ঞাত পরিচয় কিংবা কোনও মহিলার দেহ উদ্ধার হলে তখনই অভিযোগ দায়ের করতে হবে ৷ সেই সময় অভিযোগ দায়েরের জন্য কেউ না থাকলে, সেক্ষেত্রে পুলিশকেই সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা করতে হবে ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার একাধিক বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ ৷

এছাড়া যেখান থেকে দেহ উদ্ধার হবে, সেই ঘটনাস্থল প্লাস্টিক টেপ দিয়ে ঘিরে রাখতে হবে ৷ যাতে পরবর্তী সময়ে তদন্তে কোনও অসুবিধা না হয় কিংবা তথ্যপ্রমাণ লোপাট না হয় ৷ পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মসৃণ করতে হবে ৷

কী বলছে পুলিশ ?

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "শহরে এই প্রকারের কোনও ঘটনা ঘটলে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করি ৷ তাও আরজি করের ঘটনার পর এই দিকগুলির উপর জোর দেওয়া হচ্ছে ৷ এছাড়াও হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে এই প্রকারের জঘন্য অপরাধের পর সোশাল মিডিয়ায় বিভিন্ন রকমের অপ্রীতিকর এবং অসত্য ঘটনা তুলে ধরা হচ্ছে, যার ফলে তদন্তে প্রভাব পড়ছে ৷ নির্যাতিতা তরুণী ও তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছে ৷ এবার এই বিষয় থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে একাধিক সোশাল মিডিয়া পেজে সাইবার ক্রাইম গোয়েন্দাদের বিশেষ নজরদারি চালানোর হয়েছে লালবাজারের তরফে ৷"

কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্ব থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সাধারণ মানুষ এখনও থানায় যেতে হবে ভয় পান ৷ এটা সমাজের পক্ষে অত্যন্ত খারাপ ৷ পুলিশের পক্ষেও ৷ এছাড়াও পুলিশের একাংশের দাবি, নিচু তলার পুলিশকর্মীদের শেখানো উচিত সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কীভাবে কথা বলবেন ৷ আবার এই বিষয়ে একাধিক পুলিশকর্মীর দাবি, কিছু কিছু পুলিশ কর্মী এমন ব্যবহার করেন, যেন তাঁরা থানায় এলেই প্রথমেই চিহ্নিত হয়ে গেলেন ৷ এই বিষয়টিও প্রয়োজন ৷"

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে এক পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ পরে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এদিন সেই ঘটনার 15 দিন ৷ প্রথমে এর তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ চারদিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে ৷ এখনও পর্যন্ত এক সিভিক ভলান্টিয়ারকেই গ্রেফতার করা হয়েছে ৷ সে সিবিআই হেফাজতে রয়েছে ৷

কলকাতা, 24 অগস্ট: অজ্ঞাত পরিচয় কিংবা কোনও মহিলার দেহ উদ্ধার হলে তখনই অভিযোগ দায়ের করতে হবে ৷ সেই সময় অভিযোগ দায়েরের জন্য কেউ না থাকলে, সেক্ষেত্রে পুলিশকেই সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা করতে হবে ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার একাধিক বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ ৷

এছাড়া যেখান থেকে দেহ উদ্ধার হবে, সেই ঘটনাস্থল প্লাস্টিক টেপ দিয়ে ঘিরে রাখতে হবে ৷ যাতে পরবর্তী সময়ে তদন্তে কোনও অসুবিধা না হয় কিংবা তথ্যপ্রমাণ লোপাট না হয় ৷ পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মসৃণ করতে হবে ৷

কী বলছে পুলিশ ?

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "শহরে এই প্রকারের কোনও ঘটনা ঘটলে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করি ৷ তাও আরজি করের ঘটনার পর এই দিকগুলির উপর জোর দেওয়া হচ্ছে ৷ এছাড়াও হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে এই প্রকারের জঘন্য অপরাধের পর সোশাল মিডিয়ায় বিভিন্ন রকমের অপ্রীতিকর এবং অসত্য ঘটনা তুলে ধরা হচ্ছে, যার ফলে তদন্তে প্রভাব পড়ছে ৷ নির্যাতিতা তরুণী ও তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছে ৷ এবার এই বিষয় থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে একাধিক সোশাল মিডিয়া পেজে সাইবার ক্রাইম গোয়েন্দাদের বিশেষ নজরদারি চালানোর হয়েছে লালবাজারের তরফে ৷"

কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্ব থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সাধারণ মানুষ এখনও থানায় যেতে হবে ভয় পান ৷ এটা সমাজের পক্ষে অত্যন্ত খারাপ ৷ পুলিশের পক্ষেও ৷ এছাড়াও পুলিশের একাংশের দাবি, নিচু তলার পুলিশকর্মীদের শেখানো উচিত সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কীভাবে কথা বলবেন ৷ আবার এই বিষয়ে একাধিক পুলিশকর্মীর দাবি, কিছু কিছু পুলিশ কর্মী এমন ব্যবহার করেন, যেন তাঁরা থানায় এলেই প্রথমেই চিহ্নিত হয়ে গেলেন ৷ এই বিষয়টিও প্রয়োজন ৷"

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে এক পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ পরে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এদিন সেই ঘটনার 15 দিন ৷ প্রথমে এর তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ চারদিন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে ৷ এখনও পর্যন্ত এক সিভিক ভলান্টিয়ারকেই গ্রেফতার করা হয়েছে ৷ সে সিবিআই হেফাজতে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.