ETV Bharat / state

মাধ্যমিকের রুটিন ঘোষণা পর্ষদের, কবে কোন পরীক্ষা ? - Madhyamik Routine 2025

West Bengal Madhyamik Routine: আগামী বছরের মাধ্যমিকের রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ 10 ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা ৷ চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত । জেনে নিন বিস্তারিত তথ্য ৷

West Bengal Madhyamik Routine
মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 7:16 PM IST

কলকাতা, 28 জুন: ঘোষণা হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন । পরীক্ষা শুরু হবে 10 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 22 তারিখ । শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ পরীক্ষার রুটিন জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ।

নতুন রুটিন অনুযায়ী 10 ফেব্রুয়ারি প্রথম ভাষা, 11 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 15 ফেব্রুয়ারি অঙ্ক, 17 ফেব্রুয়ারি ইতিহাস, 18 ফেব্রুয়ারি ভূগোল, 19 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, 20 ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং 22 ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ।

2024 সালের মাধ্যমিক শেষ হওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । সে সময় শিক্ষামন্ত্রী 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়েছিলেন ৷ জানা গিয়েছিল, আগামী বছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । যদিও পরে তা চূড়ান্ত নয় বলেই জানিয়েছিল পর্ষদ ৷ এবার 2024 মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির ফলপ্রকাশের পর নতুন রুটিন ঘোষণা করল পর্ষদ। তাতে চারদিন এগিয়ে এল পরীক্ষা ৷ 2025 সালে 14 ফেব্রুয়ারি একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং অন্যদিকে সবেবরাত পড়েছে । ফলে দু’দিন সরকারি ছুটি দেওয়া হয় । তার ফলে দ্বিতীয় ভাষা ও অঙ্কের মধ্যে তিনদিন ছুটি রয়েছে ৷

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । পরীক্ষা শেষের 80 দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছিল । পরীক্ষায় নথিভুক্ত ছাত্রের সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 636 জন । পরীক্ষা দিয়েছিল 8 লক্ষ 76 হাজার 678 জন । ছাত্রদের সংখ্যা ছিল 3 লক্ষ 96 হাজার 476 জন । ছাত্রীদের সংখ্যা ছিল 4 লক্ষ 80 হাজার 202 জন । পরীক্ষায় মোট উত্তীর্ণের সংখ্যা 7 লক্ষ 65 হাজার 252 জন ।

কলকাতা, 28 জুন: ঘোষণা হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন । পরীক্ষা শুরু হবে 10 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 22 তারিখ । শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ পরীক্ষার রুটিন জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ।

নতুন রুটিন অনুযায়ী 10 ফেব্রুয়ারি প্রথম ভাষা, 11 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 15 ফেব্রুয়ারি অঙ্ক, 17 ফেব্রুয়ারি ইতিহাস, 18 ফেব্রুয়ারি ভূগোল, 19 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, 20 ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং 22 ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ।

2024 সালের মাধ্যমিক শেষ হওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । সে সময় শিক্ষামন্ত্রী 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়েছিলেন ৷ জানা গিয়েছিল, আগামী বছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । যদিও পরে তা চূড়ান্ত নয় বলেই জানিয়েছিল পর্ষদ ৷ এবার 2024 মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির ফলপ্রকাশের পর নতুন রুটিন ঘোষণা করল পর্ষদ। তাতে চারদিন এগিয়ে এল পরীক্ষা ৷ 2025 সালে 14 ফেব্রুয়ারি একদিকে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং অন্যদিকে সবেবরাত পড়েছে । ফলে দু’দিন সরকারি ছুটি দেওয়া হয় । তার ফলে দ্বিতীয় ভাষা ও অঙ্কের মধ্যে তিনদিন ছুটি রয়েছে ৷

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি । পরীক্ষা শেষের 80 দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছিল । পরীক্ষায় নথিভুক্ত ছাত্রের সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 636 জন । পরীক্ষা দিয়েছিল 8 লক্ষ 76 হাজার 678 জন । ছাত্রদের সংখ্যা ছিল 3 লক্ষ 96 হাজার 476 জন । ছাত্রীদের সংখ্যা ছিল 4 লক্ষ 80 হাজার 202 জন । পরীক্ষায় মোট উত্তীর্ণের সংখ্যা 7 লক্ষ 65 হাজার 252 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.