ETV Bharat / state

পরিত্যক্ত বাড়ি, নির্মাণ সামগ্রী নিয়ে নয়া ঘোষণা মেয়রের - KMC on Abandoned Houses

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 8:03 PM IST

Updated : Sep 1, 2024, 8:20 PM IST

KMC on Abandoned Houses: শহরের যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলায় বন্ধ হচ্ছে নিকাশি নালা ৷ এনিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরনিগম ৷ সেই সঙ্গে শহরের পরিত্যক্ত বাড়ি সংক্রান্ত ঝুঁকি কমাতেও বেশকিছু নির্দেশিকার জারি করা হয়েছে বলে পুরনিগমের বিল্ডিং বিভাগ ৷

KMC on Abandoned Houses
পরিত্যক্ত বাড়ি, নির্মাণ সামগ্রী নিয়ে নয়া ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতা শহরের বুকে যত্রতত্র মাথা তুলেছে বহুতল ৷ বেশকিছু ক্ষেত্রে বহুতল নির্মাণ করার সময় সরকারি কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ ৷ বিশেষত, নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে ৷ আর তার জেরে শহরের নিকাশি ব্যবস্থার প্রবল ক্ষতি হচ্ছে ৷ সঙ্গে পরিবেশ দূষণও চিন্তার বিষয় হয়ে উঠেছে কলকাতা পুরনিগমের কাছে ৷ এবার সেই বিষয় বড় পদক্ষেপ নিচ্ছে পুরনিগমের বিল্ডিং বিভাগ ৷

এনিয়ে বিল্ডিং বিভাগের আধিকারিকদের বেশকিছু নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে ঝুঁকি কমাতে পরিত্যক্ত বাড়ি নিয়েও নির্দেশ দেন তিনি ৷ বহুতল তৈরির করতে পুরনিগমের একাধিক নির্দেশিকা রয়েছে ইতিমধ্য ৷ বিশেষত, বহুতল নির্মাণের ক্ষেত্রে ইট, বালি, স্টোনচিপ রাখা নিয়ে ৷ তবে, বাস্তবে দেখা যায় রাস্তা আটকে বা ফুটপাথ জুড়ে যথেচ্ছভাবে ফেলে রাখা হচ্ছে বালি ও স্টোনচিপ ৷ আর সেই বালি, স্টোনচিপ বৃষ্টি ও নানাভাবে গিয়ে পড়ছে নিকাশি নালায় ৷ ফলে বুজিয়ে দিচ্ছে নিকাশি পাইপ ৷

এর ফলে বৃষ্টি হলে এলাকা শুধু ভাসছে, তা নয় ৷ জল নামাতে হিমশিম খাচ্ছেন পুরনিগমের নিকাশি বিভাগের কর্মীরা ৷ ফলে বাড়ছে অতিরিক্ত খরচ ৷ সেই খরচ বহন করতে হচ্ছে পুরনিগমকে ৷ এবার নির্মাণকারী বা সংশ্লিষ্ট সংস্থার সেই বেপরোয়া মনোভাবে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ সেই নিয়ে আরও কঠোর হতে নির্দেশ দিয়ে, নির্মাণকারীদের সতর্ক করতে বললেন ফিরহাদ হাকিম ৷

মেয়র ফিরহাদ হাকিমের কথায়, "বিল্ডিং বিভাগের আধিকারিক ও কর্মীরা নির্মাণকারীদের আগাম সতর্ক করবেন ৷ তারপরও কেউ যদি নির্মাণ সামগ্রী রাস্তা এবং ফুটপাত আটকে ফেলে রাখে তাহলে সব মাল বাজেয়াপ্ত করা হবে ৷ পাশাপাশি, পরিবেশ দূষণ রুখতে অবশ্যই সবুজ ত্রিপল বা কাপড়ে ঢেকে নির্মাণ কাজ করতে হবে ৷ পরিবেশ দফতরের এ নিয়ে নির্দেশ আছে ৷ বর্ষা কমে শীত পড়লেই বাড়বে বাতাসে দূষণের মাত্রা ৷ আর এই দূষণের অন্যতম বড় কারণ হল, এই নির্মাণকাজ ৷ ফলে সতর্ক না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷"

উল্লেখ্য মেয়র জানিয়েছেন, যথেচ্ছভাবে নির্মাণ সামগ্রী রাখার ফলে, বহুক্ষেত্রে ছোট গাড়ি চাকা ফসকে দুর্ঘটনা ঘটে ৷ অনেক পথ চলতি মানুষ পড়ে গিয়ে আহত হন ৷ এই বিষয়গুলির পাশাপশি, পরিত্যক্ত বহু বাড়ি আছে যার আশপাশ দিয়ে লোকজন চলাফেরা করেন ৷ সেক্ষেত্রে পথচারী থেকে বাইক চালক সকলের জীবনের ঝুঁকি থাকে ৷ সেই ঝুঁকি কমাতে বিল্ডিং বিভাগ এবার পদক্ষেপ নেবে ৷

বলা হয়েছে, জাল দিয়ে সেই সকল পরিত্যক্ত বাড়ির আশপাশ ঘিরে ফেলা হবে ৷ যাতে কোনও সময় বাড়ির অংশ বা চাই ভেঙে পড়ে মানুষজন আহত না হন ৷ এই পদক্ষেপগুলি শহরের সর্বত্র গুরুত্বের সঙ্গে বিল্ডিং বিভাগকে পালন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: কলকাতা শহরের বুকে যত্রতত্র মাথা তুলেছে বহুতল ৷ বেশকিছু ক্ষেত্রে বহুতল নির্মাণ করার সময় সরকারি কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ ৷ বিশেষত, নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে ৷ আর তার জেরে শহরের নিকাশি ব্যবস্থার প্রবল ক্ষতি হচ্ছে ৷ সঙ্গে পরিবেশ দূষণও চিন্তার বিষয় হয়ে উঠেছে কলকাতা পুরনিগমের কাছে ৷ এবার সেই বিষয় বড় পদক্ষেপ নিচ্ছে পুরনিগমের বিল্ডিং বিভাগ ৷

এনিয়ে বিল্ডিং বিভাগের আধিকারিকদের বেশকিছু নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে ঝুঁকি কমাতে পরিত্যক্ত বাড়ি নিয়েও নির্দেশ দেন তিনি ৷ বহুতল তৈরির করতে পুরনিগমের একাধিক নির্দেশিকা রয়েছে ইতিমধ্য ৷ বিশেষত, বহুতল নির্মাণের ক্ষেত্রে ইট, বালি, স্টোনচিপ রাখা নিয়ে ৷ তবে, বাস্তবে দেখা যায় রাস্তা আটকে বা ফুটপাথ জুড়ে যথেচ্ছভাবে ফেলে রাখা হচ্ছে বালি ও স্টোনচিপ ৷ আর সেই বালি, স্টোনচিপ বৃষ্টি ও নানাভাবে গিয়ে পড়ছে নিকাশি নালায় ৷ ফলে বুজিয়ে দিচ্ছে নিকাশি পাইপ ৷

এর ফলে বৃষ্টি হলে এলাকা শুধু ভাসছে, তা নয় ৷ জল নামাতে হিমশিম খাচ্ছেন পুরনিগমের নিকাশি বিভাগের কর্মীরা ৷ ফলে বাড়ছে অতিরিক্ত খরচ ৷ সেই খরচ বহন করতে হচ্ছে পুরনিগমকে ৷ এবার নির্মাণকারী বা সংশ্লিষ্ট সংস্থার সেই বেপরোয়া মনোভাবে লাগাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ সেই নিয়ে আরও কঠোর হতে নির্দেশ দিয়ে, নির্মাণকারীদের সতর্ক করতে বললেন ফিরহাদ হাকিম ৷

মেয়র ফিরহাদ হাকিমের কথায়, "বিল্ডিং বিভাগের আধিকারিক ও কর্মীরা নির্মাণকারীদের আগাম সতর্ক করবেন ৷ তারপরও কেউ যদি নির্মাণ সামগ্রী রাস্তা এবং ফুটপাত আটকে ফেলে রাখে তাহলে সব মাল বাজেয়াপ্ত করা হবে ৷ পাশাপাশি, পরিবেশ দূষণ রুখতে অবশ্যই সবুজ ত্রিপল বা কাপড়ে ঢেকে নির্মাণ কাজ করতে হবে ৷ পরিবেশ দফতরের এ নিয়ে নির্দেশ আছে ৷ বর্ষা কমে শীত পড়লেই বাড়বে বাতাসে দূষণের মাত্রা ৷ আর এই দূষণের অন্যতম বড় কারণ হল, এই নির্মাণকাজ ৷ ফলে সতর্ক না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷"

উল্লেখ্য মেয়র জানিয়েছেন, যথেচ্ছভাবে নির্মাণ সামগ্রী রাখার ফলে, বহুক্ষেত্রে ছোট গাড়ি চাকা ফসকে দুর্ঘটনা ঘটে ৷ অনেক পথ চলতি মানুষ পড়ে গিয়ে আহত হন ৷ এই বিষয়গুলির পাশাপশি, পরিত্যক্ত বহু বাড়ি আছে যার আশপাশ দিয়ে লোকজন চলাফেরা করেন ৷ সেক্ষেত্রে পথচারী থেকে বাইক চালক সকলের জীবনের ঝুঁকি থাকে ৷ সেই ঝুঁকি কমাতে বিল্ডিং বিভাগ এবার পদক্ষেপ নেবে ৷

বলা হয়েছে, জাল দিয়ে সেই সকল পরিত্যক্ত বাড়ির আশপাশ ঘিরে ফেলা হবে ৷ যাতে কোনও সময় বাড়ির অংশ বা চাই ভেঙে পড়ে মানুষজন আহত না হন ৷ এই পদক্ষেপগুলি শহরের সর্বত্র গুরুত্বের সঙ্গে বিল্ডিং বিভাগকে পালন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ৷

Last Updated : Sep 1, 2024, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.