ETV Bharat / state

পার্ক স্ট্রিটে গুলি-কাণ্ডে ঝাড়খণ্ডে গ্রেফতার সোনা, কলকাতায় আনছে লালবাজার - PARK STREET SHOOT OUT - PARK STREET SHOOT OUT

PARK STREET SHOOT OUT: পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত সোনাকে ৷ তাকে কলকাতায় আনছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ।

ETV BHARAT
পার্ক স্ট্রিটে গুলি-কাণ্ডে ঝাড়খণ্ডে গ্রেফতার সোনা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 2:53 PM IST

কলকাতা, 19 জুন: পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা । ধৃতের নাম মহম্মদ মঈনুদ্দিন ওরফে সোনা । তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসার তোরজোর শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ।

বাইক রেষারেষিকে কেন্দ্র করে 14 জুন মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত সোনা খাদিমকর্তা অপহরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল । কলকাতার কুখ্যাত দল গব্বরের ডান হাত বলে পরিচিত ছিল এই সোনা । গত 14 জুন পার্ক স্ট্রিটে বাইক চালানোকে কেন্দ্র করে যুবকের সঙ্গে সংঘর্ষ হয় সোনার দলবলের । সোনা সেই ঘটনায় এখলাস বেগ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় । সেই গুলি লাগে তাঁর ডান পায়ে । এরপর থেকেই সোনা এলাকাছাড়া ছিল ।

পার্ক স্ট্রিটে এই গুলি চালানোর ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । গত শনিবার এই গুলি চালানোর ঘটনা ঘটে । শনিবার ভোর রাত থেকেই ওই এলাকার বিভিন্ন জায়গায় ধরপাকর শুরু করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা । লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

সোনাকে নিজেদের হেফাজতে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসা করবেন যে, এই ঘটনায় সে কীভাবে যুক্ত হল ? ঘটনার দিন কেন সোনা গুলি চালাল ? ওই যুবকদের সঙ্গে তার পুরনো কোনও শত্রুতা ছিল কি না ? এছাড়াও সে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল ? কে বা কারা তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করেছিল ৷ এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য ঝাড়খণ্ড থেকে কলকাতায় এনে সোনাকে আদালতে পেশ করবে কলকাতা পুলিশ । তাকে নিজেদের হেফাজতে চাইবেন লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

কলকাতা, 19 জুন: পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা । ধৃতের নাম মহম্মদ মঈনুদ্দিন ওরফে সোনা । তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসার তোরজোর শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ।

বাইক রেষারেষিকে কেন্দ্র করে 14 জুন মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত সোনা খাদিমকর্তা অপহরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল । কলকাতার কুখ্যাত দল গব্বরের ডান হাত বলে পরিচিত ছিল এই সোনা । গত 14 জুন পার্ক স্ট্রিটে বাইক চালানোকে কেন্দ্র করে যুবকের সঙ্গে সংঘর্ষ হয় সোনার দলবলের । সোনা সেই ঘটনায় এখলাস বেগ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় । সেই গুলি লাগে তাঁর ডান পায়ে । এরপর থেকেই সোনা এলাকাছাড়া ছিল ।

পার্ক স্ট্রিটে এই গুলি চালানোর ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । গত শনিবার এই গুলি চালানোর ঘটনা ঘটে । শনিবার ভোর রাত থেকেই ওই এলাকার বিভিন্ন জায়গায় ধরপাকর শুরু করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা । লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

সোনাকে নিজেদের হেফাজতে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসা করবেন যে, এই ঘটনায় সে কীভাবে যুক্ত হল ? ঘটনার দিন কেন সোনা গুলি চালাল ? ওই যুবকদের সঙ্গে তার পুরনো কোনও শত্রুতা ছিল কি না ? এছাড়াও সে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল ? কে বা কারা তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করেছিল ৷ এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য ঝাড়খণ্ড থেকে কলকাতায় এনে সোনাকে আদালতে পেশ করবে কলকাতা পুলিশ । তাকে নিজেদের হেফাজতে চাইবেন লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.