ETV Bharat / state

'এটা ডাক্তারদের জয়', দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে বললেন আরজি কর নির্যাতিতার বাবা - KOLKATA DOCTOR RAPE AND MURDER

কলকাতায় রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালের থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই জুনিয়ক চিকিৎসকদের ডাকে 'দ্রোহর কার্নিভাল' পালিত হয়েছে।

Droher Carnival
দ্রোহের কার্নিভালকেই ডাক্তারদের জয় হিসাবে দেখছেন আরজি কর নির্যাতিতার বাবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 10:30 AM IST

কলকাতা, 16 অক্টোবর: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবা জুনিয়র চিকিৎসকদের দ্রোহর কার্নিভালের প্রশংসা করেছেন। কলকাতায় রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালের থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই পালিত এই 'দ্রোহর কার্নিভাল'কেই জুনিয়ক চিকিৎসকদের জয় হিসাবে দেখছেন তিনি ৷

এর আগে মঙ্গলবার, কলকাতা হাইকোর্ট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) 163 (1) এবং (3) ধারার অধীনে আরোপিত কলকাতা পুলিশের নিষেধাজ্ঞাকে খারিজ করে দেয় ৷ কলকাতা পুলিশের তরফে 163 (1) এবং (3) ধারা জারি করার ফলে কলকাতার রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, মেয়ো রোড, নিউ রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে, কুইনস্‌ ওয়ে, জওহরলাল নেহরু রোডে, স্ট্র্যান্ড রোডে কোনও রকম জমায়েত, বিক্ষোভ, ধর্না, মিছিল, সভা করায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল ৷ শেষে, কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশ্য সেই বাধা সরে গিয়ে পালিত হয় দ্রোহর কার্নিভাল ৷

মঙ্গলবার বিকাল 4টের সময়ে রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল উপলক্ষে জুনিয়র চিকিৎসকদের উপলক্ষে জমায়েতের ডাক দেওয়া হয়। চিকিৎসকদের আটটি সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানান মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠন-সহ আরও বেশ কয়েকটি সংগঠন। দ্রোহের কার্নিভালের পাশাপাশি ধর্মতলায় মানববন্ধনের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান জুনিয়র চিকিৎসকরা। ফলে রাজ্য সরকারের পুজো কার্নিভালের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের এই দ্রোহর কার্নিভাল চিন্তা বাড়ায় পুলিশ-প্রশাসনের ৷ তাই আগেভাগেই কলকাতা পুলিশের তরফে 163 (1) এবং (3) ধারা জারি করা হয় শহরের বেশ কয়েকটি রাস্তায় ৷ যদিও, বিরোধীদের একাংশের মতে, দ্রোহর কার্নিভালকে রুখতেই 'বাড়তি তৎপরতা' দেখায় কলকাতা পুলিশ ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যেতেই শঙ্খধ্বনি, উলু ধ্বনি, ঢাকের তালে, গানে-স্লোগানে পালিত হয় দ্রোহের কার্নিভাল ৷

দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবা বলেন, "এটা ডাক্তারদের জয়, ওদের কার্নিভাল শুরু হয়ে গিয়েছে ৷" এর সঙ্গেই তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যাই বলুক কেন, অনেক ভেবেচিন্তেই বলেছে। সিবিআই দেরি করছে না, তথ্য-প্রমাণ একত্রিত করছে ৷ সেই জন্যই সময় লাগছে ৷"

একটি বিবৃতিতে আইএমএ জানিয়েছিল যে, জুনিয়র ডাক্তাররা সারা দেশে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন পালন করবে এবং পুরো কর্মসূচিতে আইএমএ মেডিকেল স্টুডেন্টস নেটওয়ার্কের সমর্থন রয়েছে ৷" আইএমএ জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক, আইএমএ মেডিকেল স্টুডেন্টস নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের জুনিয়র ডক্টর্স ফ্রন্টের কর্মসূচিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সারা দেশে অনশনের আয়োজন করে ।

