ETV Bharat / state

পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে কেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ - Madhyamik 2024

Madhyamik 2024 : নিজের পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী ৷ ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বিষয়টি জানাতেই ছাত্রীকে বাইকে বসিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ ৷

Etv Bharat
মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে কেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 4:07 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: পথ হারিয়ে নিজের পরীক্ষাকেন্দ্র খুঁজে পাচ্ছিল না মাধ্যমিকের এক পরীক্ষার্থী ৷ সে কান্নাকাটি শুরু করেছিল ৷ এই অবস্থায় ওই ছাত্রীকে নিজের বাইকে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট । সাহায্য করলেন অন্যান্য পুলিশকর্মীরাও । এই খবর শুনে সাধুবাদ জানালেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।

মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন অর্থাৎ আজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল 9:40 হয়ে গিয়েছিল । ব্যস্ত সময়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কর্তব্যরত অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় । তিনি দেখতে পান, দূর থেকে এক ছাত্রী চোখে জল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । আচমকা স্নেহাশিস মুখোপাধ্যায়কে দেখতে পেয়ে তাঁর কাছে ছুটে এসে কান্নাকাটি শুরু করে দেয় ওই ছাত্রী । সে জানায় যে, সে একজন মাধ্যমিক পরীক্ষার্থী ৷ তার পরীক্ষাকেন্দ্র মিলি আল আমিন কলেজ (গার্লস), যার ঠিকানা 43 হরেকৃষ্ণ কোনার রোড, বেনিয়াপুকুর, কলকাতা - 700017 ৷

ওই ছাত্রী পুলিশকে জানায় সে কিছুতেই ওই পরীক্ষাকেন্দ্র খুঁজে পাচ্ছে না । হাতে খুব একটা সময় না থাকার ফলে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় কোনও প্রকারের দেরি না করে কনস্টেবল উজ্জ্বল মণ্ডলকে নির্দেশ দেন ওই পরীক্ষার্থীকে তার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য । পাশাপাশি তিনি গোটা পরিস্থিতির দিকে নজরদারি চালান । খুব অল্প সময়ের মধ্যে কনস্টেবল উজ্জ্বল মণ্ডল ওই পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন ৷ সময়মতো পৌঁছে দেওয়ার জন্য ওই পরীক্ষার্থী ও তার পরিবার কলকাতা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ।

এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের উইনারস বাহিনীকে ৷ কোনও ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে সমস্যার মুখে পড়লে, মহিলা পুলিশকর্মীরা তাদের সাহায্য করতে পারবে ৷ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতায় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে রাখা হচ্ছে মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে ৷ প্রায় 10 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে ৷ পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ ইতিমধ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে সেখানে ৷

আরও পড়ুন :

  1. প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা
  2. স্কুলের ব্যবস্থা করে দেওয়া গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নগরপাল
  3. মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে

কলকাতা, 2 ফেব্রুয়ারি: পথ হারিয়ে নিজের পরীক্ষাকেন্দ্র খুঁজে পাচ্ছিল না মাধ্যমিকের এক পরীক্ষার্থী ৷ সে কান্নাকাটি শুরু করেছিল ৷ এই অবস্থায় ওই ছাত্রীকে নিজের বাইকে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট । সাহায্য করলেন অন্যান্য পুলিশকর্মীরাও । এই খবর শুনে সাধুবাদ জানালেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।

মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন অর্থাৎ আজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল 9:40 হয়ে গিয়েছিল । ব্যস্ত সময়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কর্তব্যরত অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় । তিনি দেখতে পান, দূর থেকে এক ছাত্রী চোখে জল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । আচমকা স্নেহাশিস মুখোপাধ্যায়কে দেখতে পেয়ে তাঁর কাছে ছুটে এসে কান্নাকাটি শুরু করে দেয় ওই ছাত্রী । সে জানায় যে, সে একজন মাধ্যমিক পরীক্ষার্থী ৷ তার পরীক্ষাকেন্দ্র মিলি আল আমিন কলেজ (গার্লস), যার ঠিকানা 43 হরেকৃষ্ণ কোনার রোড, বেনিয়াপুকুর, কলকাতা - 700017 ৷

ওই ছাত্রী পুলিশকে জানায় সে কিছুতেই ওই পরীক্ষাকেন্দ্র খুঁজে পাচ্ছে না । হাতে খুব একটা সময় না থাকার ফলে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় কোনও প্রকারের দেরি না করে কনস্টেবল উজ্জ্বল মণ্ডলকে নির্দেশ দেন ওই পরীক্ষার্থীকে তার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য । পাশাপাশি তিনি গোটা পরিস্থিতির দিকে নজরদারি চালান । খুব অল্প সময়ের মধ্যে কনস্টেবল উজ্জ্বল মণ্ডল ওই পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন ৷ সময়মতো পৌঁছে দেওয়ার জন্য ওই পরীক্ষার্থী ও তার পরিবার কলকাতা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ।

এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের উইনারস বাহিনীকে ৷ কোনও ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে সমস্যার মুখে পড়লে, মহিলা পুলিশকর্মীরা তাদের সাহায্য করতে পারবে ৷ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতায় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে রাখা হচ্ছে মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে ৷ প্রায় 10 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে ৷ পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ ইতিমধ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে সেখানে ৷

আরও পড়ুন :

  1. প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা
  2. স্কুলের ব্যবস্থা করে দেওয়া গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নগরপাল
  3. মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.