ETV Bharat / state

শহরের বেআইনি নির্মাণ থেকে ‘আইন’ মাফিক সম্পত্তি কর আদায় করে কলকাতা পৌরনিগম - Illegal Buildings in Kolkata - ILLEGAL BUILDINGS IN KOLKATA

Illegal Buildings in Kolkata: গত রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর থেকে কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে ব্যাপক হইচই হচ্ছে ৷ অথচ কলকাতা পৌরনিগমের কর বিভাগ ওই বহুতল থেকে কর আদায় করত ৷ শহরের আরও অনেক বেআইনি বাড়ি থেকে এভাবেই কর আদায় করা হয় বলে পৌরনিগম সূত্রে খবর ৷

KOLKATA MUNICIPAL CORPORATION
KOLKATA MUNICIPAL CORPORATION
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 3:53 PM IST

কলকাতা, 22 মার্চ: গার্ডেনরিচ বহুতল ভেঙে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন নির্মাণ বেআইনি ছিল । তবে সেই বেআইনি বাড়ি থেকেই দিব্য ‘আইনি’ পথেই কর আদায় করছে কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ ।

কলকাতা পুলিশের খাতায় গার্ডেনরিচ এলাকায় যে বাড়ি ভেঙে পড়েছে, সেই বাড়ির ঠিকানা জে 506 বি ও জে 506 সি, আজহার মোল্লা বাগান, কলকাতা 24 । ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের দাবি বিল্ডিং বিভাগ জানত না । অনুমতিও নেয়নি । তবে এই ঠিকানায় দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের সম্পত্তির কর মূল্যায়ন বিভাগ নিয়মই কর আদায় করতেন ।

সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের নিয়ম অনুসারে কোনও ফ্ল্যাট মূল্যায়ন করতে হলে রেজিস্ট্রেশন দেখে মিউটেশন করতে হয় । তারপর কর মূল্যায়ন বিভাগ একটি অ্যাসেমেন্ট নম্বর দেয় । সেই নম্বরের ভিত্তিতে কর জমা করেন করদাতা । কত কর হবে, ফ্ল্যাটের কত মাপ, সবটাই মূল্যায়ন করা হয় । জে 506 বি আজহার মোল্লা বাগান ঠিকানায় করদাতা মহম্মদ শামীম । তাঁর কর মূল্যায়ন নম্বর 511340300810 । আবার জে 506 সি ঠিকানায় কর দেন মহম্মদ শফিক । তাঁর কর মূল্যায়ন নম্বর হল 511340300870 ।

কলকাতা পৌরনিগমের সূত্র বলছে, এক অদ্ভুত নিয়মে চলছিল পুরো কলকাতা পৌরনিগম । বিল্ডিং বিভাগ দেখে আইনি-বেআইনি বিষয়টি । তারা কোনও বেআইনি নোটিশ দিলেও নিকাশি থেকে আলো, পানীয় জল সব সংযোগ পেয়ে যায় সেই বাড়ি । আর সেই পরিষেবা পায় বলে করের আওতায় আনা হয় তাদের । অর্থাৎ মেয়রের হাতে থাকা কর মূল্যায়ন বিভাগ আইনি বা বেআইনি দেখে না । তাদের লক্ষ্য কর আদায়ের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়ানো । তাই আইনি জটিলতায় না ঢুকে তারা বেআইনি বাড়ি থেকেও আইনি ভাবেই কর আদায় করে । গত তিন বছর যাবত এমন বহু বাড়ি কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগের সম্পত্তি মূল্যায়নের আওতায় এসেছে ।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পৌরনিগমের সম্পত্তি ও কর মূল্যায়নে বিভাগের প্রাক্তন এক আধিকারিক বলেন, ‘‘একটা সময় পর্যন্ত আমরা বেআইনি বাড়ি হলে ফ্ল্যাটের মিউটেশন বা অ্যাসেসমেন্ট করতাম না । বেআইনি দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের । তবে আমরা দেখেছি সেই বাড়ি বেআইনি হলেও সেখানে পানীয় জল থেকে নিকাশি সংযোগ হয়েছে । বিদ্যুৎ লাইন ঢুকেছে । ফলে কর না নিলে তার রাজস্ব ক্ষতি আমাদের । তাই আমরা গত বছর তিন যাবত এই ধরনের বাড়িগুলো অ্যাসেসমেন্ট করে কর আদায় করে থাকি ।’’

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, পুরো কলকাতার কর দাতাদের কমবেশি 15-20 শতাংশ এমন করদাতা । রাজাবাজার, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, বড়বাজার, এসব এলাকায় এই ধরনের বেআইনি বাড়ির আইনি করদাতা শতাংশের বিচারে অন্য এলাকার থেকে বেশ খানিকটা বেশি, প্রায় 25-35 শতাংশ ।

