ETV Bharat / state

তিন দিন ধরে হকার উচ্ছেদ অভিযান, শুক্রে রাস্তায় নামল কলকাতা পুরনিগমের বিশেষ দল - KMC Investigates Hawker Zones - KMC INVESTIGATES HAWKER ZONES

KMC Inspect Hawker Eviction Drive: তিন ধরে পুলিশ ও কলকাতা পুরনিগমের যৌথ অভিযানে হকার উচ্ছেদ হয় কলকাতার বিভিন্ন হকার জোনে ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই উচ্ছেদ সাময়িক বন্ধ রাখার কথা বলেন এবং সার্ভের নির্দেশ দেন ৷ সেই সার্ভে শুরু হল শুক্রবার থেকে ৷

Hawker Eviction
হকারদের অবস্থা খতিয়ে দেখছেন কলকাতা পুরনিগমের এক কর্মী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 6:40 PM IST

Updated : Jun 28, 2024, 7:11 PM IST

কলকাতা, 28 জুন: হকার উচ্ছেদ অভিযান এখন স্থগিত ৷ শুক্রবার থেকে শুরু হল সার্ভে করার প্রাথমিক কাজ ৷ এবার গড়িয়াহাট, বড়বাজার, হাতিবাগান, নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল চত্বরে হকার পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামল কলকাতা পুরনিগমের বিশেষ দল ৷

কলকাতার বিভিন্ন হকার জোনে পরিস্থিতি খতিয়ে দেখছেন পুরনিগমের বিশেষ দল (ইটিভি ভারত)

এদিকে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত হাইপাওয়ার কমিটির সদস্যরা মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রাথমিক রিপোর্ট নিয়ে বিধানসভায় পৌঁছলেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা হাই পাওয়ার কমিটি আজ কলকাতা কর্পোরেশনে বৈঠক বসে ৷ কলকাতার বেআইনি হকার ও পার্কিং এই দুই বিষয়ে আলোচনা হয় বৈঠকে ৷ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার, অতীন ঘোষ, কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল, পৌর ও নগরোন্নয়ন সচিব বিনোদ কুমার, ট্রাফিক কর্তা সন্তোষ কুমার পাণ্ডে ৷ বৈঠকে সার্বিক ভাবে হকার ও পার্কিং নিয়ে পুলিশ ও কর্পোরেশন সমন্বয় রেখে পরিকল্পনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে তাঁরা বেরিয়ে আচমকাই নিউ মার্কেট চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হকারদের সঙ্গে ৷

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ধমকের পর হকার নিয়ে অ্যাকশন মুডে ছিল কলকাতা পুলিশ ৷ বেনজির ভাবে বেআইনি হকার উচ্ছেদ অভিযান চালায় তারা গত তিনদিন ধরে ৷ তবে বৃহস্পতিবার ফের নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে জানান, এবার হকার উচ্ছেদ অভিযান একমাসের জন্য বন্ধ থাকবে ৷ সেই সময়ে কলকাতার বিভিন্ন হকার জোনে সার্ভে হবে ৷

এরপরই কলকাতা পুরনিগম শহরের বিভিন্ন হকার জোন গড়িয়াহাট, বড়বাজার, হাতিবাগান, নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল চত্বরে হকারকের অবস্থা কী, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ৷ পরিদর্শন ও সমীক্ষা শেষে এদিন দুপুরের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয় মেয়রের টেবিলে ৷

কলকাতা কর্পোরেশনের বিশেষ দলগুলি এদিন এই সমস্ত এলাকায় সরেজমিনে খতিয়ে দেখে ৷ কোথায় কী ভাঙা হয়েছে বা কী বাকি আছে ৷ তিন দিন অভিযানের পর হাতিবাগান, নিউ মার্কেট, বড়বাজার, গড়িয়া ও গ্র্যান্ড হোটেলে চত্বরে হকার চিত্রটা ঠিক কেমন ? কত জন উচ্ছেদ হল, কোন জায়গায় কী ধরনের সমস্যা আছে, শুধু হকার নয় কোথায় দোকানদাররা ফুটপাথ দখল করে আছে, সেই সব দেখেছে ৷ একেকটি দলে কমপক্ষে 10-11 জন কর্মী থেকে আধিকারিক রয়েছেন ৷

কলকাতা, 28 জুন: হকার উচ্ছেদ অভিযান এখন স্থগিত ৷ শুক্রবার থেকে শুরু হল সার্ভে করার প্রাথমিক কাজ ৷ এবার গড়িয়াহাট, বড়বাজার, হাতিবাগান, নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল চত্বরে হকার পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামল কলকাতা পুরনিগমের বিশেষ দল ৷

কলকাতার বিভিন্ন হকার জোনে পরিস্থিতি খতিয়ে দেখছেন পুরনিগমের বিশেষ দল (ইটিভি ভারত)

এদিকে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত হাইপাওয়ার কমিটির সদস্যরা মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রাথমিক রিপোর্ট নিয়ে বিধানসভায় পৌঁছলেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা হাই পাওয়ার কমিটি আজ কলকাতা কর্পোরেশনে বৈঠক বসে ৷ কলকাতার বেআইনি হকার ও পার্কিং এই দুই বিষয়ে আলোচনা হয় বৈঠকে ৷ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার, অতীন ঘোষ, কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল, পৌর ও নগরোন্নয়ন সচিব বিনোদ কুমার, ট্রাফিক কর্তা সন্তোষ কুমার পাণ্ডে ৷ বৈঠকে সার্বিক ভাবে হকার ও পার্কিং নিয়ে পুলিশ ও কর্পোরেশন সমন্বয় রেখে পরিকল্পনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে তাঁরা বেরিয়ে আচমকাই নিউ মার্কেট চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হকারদের সঙ্গে ৷

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ধমকের পর হকার নিয়ে অ্যাকশন মুডে ছিল কলকাতা পুলিশ ৷ বেনজির ভাবে বেআইনি হকার উচ্ছেদ অভিযান চালায় তারা গত তিনদিন ধরে ৷ তবে বৃহস্পতিবার ফের নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে জানান, এবার হকার উচ্ছেদ অভিযান একমাসের জন্য বন্ধ থাকবে ৷ সেই সময়ে কলকাতার বিভিন্ন হকার জোনে সার্ভে হবে ৷

এরপরই কলকাতা পুরনিগম শহরের বিভিন্ন হকার জোন গড়িয়াহাট, বড়বাজার, হাতিবাগান, নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল চত্বরে হকারকের অবস্থা কী, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ৷ পরিদর্শন ও সমীক্ষা শেষে এদিন দুপুরের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয় মেয়রের টেবিলে ৷

কলকাতা কর্পোরেশনের বিশেষ দলগুলি এদিন এই সমস্ত এলাকায় সরেজমিনে খতিয়ে দেখে ৷ কোথায় কী ভাঙা হয়েছে বা কী বাকি আছে ৷ তিন দিন অভিযানের পর হাতিবাগান, নিউ মার্কেট, বড়বাজার, গড়িয়া ও গ্র্যান্ড হোটেলে চত্বরে হকার চিত্রটা ঠিক কেমন ? কত জন উচ্ছেদ হল, কোন জায়গায় কী ধরনের সমস্যা আছে, শুধু হকার নয় কোথায় দোকানদাররা ফুটপাথ দখল করে আছে, সেই সব দেখেছে ৷ একেকটি দলে কমপক্ষে 10-11 জন কর্মী থেকে আধিকারিক রয়েছেন ৷

Last Updated : Jun 28, 2024, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.