কলকাতা, 1 জুন: বিজেপির বিরুদ্ধে এবার ভুয়ো ভোটের অভিযোগ খোদ রাজ্যের শাসকদলের ৷ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা ৷ শনিবার ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় ৷ আর বেলেঘাটা 33 নম্বর বুথের সামনে গেলে তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগানও দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা ৷ তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, 'তাপস রায় দলবদল করে দিদির সঙ্গে বেইমানি করেছেন ৷'
অন্যদিকে, লেবুতলা পার্কে বিজেপির বরানগরের প্রার্থী সজল ঘোষের বাড়ির সামনে বঙ্গবাসী কলেজ-স্কুল বুথের সামনে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। ভুয়ো ভোটের অভিযোগও ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে । তাপস রায়কে ঘিরে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয় সেখানে । পালটা 'জয় শ্রীরাম' স্লোগান দেয় বিজেপি কর্মীরাও । তৃণমূল সমর্থকরা উত্তর কলকাতার একাধিক ভোট কেন্দ্রের বাইরে কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বলেও অভিযোগ বিজেপির। বিজেপি এখানে প্রক্সি ভোট করছে বলেও অভিযোগ উঠেছে।
বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, "আমি ভুয়ো ভোট সম্পর্কে জানি না ৷ তাদের পোলিং এজেন্টরা পোলিং বুথে হাজির ছিলেন তো !"