ETV Bharat / state

দুর্যোগের 24 ঘণ্টার মাথায় রাজপথে মোদি, যাত্রা সুগম করতে পথে চোখ পৌরনিগমের - KMC Control Room - KMC CONTROL ROOM

Modi Road Show in Kolkata: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিধান সরণি ধরে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে । যাত্রাপথ পরিষ্কার রাখতে এক্কেবারে কেন্দ্রীয় ভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা ।

KMC control room
কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 5:59 PM IST

কলকাতা, 28 মে: সোমবার সন্ধে পর্যন্ত হাঁটু জলে ডুবে ছিল মহানগরের রাজপথ ৷ কিছু কিছু জায়গায় রাস্তার উপর উপড়ে পড়েছিল বড় বড় গাছ ৷ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের প্রভাবে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার জনজীবন ৷ সেই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার 24 ঘণ্টার মাথায় কলকাতার রাস্তায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই রোড শো নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন পৌর আধিকারিকরা । প্রধানমন্ত্রীর যাত্রাপথ সুগত করতে কন্ট্রোল রুম থেকে পথে সবর্ক্ষণ নজরদারি চলছে ৷ কোনও খামতি রাখতে চায় না কলকাতা পৌরনিগম ৷

মোদির যাত্রা সুগত করতে পথে চোখ পৌরনিগমের (ইটিভি ভারত)

পৌরনিগমের সূত্রে খবর, মোদির সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ রাস্তার বন্দোবস্ত করা নিয়ে কোনো ত্রুটি রাখেননি আধিকারিকরা । ঝড় জলে যে সমস্ত গাছের ডাল পড়ে গিয়েছিল সেগুলো গতকালই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে । পাশাপশি দুটি গাছ হেলে পড়াতে সেগুলো কেটে সরিয়ে দিয়েছে কর্মীরা । রাস্তা থেকেও পাম্প করে নামানো হয়েছে জন ৷ সকাল থেকেই গোটা রাস্তায় বাঁশের ব্যারিকেট করা রাখা রয়েছে । তার দুপাশে দফায় দফায় চলছে পরিষ্কার করার কাজ । প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন পথে আলো যাতে সঠিক থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর যাত্রাপথে তার বা অন্য কিছু ঝুলন্ত অবস্থায় যাতে না থাকে সেটাও নিশ্চিত করেছে কলকাতা পৌরনিগম ৷ গাছের ডাল কেটেও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে ।

আরও পড়ুন: রেমালের পর কী অবস্থা কলকাতার, ট্রাফিক পরিস্থিতির হাল জানাচ্ছে ইটিভি ভারত

এই প্রথম লোকসভার নির্বাচনী প্রচারে কলকাতার পথে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে হবে এই রোড শো ৷ উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি ধরে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে রোড শো শেষ হবে ৷ মোদির পাশাপাশি পরের দিন অর্থাৎ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই পথে পায়ে হেঁটে রোড শো করবেন । ফলে আজকের সঙ্গে মহানগরের রাজপথে নজরদারি ও ব্যবস্থা আগামিকালও একইভাবে জারি রাখবে কলকাতা পৌরনিগম । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যাত্রাপথ যাতে মসৃণ থাকে সেটা নিশ্চিত করেছেন পৌর আধিকারিকেরা ।

KMC control room
শহরের রাস্তায় কলকাতা পৌরনিগমের নজরদারি (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পৌরনিগমের বোর্ড কোন রাজনৈতিক দল চালাচ্ছে সেটা বড় বিষয় নয় । ভিভিআইপিদের নিরাপত্তা সুরক্ষিত করতে যা করণীয় আমরা প্রশাসনের কর্তা হিসেবে নিরপেক্ষতার সঙ্গেই করব । আজ যেমন দেশের প্রধানমন্ত্রী যে পথ দিয়ে যাবেন ওই পথেই কাল হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই তাঁদের কর্মসূচির আগে পরে ওই পথে সবটা আমাদের নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা মারফত । প্রয়োজনে যেখানে কিছু করতে হবে সেখানে আগাম নির্দেশ দিতে পারব ।"