আরও পড়ুন
রেড রোডে আটক প্রতীকী অনশনকারী পুর চিকিৎসক, পুলিশ ছাড়তেই গেলেন ধর্মতলার মঞ্চে
ঢিল ছোড়া দূরত্বে দুই কার্নিভাল, দুই ছবি; ডিসি সেন্ট্রালকে গো-ব্যাক স্লোগান

কলকাতা, 16 অক্টোবর: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবা জুনিয়র চিকিৎসকদের দ্রোহর কার্নিভালের প্রশংসা করেছেন। কলকাতায় রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালের থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই পালিত এই 'দ্রোহর কার্নিভাল'কেই জুনিয়ক চিকিৎসকদের জয় হিসাবে দেখছেন তিনি ৷

এর আগে মঙ্গলবার, কলকাতা হাইকোর্ট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) 163 (1) এবং (3) ধারার অধীনে আরোপিত কলকাতা পুলিশের নিষেধাজ্ঞাকে খারিজ করে দেয় ৷ কলকাতা পুলিশের তরফে 163 (1) এবং (3) ধারা জারি করার ফলে কলকাতার রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, মেয়ো রোড, নিউ রোড, আউটরাম রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে, কুইনস্‌ ওয়ে, জওহরলাল নেহরু রোডে, স্ট্র্যান্ড রোডে কোনও রকম জমায়েত, বিক্ষোভ, ধর্না, মিছিল, সভা করায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল ৷ শেষে, কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশ্য সেই বাধা সরে গিয়ে পালিত হয় দ্রোহর কার্নিভাল ৷

মঙ্গলবার বিকাল 4টের সময়ে রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল উপলক্ষে জুনিয়র চিকিৎসকদের উপলক্ষে জমায়েতের ডাক দেওয়া হয়। চিকিৎসকদের আটটি সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানান মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠন-সহ আরও বেশ কয়েকটি সংগঠন। দ্রোহের কার্নিভালের পাশাপাশি ধর্মতলায় মানববন্ধনের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান জুনিয়র চিকিৎসকরা। ফলে রাজ্য সরকারের পুজো কার্নিভালের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের এই দ্রোহর কার্নিভাল চিন্তা বাড়ায় পুলিশ-প্রশাসনের ৷ তাই আগেভাগেই কলকাতা পুলিশের তরফে 163 (1) এবং (3) ধারা জারি করা হয় শহরের বেশ কয়েকটি রাস্তায় ৷ যদিও, বিরোধীদের একাংশের মতে, দ্রোহর কার্নিভালকে রুখতেই 'বাড়তি তৎপরতা' দেখায় কলকাতা পুলিশ ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যেতেই শঙ্খধ্বনি, উলু ধ্বনি, ঢাকের তালে, গানে-স্লোগানে পালিত হয় দ্রোহের কার্নিভাল ৷

দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবা বলেন, "এটা ডাক্তারদের জয়, ওদের কার্নিভাল শুরু হয়ে গিয়েছে ৷" এর সঙ্গেই তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যাই বলুক কেন, অনেক ভেবেচিন্তেই বলেছে। সিবিআই দেরি করছে না, তথ্য-প্রমাণ একত্রিত করছে ৷ সেই জন্যই সময় লাগছে ৷"

একটি বিবৃতিতে আইএমএ জানিয়েছিল যে, জুনিয়র ডাক্তাররা সারা দেশে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন পালন করবে এবং পুরো কর্মসূচিতে আইএমএ মেডিকেল স্টুডেন্টস নেটওয়ার্কের সমর্থন রয়েছে ৷" আইএমএ জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক, আইএমএ মেডিকেল স্টুডেন্টস নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের জুনিয়র ডক্টর্স ফ্রন্টের কর্মসূচিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সারা দেশে অনশনের আয়োজন করে ।

আরও পড়ুন
রেড রোডে আটক প্রতীকী অনশনকারী পুর চিকিৎসক, পুলিশ ছাড়তেই গেলেন ধর্মতলার মঞ্চে
ঢিল ছোড়া দূরত্বে দুই কার্নিভাল, দুই ছবি; ডিসি সেন্ট্রালকে গো-ব্যাক স্লোগান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.