ETV Bharat / state

পানীয় জলের পাইপ লাইনে ত্রুটি, রাস্তায় নেমে খুঁজে বের করছে এআই - Artificial intelligence in Kolkata - ARTIFICIAL INTELLIGENCE IN KOLKATA

Kolkata Municipal Corporation Uses AI Technology: মহানগরে পানীয় জলের পাইপ লাইনে ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ৷ পাটুলি এলাকার বেশ কিছু জায়গায় পাইপ লাইনে ইতিমধ্যে এই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে ৷

AI Technology
এআই প্রযুক্তির হাত ধরল কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 9:28 PM IST

কলকাতা, 23 জুলাই: রাজ্যে এই প্রথম ৷ মহানগরে পানীয় জলের লাইনে ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ৷ বিশ্বজুড়ে ইতিমধ্যে নানা ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি । এবার সেই এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুরনিগম ।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, এই প্রযুক্তিতে রাজ্যে কোথাও কাজ হয়নি আগে । আমরা পরীক্ষামূলকভাবে এই কাজ করছি । এতে জলের পাইপ লাইনে সমস্যা হলে দ্রুত তার কারণ খুঁজে বের করা সম্ভব হবে এবং সমাধান করতে পারা যাবে চটজলদি ।"

AI Technology in Kolkata
কলকাতার রাস্তায় এআই প্রযুক্তির ব্যবহার (নিজস্ব ছবি)

পানীয় জলের পাইপ লাইনে কোথাও ফাটল ধরেছে, কোথাও পলি জমেছে, এমন নানা ত্রুটি-বিচ্যুতির কারণে মহানগরের পরিষেবা বিঘ্নিত হয় ৷ তার খোঁজ করতে এতদিন কালঘাম ছুটে যেত পুরনিগমের কর্মীদের ৷ এবার সমস্যার উৎস খুঁজতে আর জায়গার পর জায়গায় মাটি খুঁড়ে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে না । কারণ কোথায় সমস্যা, তা খুঁজে সেই নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেবে এই এআই প্রযুক্তি । ফলে সেটুকু জায়গায় কম সময়ের মধ্যে কাজ করে ত্রুটি সারিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করা যাবে ।

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে জলের মিটার । উত্তর কলকাতার বেলগাছিয়া-কাশীপুর থেকে দক্ষিণে পাটুলি-বৈষ্ণবঘাটায় । কোথায় কত জল খরচ হচ্ছে, কোথায় কত জল সরবরাহ হচ্ছে, সেই সব খুঁটিনাটি তথ্যের জন্য বাড়ি বাড়ি জলের লাইনে বসেছে মিটার । যেখানে প্রয়োজনের তুলনায় বেশি জল সেখানে চাপ নিয়ন্ত্রণ করা, যেখানে চাপ কম সেখানে বাড়ানোর কাজ হয় এই মিটার দেখে । তবে ওভার হেড জলাধারের কাছের এলাকায় বাড়ি বাড়ি কলগুলিতে সরু সুতোর মতো জল পড়ছে বলে অভিযোগ ওঠে ৷

AI Technology
পাইপ লাইনে ত্রুটি খুঁজে বের করতে এআই প্রযুক্তির ব্যবহার (নিজস্ব ছবি)

পাটুলি এলাকার এই ঘটনায় চিন্তায় পরে যায় কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ । কোথায় গলদ কিভাবে খোঁজ মিলবে ? সেই ভাবনা থেকেই নয়া প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় পানীয় জল সরবরাহ বিভাগের তরফে । যদিও এই প্রযুক্তি ব্যবহার করে গোটা কাজটি করছে কলকাতা এনভায়রমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট (কেইআইআইপি) ৷

AI Technology
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি (নিজস্ব ছবি)

পাটুলি এলাকার বেশ কিছু জায়গায় পাইপ লাইনে ঢোকানো হল ক্যামেরা লাগানো যন্ত্র ৷ 360 ডিগ্রি ঘুরে ভিতরের ছবি দেবে যন্ত্র ৷ সঙ্গে থাকছে লেজার প্রোফাইলিং । সেই যন্ত্র ভিতরের ছবি দেবে ৷ যন্ত্রের নিয়ন্ত্রণ রিমোর্ট দিয়েই হবে ৷ তবে ছবিগুলি এআই প্রযুক্তির মাধ্যমে জানা যাবে ভিতরে কোথায় কী কারণে জলের চাপ কম ৷ কোথায় পলি জমে, কোথায় পাইপে ফুটো, পলি থাকলে কতটা অংশে আছে, ফুটো ছোট নাকি বড়, সব তথ্য দেবে এই প্রযুক্তি ৷

