ETV Bharat / state

কালীপুজোর রাতে বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোয় - SPECIAL METRO SERVICE IN KALI PUJA

রাত 9টা 40 মিনিটের পরেও চলবে মেট্রো ৷ ব্লু লাইনে আপ ও ডাউনে 20 মিনিট অন্তর বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত ৷

SPECIAL METRO SERVICE IN KALI PUJA
কালীপুজোর রাতে বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোয় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 8:32 PM IST

কলকাতা, 29 অক্টোবর: বৃহস্পতিবার কালীপুজোর রাতে বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল ৷ বিশেষ এই মেট্রোগুলি সাধারণ সময়ের শেষ মেট্রোর পরে চালানো হবে ৷ অর্থাৎ, রাত 9টা 40 মিনিটের পর এই মেট্রোগুলি চালানো হবে ৷ মোট আটটি মেট্রো চালানো হবে ৷ মূলত, কালীঘাটের সতিপীঠ এবং দক্ষিণশ্বরের কালী মন্দির এই দিনে অগণিত ভক্তের সমাগম হয় ৷ মূলত, তাঁদের কথা মাথায় রেখেই রাতের বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷

কলকাতা মেট্রোর ব্লু-লাইনে এই বিশেষ মেট্রোগুলি চালানো হবে ৷ আপ ও ডাউন লাইনে চার জোড়া বিশেষ মেট্রো চালানো হবে ৷ প্রতিটি মেট্রো চলবে 20 মিনিট অন্তর ৷ রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই বিশেষ মেট্রো চলবে ৷

আগামী 31 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে 292টির বদলে 198টি মেট্রো চলবে ৷ 99টি আপ ও 99টি ডাউন লাইনে চলবে ৷

বিশেষ মেট্রো শেষ যখন পাওয়া যাবে:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10 টার সময় ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দ্বিতীয় বিশেষ মেট্রো ছাড়বে রাত 10 টা 20 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের তৃতীয় বিশেষ মেট্রো যাবে রাত 10 টা 40 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রোটি ছাড়বে রাত 11 টার সময় ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম বিশেষ মেট্রো ছাড়বে রাত 9:48 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দ্বিতীয় বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:08 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার তৃতীয় মেট্রো ছাড়বে রাত 10:28 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:48 মিনিটে ৷

গ্রীন লাইন-1

আগামী 31 অক্টোবর গ্রিন লাইন-1 এ সারাদিনে 106টির পরিবর্তে চলবে 90 টি মেট্রো ৷ এর মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45 টি ওয়েস্ট বাউন্ড ৷

গ্রিন লাইন 1 এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6.55 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সকালের প্রথম মেট্রো ছাড়বে 07.05 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ৷

গ্রিন লাইন-1 এর শেষ পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে রাত 9.35 মিনিটে ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ৷

অন্যদিকে গ্রিন লাইন-2, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক দিনের মতোই পরিষেবা থাকছে ৷

কলকাতা, 29 অক্টোবর: বৃহস্পতিবার কালীপুজোর রাতে বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল ৷ বিশেষ এই মেট্রোগুলি সাধারণ সময়ের শেষ মেট্রোর পরে চালানো হবে ৷ অর্থাৎ, রাত 9টা 40 মিনিটের পর এই মেট্রোগুলি চালানো হবে ৷ মোট আটটি মেট্রো চালানো হবে ৷ মূলত, কালীঘাটের সতিপীঠ এবং দক্ষিণশ্বরের কালী মন্দির এই দিনে অগণিত ভক্তের সমাগম হয় ৷ মূলত, তাঁদের কথা মাথায় রেখেই রাতের বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷

কলকাতা মেট্রোর ব্লু-লাইনে এই বিশেষ মেট্রোগুলি চালানো হবে ৷ আপ ও ডাউন লাইনে চার জোড়া বিশেষ মেট্রো চালানো হবে ৷ প্রতিটি মেট্রো চলবে 20 মিনিট অন্তর ৷ রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই বিশেষ মেট্রো চলবে ৷

আগামী 31 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে 292টির বদলে 198টি মেট্রো চলবে ৷ 99টি আপ ও 99টি ডাউন লাইনে চলবে ৷

বিশেষ মেট্রো শেষ যখন পাওয়া যাবে:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10 টার সময় ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দ্বিতীয় বিশেষ মেট্রো ছাড়বে রাত 10 টা 20 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের তৃতীয় বিশেষ মেট্রো যাবে রাত 10 টা 40 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রোটি ছাড়বে রাত 11 টার সময় ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম বিশেষ মেট্রো ছাড়বে রাত 9:48 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দ্বিতীয় বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:08 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার তৃতীয় মেট্রো ছাড়বে রাত 10:28 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:48 মিনিটে ৷

গ্রীন লাইন-1

আগামী 31 অক্টোবর গ্রিন লাইন-1 এ সারাদিনে 106টির পরিবর্তে চলবে 90 টি মেট্রো ৷ এর মধ্যে 45টি ইস্ট বাউন্ড ও 45 টি ওয়েস্ট বাউন্ড ৷

গ্রিন লাইন 1 এ দিনের প্রথম পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6.55 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সকালের প্রথম মেট্রো ছাড়বে 07.05 মিনিটে ৷ সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি ৷

গ্রিন লাইন-1 এর শেষ পরিষেবা:

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে রাত 9.35 মিনিটে ৷

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ৷

অন্যদিকে গ্রিন লাইন-2, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক দিনের মতোই পরিষেবা থাকছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.