ETV Bharat / state

সতর্ক রেল! সোমবারও বাতিল মৈত্রী এক্সপ্রেস - Maitree Express Cancelled - MAITREE EXPRESS CANCELLED

Kolkata Dhaka Maitree Express: বাংলাদেশে ধীরে ধীরে শান্তি ফিরলেও এখনই ঝুঁকি নিতে চায় না রেল ৷ আর তার জেরে সোমবারও চলবে না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ৷

Etv Bharatkolkata Dhaka Maitree Express
সোমবারও বাতিল মৈত্রী এক্সপ্রেস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 8:33 PM IST

কলকাতা, 27 জুলাই: সরকারি চাকরিতে মুক্তি যোদ্ধাদের পরিবারকে সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে কিছুদিন আগে পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল বাংলাদেশে ৷ ছাত্র-পুলিশ সংঘর্ষের জেরে প্রাণ যায় অনেকেরই ৷ আহত হন বহু মানুষ ৷ এখন ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। সবেমাত্র পুনরায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও ৷ স্বাভাবিকের পথে ওপার বাংলা ৷ তবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী 29 জুলাইয়ের মৈত্রী এক্সপ্রেসও বাতিল করল পূর্ব রেল ৷

29 জুলাই অর্থাৎ আগামী সোমবার কলকাতা থেকে ঢাকা যাওয়ার 131808 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে ৷ আরও জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও রেলের পক্ষ থেকে ভারত সরকারকে ওই দিনের মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল ৷ আর সেই আবেদনে সারা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এরপরই এই ঘোষণা করা হল ৷

বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরই মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছিল ৷ যাত্রীদের টাকাও ফিরিয়ে দেওয়া হয়েছিল । এবারও সেই পথেই হাঁটবে রেল ৷ ঠিক হয়েছে, এবারও শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো টাকা ৷ কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে ৷ ওই বিশেষ টিকিট কাউন্টার থেকেই টাকা ফেরত পাবেন ৷ তবে কেউ যদি টিকিট হারিয়ে ফেলেন তাহলে তিনি অর্থ ফেরত পাবেন না ৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারের মাধ্যমেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে ৷

মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল 2008 সালে । সেই থেকে দুই বাংলার মধ্যে সেতুর ভূমিকা পালন করে আসছে এই ট্রেন । মঙ্গলবার, শুক্রবার ও রবিবার-সপ্তাহে এই তিনদিন কলকাতা এবং ঢাকার মধ্যে চলে ট্রেনটি। যাত্রাপথ মাত্র 375 কিলোমিটার ৷ সময় লাগে কমবেশি 9 ঘণ্টা ৷

সকাল 7.10 মিনিটে ছেড়ে বিকেল 4.10 মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছয় ৷ অন্যদিকে ঢাকা থেকে ট্রেনটি সকাল 8.15 মিনিটে কলকাতার উদ্যেশ্যে রওনা হয়ে কলকাতায় পৌঁছয় বিকেল 4টে নাগাদ ৷ রেল মারফত জানা গিয়েছে, এমনিতে ট্রেনে তেমন যাত্রী ভিড় না থাকলেও পুজোর সময় এবং শীতের সময় এই ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে ।

কলকাতা, 27 জুলাই: সরকারি চাকরিতে মুক্তি যোদ্ধাদের পরিবারকে সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে কিছুদিন আগে পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল বাংলাদেশে ৷ ছাত্র-পুলিশ সংঘর্ষের জেরে প্রাণ যায় অনেকেরই ৷ আহত হন বহু মানুষ ৷ এখন ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। সবেমাত্র পুনরায় চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও ৷ স্বাভাবিকের পথে ওপার বাংলা ৷ তবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী 29 জুলাইয়ের মৈত্রী এক্সপ্রেসও বাতিল করল পূর্ব রেল ৷

29 জুলাই অর্থাৎ আগামী সোমবার কলকাতা থেকে ঢাকা যাওয়ার 131808 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে ৷ আরও জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও রেলের পক্ষ থেকে ভারত সরকারকে ওই দিনের মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল ৷ আর সেই আবেদনে সারা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এরপরই এই ঘোষণা করা হল ৷

বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরই মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছিল ৷ যাত্রীদের টাকাও ফিরিয়ে দেওয়া হয়েছিল । এবারও সেই পথেই হাঁটবে রেল ৷ ঠিক হয়েছে, এবারও শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো টাকা ৷ কলকাতার বিশেষ কয়েকটি টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত করা হবে ৷ ওই বিশেষ টিকিট কাউন্টার থেকেই টাকা ফেরত পাবেন ৷ তবে কেউ যদি টিকিট হারিয়ে ফেলেন তাহলে তিনি অর্থ ফেরত পাবেন না ৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কাউন্টারের মাধ্যমেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে ৷

মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল 2008 সালে । সেই থেকে দুই বাংলার মধ্যে সেতুর ভূমিকা পালন করে আসছে এই ট্রেন । মঙ্গলবার, শুক্রবার ও রবিবার-সপ্তাহে এই তিনদিন কলকাতা এবং ঢাকার মধ্যে চলে ট্রেনটি। যাত্রাপথ মাত্র 375 কিলোমিটার ৷ সময় লাগে কমবেশি 9 ঘণ্টা ৷

সকাল 7.10 মিনিটে ছেড়ে বিকেল 4.10 মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছয় ৷ অন্যদিকে ঢাকা থেকে ট্রেনটি সকাল 8.15 মিনিটে কলকাতার উদ্যেশ্যে রওনা হয়ে কলকাতায় পৌঁছয় বিকেল 4টে নাগাদ ৷ রেল মারফত জানা গিয়েছে, এমনিতে ট্রেনে তেমন যাত্রী ভিড় না থাকলেও পুজোর সময় এবং শীতের সময় এই ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.