কলকাতা, 23 জুলাই: রাজ্যে এই প্রথম ৷ মহানগরে পানীয় জলের লাইনে ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ৷ বিশ্বজুড়ে ইতিমধ্যে নানা ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি । এবার সেই এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুরনিগম ।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, এই প্রযুক্তিতে রাজ্যে কোথাও কাজ হয়নি আগে । আমরা পরীক্ষামূলকভাবে এই কাজ করছি । এতে জলের পাইপ লাইনে সমস্যা হলে দ্রুত তার কারণ খুঁজে বের করা সম্ভব হবে এবং সমাধান করতে পারা যাবে চটজলদি ।"

AI Technology in Kolkata
কলকাতার রাস্তায় এআই প্রযুক্তির ব্যবহার (নিজস্ব ছবি)

পানীয় জলের পাইপ লাইনে কোথাও ফাটল ধরেছে, কোথাও পলি জমেছে, এমন নানা ত্রুটি-বিচ্যুতির কারণে মহানগরের পরিষেবা বিঘ্নিত হয় ৷ তার খোঁজ করতে এতদিন কালঘাম ছুটে যেত পুরনিগমের কর্মীদের ৷ এবার সমস্যার উৎস খুঁজতে আর জায়গার পর জায়গায় মাটি খুঁড়ে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে না । কারণ কোথায় সমস্যা, তা খুঁজে সেই নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেবে এই এআই প্রযুক্তি । ফলে সেটুকু জায়গায় কম সময়ের মধ্যে কাজ করে ত্রুটি সারিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করা যাবে ।

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে জলের মিটার । উত্তর কলকাতার বেলগাছিয়া-কাশীপুর থেকে দক্ষিণে পাটুলি-বৈষ্ণবঘাটায় । কোথায় কত জল খরচ হচ্ছে, কোথায় কত জল সরবরাহ হচ্ছে, সেই সব খুঁটিনাটি তথ্যের জন্য বাড়ি বাড়ি জলের লাইনে বসেছে মিটার । যেখানে প্রয়োজনের তুলনায় বেশি জল সেখানে চাপ নিয়ন্ত্রণ করা, যেখানে চাপ কম সেখানে বাড়ানোর কাজ হয় এই মিটার দেখে । তবে ওভার হেড জলাধারের কাছের এলাকায় বাড়ি বাড়ি কলগুলিতে সরু সুতোর মতো জল পড়ছে বলে অভিযোগ ওঠে ৷

AI Technology
পাইপ লাইনে ত্রুটি খুঁজে বের করতে এআই প্রযুক্তির ব্যবহার (নিজস্ব ছবি)

পাটুলি এলাকার এই ঘটনায় চিন্তায় পরে যায় কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ । কোথায় গলদ কিভাবে খোঁজ মিলবে ? সেই ভাবনা থেকেই নয়া প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় পানীয় জল সরবরাহ বিভাগের তরফে । যদিও এই প্রযুক্তি ব্যবহার করে গোটা কাজটি করছে কলকাতা এনভায়রমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট (কেইআইআইপি) ৷

AI Technology
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি (নিজস্ব ছবি)

পাটুলি এলাকার বেশ কিছু জায়গায় পাইপ লাইনে ঢোকানো হল ক্যামেরা লাগানো যন্ত্র ৷ 360 ডিগ্রি ঘুরে ভিতরের ছবি দেবে যন্ত্র ৷ সঙ্গে থাকছে লেজার প্রোফাইলিং । সেই যন্ত্র ভিতরের ছবি দেবে ৷ যন্ত্রের নিয়ন্ত্রণ রিমোর্ট দিয়েই হবে ৷ তবে ছবিগুলি এআই প্রযুক্তির মাধ্যমে জানা যাবে ভিতরে কোথায় কী কারণে জলের চাপ কম ৷ কোথায় পলি জমে, কোথায় পাইপে ফুটো, পলি থাকলে কতটা অংশে আছে, ফুটো ছোট নাকি বড়, সব তথ্য দেবে এই প্রযুক্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.