কলকাতা, 18 মে: রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনায় এবার নয়া মোড় । লালবাজার সূত্রে খবর, শুক্রবার নির্যাতিতা তরুণীর ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার সঙ্গে কথা বলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা ৷ তাঁরা তরুণীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, অভিযোগকারিনীকে রাজভবনে আটকে রাখা হয়েছিল।
ঘটনায় এর আগেই রাজভবনের একজন সচিব পদমর্যাদার আধিকারিক, এক চিকিৎসক এবং আরও এক কর্মীকে লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছিল। কিন্তু লালবাজারের ডাকে তাঁরা সাড়া দেননি বলে জানা গিয়েছিল। এরপরেই এই ঘটনায় নতুন করে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ । জানা গিয়েছে, এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লালবাজারের তরফে ।
সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলাকর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন ৷ তরুণীর অভিযোগ, রাজ্যপাল রাজভবনের অন্দরেই তাঁর শ্লীলতাহানি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি । এই অভিযোগ খণ্ডন করে রাজভবনের তরফে একটি সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছিল ৷ তা নিয়েও শোরগোল পরে যায় ৷ ওই ফুটেজে নির্যাতিতার মুখ কেন অস্পষ্ট করা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷
অভিযোগকারিনী ইটিভি ভারতকে জানান, তিনি এই রাজশক্তির বিরুদ্ধে লড়াইয়ে হেরে যাবেন। এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় ৷ যার মাথায় রাখা হয় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তদন্ত নেমে কলকাতা পুলিশের তরফ থেকে সাফ জানানো হয়, কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত নয় ৷ বরং সঠিক কী ঘটনা ঘটেছিল তা জানার জন্যই এই তদন্ত ।
আরও পড়ুন: