অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন আরও এক জুনিয়র চিকিৎসক। এবার অসুস্থ হলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঞ্জা। তিনি অনশন মঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর বিপি থেকে শুরু করে সুগার অনেকটাই কমে গিয়েছিল।
Live Updates: অনশন মঞ্চেই অসুস্থ তনয়া, ভর্তি কলকাতা মেডিক্যালে - JUNIOR DOCTORS HUNGER STRIKE
![Live Updates: অনশন মঞ্চেই অসুস্থ তনয়া, ভর্তি কলকাতা মেডিক্যালে Junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/1200-675-22675790-thumbnail-16x9-gif.gif?imwidth=3840)
![ETV Bharat Bangla Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 14, 2024, 2:21 PM IST
|Updated : Oct 14, 2024, 9:19 PM IST
ডাক্তারি সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তাঁর ডাকা বৈঠকে আটটি ডাক্তারি সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও, এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে । মূলত রাজ্যে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চলা কর্মবিরতি ও প্রতিবাদ নিয়ে আলোচনা করতেই সোমবার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যসচিব মনোজ পন্থ । মুখ্যসচিবের সঙ্গে ডাক্তারদের বৈঠকে উঠল স্বাস্থ্যসচিবের ইস্তফা প্রসঙ্গও ৷ এদিকে জুনিয়র চিকিৎসকদের অনশন আজ 10 দিনে পড়ল ৷
পাশাপাশি এদিন রাজভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। দুপুরে রাজভবন অভিযান শুরু করেন তাঁর। কেসি দাশের সামনে থেকে মিছিল শুরু করে বেন্টিং স্ট্রিটের সামনে থেকে ঘুরে রাজভবন পৌঁছনোর কথা তাঁদের ৷ আগেই সিবিআই-এর উপর অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটের প্রতিও অনাস্থা দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
LIVE FEED
অনশন মঞ্চেই অসুস্থ তনয়া
রাজ্যপালের সঙ্গে দেখা হলেও, কথা হয়নি: জুনিয়র ডাক্তাররা
স্মারকলিপি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ রাজভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, রাজ্যপালের সঙ্গে আমাদের দেখা হয়েছে কিন্তু কোনও কথা হয়নি ৷ আমাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷ রাজভবনে আমাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছি ৷
রেড রোডে পুজো কার্নিভাল রানি রাসমণি রোডে দ্রোহ কার্নিভাল
15 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার বিকেলে রেড রোডে হবে পুজো কার্নিভাল ৷ আর এদিন বিকেল 4টের সময় রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন ৷ সকলকে সেই কার্নিভালে যোগ দেওয়ার জন্য় অনুরোধ করা হয়েছে ৷ যদিও ইতিমধ্যেই চিকিৎসকদের এই কর্মসূচি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় অনেক বিদেশি অতিথিরা আসবেন। সেই আবহে মহানগরীতে এমন প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। এই মর্মে চিকিৎসক গংগঠককে চিঠি দিয়েছেন মুখ্যসচিব ৷
![juniors doctors protests](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_6.jpg)
জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সাড়ে 5টায় সময় দিলেন রাজ্যপাল
দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দ-সহ রাজভবনে ঢুকল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ 5.30টায় রাজ্যপাল সময় দিয়েছেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠকে এখনও অপেক্ষায় জুনিয়র চিকিৎসকরা ৷
![juniors doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meet5.jpg)
স্বাস্থ্যসচিবকে অপসারণের সিদ্ধান্ত নেবে সরকার: মুখ্যসচিব
স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ চেয়ে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র চিকিৎসকরা । এবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও সেই প্রসঙ্গ উঠল । তবে বৈঠক শেষে মুখ্যসচিব জানান, এটা একেবারেই রাজ্য সরকারের সিদ্ধান্ত । কখন কী করবে সেটা সরকারের ব্যাপার । পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা । তিনি বলেন, "আমরা চাইব ওরা যাতে অনশন প্রত্যাহার করে নেন।"
বৈঠকে কী নিয়ে আলোচনা ?
বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, চিকিৎসক সংগঠন এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমাদের আড়াই ঘণ্টা কথা হয়েছে । আমরা জানিয়েছি, 1 টার মধ্যে আমরা 7টা দাবি মেনে নিয়েছি । বাকি তিনটের জন্য ওরা টাইম লাইন চালছিল। সেটা আমরা দিতে পারিনি । কারণ, প্রশাসনের কাজে এভাবে টাইমলাইন দেওয়া যায় না ।
![Doctors Protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meeting-2.jpeg)
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে হতাশ চিকিৎসকরা
স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করলেন সিনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার।
![juniors doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meeting-1.jpg)
রাজভবনে জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল
দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দ-সহ রাজভবনে ঢুকল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ৷ প্রথমে জানা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে যেতে পারেন রাজভবনে। পরে 12 জনের প্রতিনিধি দলকে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024155205_1410f_1728901325_77.jpg)
ডাক্তারদের মিছিল এসে পৌঁছাল রাজভবনের সামনে
জুনিয়রদের মিছিল এসে পৌঁছলো রাজভবনের সামনে। সেখানে তাদের আটকায় পুলিশ। রাজভবনের সামনে নিয়ম অনুযায়ী 163 ধারা জারি রয়েছে ৷ তাই সেখানে বাধা পুলিশের। এখান থেকে ডাক্তারদের 12 জনের প্রতিনিধি দল রাজভবনের ভেতরে ঢুকতে পারেব ৷
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024153537_1410f_1728900337_734.jpg)
ডাক্তারদের রাজভবন অভিযানে পুলিশের প্রস্তুতি
রাজভবনগামী জুনিয়র ডাক্তারদের মিছিল কে আটকাতে রাজভবনের উত্তর গেটের একাধিক রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ ৷ টেলিফোন ভবনের সামনের রাস্তা থেকে শুরু করে ওয়াটার লু স্ট্রিট পর্যন্ত যে রাস্তাটি রাজভবন উত্তর গেটে দিকে যাচ্ছে সেই রাস্তাতেও ব্যারিকেড ৷ এমনকি ব্যাঙ্কশাল কোর্টগামী রাস্তার মুখ বন্ধ ৷ অর্থাৎ তিন দিক থেকে রাজভবনের উত্তর গেটে আসার প্রতিটি রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, এই বাধা অতিক্রম করে জুনিয়র ডাক্তাররা রাজভবন পৌঁছতে চাইলে সর্বাধিক 5 জনের প্রতিনিধি দলকে রাজভবনে প্রবেশ করতে দেয়া হবে।
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_rajbhavan.jpg)
স্বাস্থ্যভবনে মুখ্যসচিব ও বিভিন্ন চিকিৎসক সংগঠনের ম্যারাথন বৈঠক
স্বাস্থ্যভবনে রাজ্যের মুখ্যসচিব এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্যভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে রাজ্যের মুখ্যসচিব ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের বৈঠক ৷ কিন্তু দীর্ঘ বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি উভয় পক্ষ ৷ সভায় চিকিৎসকদের 17 থেকে 18টি সংগঠন অংশ নেয় ৷ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যসচিবের পদত্যাগের কথা বলেন ৷
পুলিশের দেওয়া রুট মানতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা
কোন পথে এগোবে মিছিল ? পুলিশের সঙ্গে কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা ৷ কারণ পুলিশের দেওয়া রুট মানতে রাজি নয় তাঁরা। ধর্মতলা থেকে রাজভবনের দূরত্ব কম ৷ ফলে মিছিলের জন্য পুলিশের থেকে আগাম কোনও অনুমতিও নেওয়া ছিল না । তাই, কোন পথে মিছিল এগোবে, তা নিয়ে জুনিয়র ডাক্তারেরা কথা বলছেন পুলিশের আধিকারিকেরা।
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024150305_1410f_1728898385_4.jpg)
রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা
মিছিল শুরু হল জুনিয়র চিকিৎসকদের। রাজভবন অভিযান শুরু করলেন তাঁর। কেসি দাশের সামনে থেকে মিছিল শুরু করে বেন্টিং স্ট্রিটের সামনে থেকে ঘুরে রাজভবন পৌঁছনোর কথা তাঁদের ৷ আগেই সিবিআই-এর উপর অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটের প্রতিও অনাস্থা দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
![Junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024142010_1410f_1728895810_745.jpg)
ডাক্তারদের অনশন, স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শুরু
মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে শুরু হয়েছে চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক ৷ স্বাস্থ্যসচিবের ইস্তফার প্রসঙ্গ উঠল বৈঠকে ৷ চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে অনুপস্থিত স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠকে স্বাস্থ্যসচিবের ইস্তফার প্রসঙ্গ তুলেছেন চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিরা। এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে ।
![Junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctors-7211146_14102024140120_1410f_1728894680_676.jpg)
ডাক্তারি সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তাঁর ডাকা বৈঠকে আটটি ডাক্তারি সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও, এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে । মূলত রাজ্যে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চলা কর্মবিরতি ও প্রতিবাদ নিয়ে আলোচনা করতেই সোমবার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যসচিব মনোজ পন্থ । মুখ্যসচিবের সঙ্গে ডাক্তারদের বৈঠকে উঠল স্বাস্থ্যসচিবের ইস্তফা প্রসঙ্গও ৷ এদিকে জুনিয়র চিকিৎসকদের অনশন আজ 10 দিনে পড়ল ৷
পাশাপাশি এদিন রাজভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। দুপুরে রাজভবন অভিযান শুরু করেন তাঁর। কেসি দাশের সামনে থেকে মিছিল শুরু করে বেন্টিং স্ট্রিটের সামনে থেকে ঘুরে রাজভবন পৌঁছনোর কথা তাঁদের ৷ আগেই সিবিআই-এর উপর অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটের প্রতিও অনাস্থা দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
LIVE FEED
অনশন মঞ্চেই অসুস্থ তনয়া
অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন আরও এক জুনিয়র চিকিৎসক। এবার অসুস্থ হলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঞ্জা। তিনি অনশন মঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর বিপি থেকে শুরু করে সুগার অনেকটাই কমে গিয়েছিল।
রাজ্যপালের সঙ্গে দেখা হলেও, কথা হয়নি: জুনিয়র ডাক্তাররা
স্মারকলিপি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ রাজভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, রাজ্যপালের সঙ্গে আমাদের দেখা হয়েছে কিন্তু কোনও কথা হয়নি ৷ আমাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷ রাজভবনে আমাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছি ৷
রেড রোডে পুজো কার্নিভাল রানি রাসমণি রোডে দ্রোহ কার্নিভাল
15 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার বিকেলে রেড রোডে হবে পুজো কার্নিভাল ৷ আর এদিন বিকেল 4টের সময় রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন ৷ সকলকে সেই কার্নিভালে যোগ দেওয়ার জন্য় অনুরোধ করা হয়েছে ৷ যদিও ইতিমধ্যেই চিকিৎসকদের এই কর্মসূচি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় অনেক বিদেশি অতিথিরা আসবেন। সেই আবহে মহানগরীতে এমন প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। এই মর্মে চিকিৎসক গংগঠককে চিঠি দিয়েছেন মুখ্যসচিব ৷
![juniors doctors protests](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_6.jpg)
জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সাড়ে 5টায় সময় দিলেন রাজ্যপাল
দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দ-সহ রাজভবনে ঢুকল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ 5.30টায় রাজ্যপাল সময় দিয়েছেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠকে এখনও অপেক্ষায় জুনিয়র চিকিৎসকরা ৷
![juniors doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meet5.jpg)
স্বাস্থ্যসচিবকে অপসারণের সিদ্ধান্ত নেবে সরকার: মুখ্যসচিব
স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ চেয়ে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র চিকিৎসকরা । এবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও সেই প্রসঙ্গ উঠল । তবে বৈঠক শেষে মুখ্যসচিব জানান, এটা একেবারেই রাজ্য সরকারের সিদ্ধান্ত । কখন কী করবে সেটা সরকারের ব্যাপার । পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা । তিনি বলেন, "আমরা চাইব ওরা যাতে অনশন প্রত্যাহার করে নেন।"
বৈঠকে কী নিয়ে আলোচনা ?
বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, চিকিৎসক সংগঠন এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমাদের আড়াই ঘণ্টা কথা হয়েছে । আমরা জানিয়েছি, 1 টার মধ্যে আমরা 7টা দাবি মেনে নিয়েছি । বাকি তিনটের জন্য ওরা টাইম লাইন চালছিল। সেটা আমরা দিতে পারিনি । কারণ, প্রশাসনের কাজে এভাবে টাইমলাইন দেওয়া যায় না ।
![Doctors Protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meeting-2.jpeg)
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে হতাশ চিকিৎসকরা
স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করলেন সিনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার।
![juniors doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_meeting-1.jpg)
রাজভবনে জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল
দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দ-সহ রাজভবনে ঢুকল জুনিয়র চিকিৎসকদের 12 জনের প্রতিনিধি দল ৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ৷ প্রথমে জানা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে যেতে পারেন রাজভবনে। পরে 12 জনের প্রতিনিধি দলকে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024155205_1410f_1728901325_77.jpg)
ডাক্তারদের মিছিল এসে পৌঁছাল রাজভবনের সামনে
জুনিয়রদের মিছিল এসে পৌঁছলো রাজভবনের সামনে। সেখানে তাদের আটকায় পুলিশ। রাজভবনের সামনে নিয়ম অনুযায়ী 163 ধারা জারি রয়েছে ৷ তাই সেখানে বাধা পুলিশের। এখান থেকে ডাক্তারদের 12 জনের প্রতিনিধি দল রাজভবনের ভেতরে ঢুকতে পারেব ৷
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024153537_1410f_1728900337_734.jpg)
ডাক্তারদের রাজভবন অভিযানে পুলিশের প্রস্তুতি
রাজভবনগামী জুনিয়র ডাক্তারদের মিছিল কে আটকাতে রাজভবনের উত্তর গেটের একাধিক রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ ৷ টেলিফোন ভবনের সামনের রাস্তা থেকে শুরু করে ওয়াটার লু স্ট্রিট পর্যন্ত যে রাস্তাটি রাজভবন উত্তর গেটে দিকে যাচ্ছে সেই রাস্তাতেও ব্যারিকেড ৷ এমনকি ব্যাঙ্কশাল কোর্টগামী রাস্তার মুখ বন্ধ ৷ অর্থাৎ তিন দিক থেকে রাজভবনের উত্তর গেটে আসার প্রতিটি রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷ পুলিশ সূত্রের খবর, এই বাধা অতিক্রম করে জুনিয়র ডাক্তাররা রাজভবন পৌঁছতে চাইলে সর্বাধিক 5 জনের প্রতিনিধি দলকে রাজভবনে প্রবেশ করতে দেয়া হবে।
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/22675790_wb_rajbhavan.jpg)
স্বাস্থ্যভবনে মুখ্যসচিব ও বিভিন্ন চিকিৎসক সংগঠনের ম্যারাথন বৈঠক
স্বাস্থ্যভবনে রাজ্যের মুখ্যসচিব এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্যভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে রাজ্যের মুখ্যসচিব ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের বৈঠক ৷ কিন্তু দীর্ঘ বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি উভয় পক্ষ ৷ সভায় চিকিৎসকদের 17 থেকে 18টি সংগঠন অংশ নেয় ৷ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যসচিবের পদত্যাগের কথা বলেন ৷
পুলিশের দেওয়া রুট মানতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা
কোন পথে এগোবে মিছিল ? পুলিশের সঙ্গে কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা ৷ কারণ পুলিশের দেওয়া রুট মানতে রাজি নয় তাঁরা। ধর্মতলা থেকে রাজভবনের দূরত্ব কম ৷ ফলে মিছিলের জন্য পুলিশের থেকে আগাম কোনও অনুমতিও নেওয়া ছিল না । তাই, কোন পথে মিছিল এগোবে, তা নিয়ে জুনিয়র ডাক্তারেরা কথা বলছেন পুলিশের আধিকারিকেরা।
![Junior doctors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024150305_1410f_1728898385_4.jpg)
রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা
মিছিল শুরু হল জুনিয়র চিকিৎসকদের। রাজভবন অভিযান শুরু করলেন তাঁর। কেসি দাশের সামনে থেকে মিছিল শুরু করে বেন্টিং স্ট্রিটের সামনে থেকে ঘুরে রাজভবন পৌঁছনোর কথা তাঁদের ৷ আগেই সিবিআই-এর উপর অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটের প্রতিও অনাস্থা দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
![Junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctorsliveupdate-7211146_14102024142010_1410f_1728895810_745.jpg)
ডাক্তারদের অনশন, স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শুরু
মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে শুরু হয়েছে চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক ৷ স্বাস্থ্যসচিবের ইস্তফার প্রসঙ্গ উঠল বৈঠকে ৷ চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে অনুপস্থিত স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠকে স্বাস্থ্যসচিবের ইস্তফার প্রসঙ্গ তুলেছেন চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিরা। এই বৈঠকে 12টি চিকিৎসক সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে ।
![Junior doctors hunger strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-10-2024/wb-kol-juniorsdoctors-7211146_14102024140120_1410f_1728894680_676.jpg)