কলকাতা, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় দানা'র প্রভাব এবার কলকাতা বিমানবন্দরে। ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমদম বিমানবন্দের টানা 15 ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা ৷ বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেনও ৷
24 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে 15 অক্টোবর অর্থাৎ শুক্রবার সকাল 9টা পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় দানা'র কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে 140টি দূরপাল্পার ট্রেন এবং 40টি লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে ৷ আর পূর্ব রেলের তরফে বাতিল করা হয়েছে দু'টি দূরপাল্লার ট্রেন ( শিয়ালদা-পুরী দুরন্ত এবং কলকাতা-পুরী এক্সপ্রেস ) ৷ এছাড়াও পূর্ব রেলের তরফে বৃহস্পিতবার রাত 8টা থেকে শুক্রবার 10টা পর্যন্ত 190টি লোকাল ট্রেন বন্ধ রাখার কথাও জানানো হয়েছে ৷
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। যা বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান ও ধামরা বন্দরের মধ্যভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। বুধবার সন্ধ্যায় ওড়িশার আবহওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা'র অবস্থান পারাদ্বীপ থেকে 460 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। ধামরা বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং সাগরদ্বীপ থেকে 540 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷ ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী জেলাগুলিতে । এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৷
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্য়ান্ডফলের ঘোষণার পরই আরও সতর্ক রাজ্য প্রশাসন ৷ বঙ্গোপসাগরের পাড়ে বিভিন্ন পর্যটন ক্ষেত্র থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ৷ পূর্বমেদিনীপুর ও দক্ষিণ 24 পরগানা জেলার নিচু এলাকা থেকে ইতিমধ্যেই লোকেদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রসাশন ৷
24 অক্টোবর দক্ষিণ-পূর্ব রেলে বাতিল উল্লেখযোগ্য ট্রেনগুলি হল-
হাওড়া-সেকেন্দ্রবাদ (12703)
শালিমার-পুরী (12821)
শালিমার-হায়দরাবাদ (18045)
হাওড়া-ভুবনেশ্বর (12073)
হাওড়া-পুরী (12277)
শালিমার-চেন্নাই সেন্ট্রাল (12841)
পুরী-শালিমার (12822)
পুরী-শিয়ালদা (22202)
হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু (12863)
হাওড়া-চেন্নাই সেন্ট্রাল (12839)
কলকাতা-পুরী (03101)