সুপ্রিম কোর্টে আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর ৷
সিবিআইকে 3 সপ্তাহের মধ্যে ফের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার 'সুপ্রিম' নির্দেশ - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
Published : Oct 15, 2024, 2:29 PM IST
|Updated : Oct 15, 2024, 4:13 PM IST
সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার ষষ্ঠ শুনানি ৷ এর আগে গত 30 সেপ্টেম্বর এই মামলার শেষবার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আজ ফের শুনছে আরজি কর মামলা। এই মামলায় এখনও পর্যন্ত 82টি পক্ষ রয়েছে এবং লড়াই করছেন দু'শোর বেশি আইনজীবী।
তদন্ত কোন পর্যায়ে রয়েছে ? জুনিয়র চিকিৎসকরা নিয়মমাফিক পরিষেবা দিচ্ছেন কি না ? এই সব প্রশ্ন উঠেছিল পঞ্চম শুনানিতে ৷ মঙ্গলবার আরজি কর মামলায় ষষ্ঠ শুনানিতে এই প্রশ্নগুলি ফের ওঠে ৷ প্রশ্ন উঠে হাসপাতালগুলিতে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও ৷ এদিন টাস্ক ফোর্স নিয়ে জমা হলফনামা পড়ে সুপ্রিম কোর্টে ৷ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে ? আরজি কর মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর ৷
LIVE FEED
আরজি কর মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর
সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে ৷ নিয়োগের যোগ্যতা কী ? নিয়োগ এবং যোগ্যতা নিয়ে বিশদ জানতে চায়। যাতে সিভিক ভলান্টিয়াররা হাসপাতাল বা থানায় পোস্টিং করা না-হয়, এ সম্পর্কে রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৷
আরজি করের সব কাজ শেষ হবে 31 অক্টোবরের মধ্যে: রাজ্য
রাজ্যের মেডিক্যালগুলিতে সিসিটিভি বসানো, শৌচালয়, রেস্টরুম ইত্যাদি কাজ কত দূর এগিয়েছে, সে সম্পর্কে তথ্য জমা দিয়েছে রাজ্য। এই কাজের জন্য হাজার কোটির বেশি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে অনেক কাজ হয়ে গেছে। বাকি কাজ 25 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। একই সঙ্গে শীর্ষ আদালতে রাজ্য জানায়, 31 অক্টোবরের মধ্যে আরজি করের সব কাজ শেষ হবে।
সিবিআইকে 3 সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
সিবিআই-কে তিন সপ্তাহের মধ্যে আরজি কর চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুন মামলার তদন্তে আরও স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৷ সুপ্রিম কোর্ট জানান, অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে 7 অক্টোবর চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুন মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ তারপর... ৷ আদালতে সিবিআই জানায়, ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ এই ধর্ষণ-খুন কাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টাস্ক ফোর্স নিয়ে জমা পড়ল হলফনামা
টাস্ক ফোর্স নিয়ে জমা হলফনামা পড়ল সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে ? সলিসিটর জেনারেল বলেন, সিবিআই আধিকারিকরা নির্যাতিতার মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রধান বিচারপতির প্রশ্ন, 9 সেপ্টেম্বর শেষবার টাস্ক ফোর্স বৈঠক করেছিল। তার পর আর কোনও বৈঠক করেনি ? উত্তরে তুষার জানান, না তার পর কোনও বৈঠক হয়নি। সুপ্রিম কোর্ট জানায়, ন্যাশানাল টাস্ক ফোর্সের বৈঠক পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়া উচিত ৷ 3 সপ্তাহের মধ্যে কলকাতার ডাক্তারদের সুরক্ষার বিষয়ে সুপারিশ তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে ৷
আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই
আরজি কর তদন্তের অগ্রগতি জানতে চান প্রধান বিচারপতি। তার পরই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই ৷ সেই রিপোর্ট পড়ছেন প্রধান বিচারপতি ৷
সুপ্রিম কোর্টে শুরু হল আরজি কর মামলার ষষ্ঠ শুনানি ৷ এর আগে গত 30 সেপ্টেম্বর এই মামলার শেষবার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আজ ফের শুনছে আরজি কর মামলা। এই মামলায় এখনও পর্যন্ত 82টি পক্ষ রয়েছে এবং লড়াই করছেন দু'শোর বেশি আইনজীবী।
তদন্ত কোন পর্যায়ে রয়েছে ? জুনিয়র চিকিৎসকরা নিয়মমাফিক পরিষেবা দিচ্ছেন কি না ? এই সব প্রশ্ন উঠেছিল পঞ্চম শুনানিতে ৷ মঙ্গলবার আরজি কর মামলায় ষষ্ঠ শুনানিতে এই প্রশ্নগুলি ফের ওঠে ৷ প্রশ্ন উঠে হাসপাতালগুলিতে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও ৷ এদিন টাস্ক ফোর্স নিয়ে জমা হলফনামা পড়ে সুপ্রিম কোর্টে ৷ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে ? আরজি কর মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর ৷
LIVE FEED
আরজি কর মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর
সুপ্রিম কোর্টে আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলার পরবর্তী শুনানি দীপাবলির ছুটির পর ৷
সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে ৷ নিয়োগের যোগ্যতা কী ? নিয়োগ এবং যোগ্যতা নিয়ে বিশদ জানতে চায়। যাতে সিভিক ভলান্টিয়াররা হাসপাতাল বা থানায় পোস্টিং করা না-হয়, এ সম্পর্কে রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৷
আরজি করের সব কাজ শেষ হবে 31 অক্টোবরের মধ্যে: রাজ্য
রাজ্যের মেডিক্যালগুলিতে সিসিটিভি বসানো, শৌচালয়, রেস্টরুম ইত্যাদি কাজ কত দূর এগিয়েছে, সে সম্পর্কে তথ্য জমা দিয়েছে রাজ্য। এই কাজের জন্য হাজার কোটির বেশি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে অনেক কাজ হয়ে গেছে। বাকি কাজ 25 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। একই সঙ্গে শীর্ষ আদালতে রাজ্য জানায়, 31 অক্টোবরের মধ্যে আরজি করের সব কাজ শেষ হবে।
সিবিআইকে 3 সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
সিবিআই-কে তিন সপ্তাহের মধ্যে আরজি কর চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুন মামলার তদন্তে আরও স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৷ সুপ্রিম কোর্ট জানান, অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে 7 অক্টোবর চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুন মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ তারপর... ৷ আদালতে সিবিআই জানায়, ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ এই ধর্ষণ-খুন কাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টাস্ক ফোর্স নিয়ে জমা পড়ল হলফনামা
টাস্ক ফোর্স নিয়ে জমা হলফনামা পড়ল সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি বলেন, আমরা দেখতে চাই টাস্কফোর্স কী কাজ করেছে ? সলিসিটর জেনারেল বলেন, সিবিআই আধিকারিকরা নির্যাতিতার মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রধান বিচারপতির প্রশ্ন, 9 সেপ্টেম্বর শেষবার টাস্ক ফোর্স বৈঠক করেছিল। তার পর আর কোনও বৈঠক করেনি ? উত্তরে তুষার জানান, না তার পর কোনও বৈঠক হয়নি। সুপ্রিম কোর্ট জানায়, ন্যাশানাল টাস্ক ফোর্সের বৈঠক পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়া উচিত ৷ 3 সপ্তাহের মধ্যে কলকাতার ডাক্তারদের সুরক্ষার বিষয়ে সুপারিশ তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে ৷
আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই
আরজি কর তদন্তের অগ্রগতি জানতে চান প্রধান বিচারপতি। তার পরই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই ৷ সেই রিপোর্ট পড়ছেন প্রধান বিচারপতি ৷