ETV Bharat / state

100 দিনের কর্মীদের বায়োমেট্রিক হাজিরা ! নয়া নির্দেশিকা কলকাতা কর্পোরেশনের - Kolkata Municipal Corporation

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 6:47 PM IST

Updated : Aug 31, 2024, 7:19 PM IST

Biometric Attendance: নয়া নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম ৷ 100 দিনের প্রকল্পের কর্মীদেরও এবার থেকে বায়োমেট্রিক পদ্ধতি মেনেই হাজিরা দিতে হবে ৷

KMC
কর্পোরেশনের নয়া নির্দেশিকা (নিজস্ব চিত্র)

কলকাতা, 31 অগস্ট: 100 দিনের কাজে নিযুক্ত কর্মীদের এবার থেকে দিতে হবে বায়োমেট্রিক হাজিরা ৷ শনিবার এমনই নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন ৷ দীর্ঘদিন ধরে কর্পোরেশনে স্থায়ী কোনও নিয়োগ নেই ৷ বরং সেই কাজের জন্য 100 দিনের প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিদের নিয়োগ করা হয় ৷ এবার এই সমস্ত কর্মীদেরই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হল ৷

বর্তমানে কলকাতা কর্পোরেশনে কর্মরত 100 দিনের প্রকল্পে কর্মীর সংখ্যা কমপক্ষে 15 হাজার । তাঁদের মধ্যে অধিকাংশই জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন ৷ বাকিরা কাজ করেন ইঞ্জিনিয়ার, উদ্যান ও পিএমইউ বিভাগে ৷ এই সমস্ত কাজ নিয়ে একাধিকবার বিরোধীরা অভিযোগ করে। এই প্রকল্পের আওতায় মূলত স্থানীয় তৃণমূল কর্মীদের কাজ দেওয়া হয় বলে তাদের দাবি ৷ অনেকেই হাজিরা খাতায় নাম লিখে চলে যান ৷ অনেকে আবার কাজে যোগও দেন না ৷ এদের বেতন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানরা তালিকা আকারে সই করে পাঠিয়ে দেন ৷ মাস গেলে মজুরির টাকা পৌঁছে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ বিরোধীদের দাবি, এই কাজটিকে একাংশ বাড়ি বসে রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন ৷ এমনকী, সিভিক ভলান্টিয়ার নিয়েও একই অভিযোগ তোলে বিরোধীরা ৷ এবার এই ব্যবস্থাতেই বদল এল ।

মনে করা হচ্ছে, এবার সেই 'অরাজক পরিস্থিতি' বন্ধ করতেই কাজে সময় মতো হাজিরা বাধ্যতামূলক করতে চাইছে পুরনিগম ৷ তাই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুসারে, 100 দিনের কর্মীদের বেতনের তালিকায় কাউন্সিলর বা বোরো চেয়ারম্যানের বদলে পুর আধিকারিকদের সই ব্যবহার করা হবেও বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ । কর্পোরেশনের এই সিদ্ধান্ত ঘোষণার পর বিরোধীদের বক্তব্য, এখন পরিস্থিতি খারাপ বুঝে তড়িঘড়ি নিয়মে বদল আনা হচ্ছে ৷ যারা এতদিন বাড়ি বসে টাকা রোজগার করেছে তাদের নিয়মের আওতায় এনে কাজে ফেরাতে চাইছে সরকার ।

উল্লেখ্য, এই মূহুর্তে কলকাতা কর্পোরেশনে কাজ করেন প্রায় 15 হাজার অস্থায়ী কর্মী ৷ এদের মধ্যে অদক্ষ কর্মীদের মজুরি দিন প্রতি 202 টাকা । দক্ষ কর্মীদের সেই বেতন 404 টাকা ও সুপারভাইজারদের 303 টাকা । নিয়ম অনুসারে, 8 ঘণ্টা কাজ বাধ্যতামূলক । এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা অধিবেশনে এই প্রস্তাব পাস করেছি । সব তথ্য থাকবে । নিয়ম মাফিক কাজ আসবেন সকলকে । কর্মীদের উপর ডিজিটাল নজরদারি থাকবে ।"

কলকাতা, 31 অগস্ট: 100 দিনের কাজে নিযুক্ত কর্মীদের এবার থেকে দিতে হবে বায়োমেট্রিক হাজিরা ৷ শনিবার এমনই নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন ৷ দীর্ঘদিন ধরে কর্পোরেশনে স্থায়ী কোনও নিয়োগ নেই ৷ বরং সেই কাজের জন্য 100 দিনের প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিদের নিয়োগ করা হয় ৷ এবার এই সমস্ত কর্মীদেরই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হল ৷

বর্তমানে কলকাতা কর্পোরেশনে কর্মরত 100 দিনের প্রকল্পে কর্মীর সংখ্যা কমপক্ষে 15 হাজার । তাঁদের মধ্যে অধিকাংশই জঞ্জাল সাফাই বিভাগে কাজ করেন ৷ বাকিরা কাজ করেন ইঞ্জিনিয়ার, উদ্যান ও পিএমইউ বিভাগে ৷ এই সমস্ত কাজ নিয়ে একাধিকবার বিরোধীরা অভিযোগ করে। এই প্রকল্পের আওতায় মূলত স্থানীয় তৃণমূল কর্মীদের কাজ দেওয়া হয় বলে তাদের দাবি ৷ অনেকেই হাজিরা খাতায় নাম লিখে চলে যান ৷ অনেকে আবার কাজে যোগও দেন না ৷ এদের বেতন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানরা তালিকা আকারে সই করে পাঠিয়ে দেন ৷ মাস গেলে মজুরির টাকা পৌঁছে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ বিরোধীদের দাবি, এই কাজটিকে একাংশ বাড়ি বসে রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন ৷ এমনকী, সিভিক ভলান্টিয়ার নিয়েও একই অভিযোগ তোলে বিরোধীরা ৷ এবার এই ব্যবস্থাতেই বদল এল ।

মনে করা হচ্ছে, এবার সেই 'অরাজক পরিস্থিতি' বন্ধ করতেই কাজে সময় মতো হাজিরা বাধ্যতামূলক করতে চাইছে পুরনিগম ৷ তাই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুসারে, 100 দিনের কর্মীদের বেতনের তালিকায় কাউন্সিলর বা বোরো চেয়ারম্যানের বদলে পুর আধিকারিকদের সই ব্যবহার করা হবেও বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ । কর্পোরেশনের এই সিদ্ধান্ত ঘোষণার পর বিরোধীদের বক্তব্য, এখন পরিস্থিতি খারাপ বুঝে তড়িঘড়ি নিয়মে বদল আনা হচ্ছে ৷ যারা এতদিন বাড়ি বসে টাকা রোজগার করেছে তাদের নিয়মের আওতায় এনে কাজে ফেরাতে চাইছে সরকার ।

উল্লেখ্য, এই মূহুর্তে কলকাতা কর্পোরেশনে কাজ করেন প্রায় 15 হাজার অস্থায়ী কর্মী ৷ এদের মধ্যে অদক্ষ কর্মীদের মজুরি দিন প্রতি 202 টাকা । দক্ষ কর্মীদের সেই বেতন 404 টাকা ও সুপারভাইজারদের 303 টাকা । নিয়ম অনুসারে, 8 ঘণ্টা কাজ বাধ্যতামূলক । এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা অধিবেশনে এই প্রস্তাব পাস করেছি । সব তথ্য থাকবে । নিয়ম মাফিক কাজ আসবেন সকলকে । কর্মীদের উপর ডিজিটাল নজরদারি থাকবে ।"

Last Updated : Aug 31, 2024, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.