কলকাতা, 8 মে: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ বুধবার রাজ্যজুড়ে সরকারি ছুটি । সমস্ত স্কুল-কলেজ-সহ অনেক অফিস-কাছারি বন্ধ থাকবে । তাই স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীসংখ্য়াও বেশ কিছুটা কম থাকবে ৷ তাই পঁচিশে বৈশাখ অর্থাৎ, 8 মে রবীন্দ্রজয়ন্তীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা কম থাকবে বলে জানা গিয়েছে ৷ সাধারণত সপ্তাহের ব্যস্ত দিনে নর্থ-সাউথ করিডোরে 288টি মেট্রো চলে ৷ তবে আজ ছুটি বলে সারাদিনে 234টি মেট্রো চলবে ৷ এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন পরিষেবায় চালু থাকবে ৷
বুধবার দিনের প্রথম পরিষেবা:
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াতে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অন্যান্য দিনের মতো এদিনও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ৷
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ৷ এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে অন্যান্য দিনের মতো ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ৷ ছুটি থাকলেও প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷
বুধবার দিনের শেষ পরিষেবা:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাতায়াতের দিনের শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ সবক্ষেত্রেই সময় অপরিবর্তিত থাকছে ৷ অন্যদিকে গ্রিন, অরেঞ্জ ও পার্পল লাইনে বাকি দিনের মতোই স্বাভাবিক পরিষেবা থাকবে আজ ৷
আরও পড়ুন :