আরও পড়ুন: নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে শহরে রোড-শো মোদির, যেতে পারেন সারদা মায়ের বাড়ি

কলকাতা, 28 মে: সোমবার সন্ধে পর্যন্ত হাঁটু জলে ডুবে ছিল মহানগরের রাজপথ ৷ কিছু কিছু জায়গায় রাস্তার উপর উপড়ে পড়েছিল বড় বড় গাছ ৷ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের প্রভাবে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার জনজীবন ৷ সেই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার 24 ঘণ্টার মাথায় কলকাতার রাস্তায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই রোড শো নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন পৌর আধিকারিকরা । প্রধানমন্ত্রীর যাত্রাপথ সুগত করতে কন্ট্রোল রুম থেকে পথে সবর্ক্ষণ নজরদারি চলছে ৷ কোনও খামতি রাখতে চায় না কলকাতা পৌরনিগম ৷

মোদির যাত্রা সুগত করতে পথে চোখ পৌরনিগমের (ইটিভি ভারত)

পৌরনিগমের সূত্রে খবর, মোদির সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ রাস্তার বন্দোবস্ত করা নিয়ে কোনো ত্রুটি রাখেননি আধিকারিকরা । ঝড় জলে যে সমস্ত গাছের ডাল পড়ে গিয়েছিল সেগুলো গতকালই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে । পাশাপশি দুটি গাছ হেলে পড়াতে সেগুলো কেটে সরিয়ে দিয়েছে কর্মীরা । রাস্তা থেকেও পাম্প করে নামানো হয়েছে জন ৷ সকাল থেকেই গোটা রাস্তায় বাঁশের ব্যারিকেট করা রাখা রয়েছে । তার দুপাশে দফায় দফায় চলছে পরিষ্কার করার কাজ । প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন পথে আলো যাতে সঠিক থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর যাত্রাপথে তার বা অন্য কিছু ঝুলন্ত অবস্থায় যাতে না থাকে সেটাও নিশ্চিত করেছে কলকাতা পৌরনিগম ৷ গাছের ডাল কেটেও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে ।

আরও পড়ুন: রেমালের পর কী অবস্থা কলকাতার, ট্রাফিক পরিস্থিতির হাল জানাচ্ছে ইটিভি ভারত

এই প্রথম লোকসভার নির্বাচনী প্রচারে কলকাতার পথে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে হবে এই রোড শো ৷ উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি ধরে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিটে গিয়ে রোড শো শেষ হবে ৷ মোদির পাশাপাশি পরের দিন অর্থাৎ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই পথে পায়ে হেঁটে রোড শো করবেন । ফলে আজকের সঙ্গে মহানগরের রাজপথে নজরদারি ও ব্যবস্থা আগামিকালও একইভাবে জারি রাখবে কলকাতা পৌরনিগম । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যাত্রাপথ যাতে মসৃণ থাকে সেটা নিশ্চিত করেছেন পৌর আধিকারিকেরা ।

KMC control room
শহরের রাস্তায় কলকাতা পৌরনিগমের নজরদারি (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পৌরনিগমের বোর্ড কোন রাজনৈতিক দল চালাচ্ছে সেটা বড় বিষয় নয় । ভিভিআইপিদের নিরাপত্তা সুরক্ষিত করতে যা করণীয় আমরা প্রশাসনের কর্তা হিসেবে নিরপেক্ষতার সঙ্গেই করব । আজ যেমন দেশের প্রধানমন্ত্রী যে পথ দিয়ে যাবেন ওই পথেই কাল হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই তাঁদের কর্মসূচির আগে পরে ওই পথে সবটা আমাদের নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা মারফত । প্রয়োজনে যেখানে কিছু করতে হবে সেখানে আগাম নির্দেশ দিতে পারব ।"

আরও পড়ুন: নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে শহরে রোড-শো মোদির, যেতে পারেন সারদা মায়ের বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.