আরও পড়ুন:

  1. বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির
  2. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  3. শহরে বেআইনি নির্মাণ রুখতে বড় বদল পৌর আইনে, বাড়ি-ফ্ল্যাট কেনা আরও সহজ

কলকাতা, 22 মার্চ: গার্ডেনরিচ বহুতল ভেঙে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন নির্মাণ বেআইনি ছিল । তবে সেই বেআইনি বাড়ি থেকেই দিব্য ‘আইনি’ পথেই কর আদায় করছে কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ ।

কলকাতা পুলিশের খাতায় গার্ডেনরিচ এলাকায় যে বাড়ি ভেঙে পড়েছে, সেই বাড়ির ঠিকানা জে 506 বি ও জে 506 সি, আজহার মোল্লা বাগান, কলকাতা 24 । ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের দাবি বিল্ডিং বিভাগ জানত না । অনুমতিও নেয়নি । তবে এই ঠিকানায় দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের সম্পত্তির কর মূল্যায়ন বিভাগ নিয়মই কর আদায় করতেন ।

সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের নিয়ম অনুসারে কোনও ফ্ল্যাট মূল্যায়ন করতে হলে রেজিস্ট্রেশন দেখে মিউটেশন করতে হয় । তারপর কর মূল্যায়ন বিভাগ একটি অ্যাসেমেন্ট নম্বর দেয় । সেই নম্বরের ভিত্তিতে কর জমা করেন করদাতা । কত কর হবে, ফ্ল্যাটের কত মাপ, সবটাই মূল্যায়ন করা হয় । জে 506 বি আজহার মোল্লা বাগান ঠিকানায় করদাতা মহম্মদ শামীম । তাঁর কর মূল্যায়ন নম্বর 511340300810 । আবার জে 506 সি ঠিকানায় কর দেন মহম্মদ শফিক । তাঁর কর মূল্যায়ন নম্বর হল 511340300870 ।

কলকাতা পৌরনিগমের সূত্র বলছে, এক অদ্ভুত নিয়মে চলছিল পুরো কলকাতা পৌরনিগম । বিল্ডিং বিভাগ দেখে আইনি-বেআইনি বিষয়টি । তারা কোনও বেআইনি নোটিশ দিলেও নিকাশি থেকে আলো, পানীয় জল সব সংযোগ পেয়ে যায় সেই বাড়ি । আর সেই পরিষেবা পায় বলে করের আওতায় আনা হয় তাদের । অর্থাৎ মেয়রের হাতে থাকা কর মূল্যায়ন বিভাগ আইনি বা বেআইনি দেখে না । তাদের লক্ষ্য কর আদায়ের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়ানো । তাই আইনি জটিলতায় না ঢুকে তারা বেআইনি বাড়ি থেকেও আইনি ভাবেই কর আদায় করে । গত তিন বছর যাবত এমন বহু বাড়ি কলকাতা পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগের সম্পত্তি মূল্যায়নের আওতায় এসেছে ।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পৌরনিগমের সম্পত্তি ও কর মূল্যায়নে বিভাগের প্রাক্তন এক আধিকারিক বলেন, ‘‘একটা সময় পর্যন্ত আমরা বেআইনি বাড়ি হলে ফ্ল্যাটের মিউটেশন বা অ্যাসেসমেন্ট করতাম না । বেআইনি দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের । তবে আমরা দেখেছি সেই বাড়ি বেআইনি হলেও সেখানে পানীয় জল থেকে নিকাশি সংযোগ হয়েছে । বিদ্যুৎ লাইন ঢুকেছে । ফলে কর না নিলে তার রাজস্ব ক্ষতি আমাদের । তাই আমরা গত বছর তিন যাবত এই ধরনের বাড়িগুলো অ্যাসেসমেন্ট করে কর আদায় করে থাকি ।’’

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, পুরো কলকাতার কর দাতাদের কমবেশি 15-20 শতাংশ এমন করদাতা । রাজাবাজার, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, বড়বাজার, এসব এলাকায় এই ধরনের বেআইনি বাড়ির আইনি করদাতা শতাংশের বিচারে অন্য এলাকার থেকে বেশ খানিকটা বেশি, প্রায় 25-35 শতাংশ ।

আরও পড়ুন:

  1. বেআইনি নির্মাণ বন্ধের দায়িত্ব থাকা আধিকারিকরাই কি গার্ডেনরিচের ঘটনার তদন্তে রয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির
  2. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  3. শহরে বেআইনি নির্মাণ রুখতে বড় বদল পৌর আইনে, বাড়ি-ফ্ল্যাট কেনা আরও সহজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.