ETV Bharat / state

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ! চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে, ঘুরে দেখল ইটিভি ভারত - Cyclone Remal - CYCLONE REMAL

KMC Preparations for Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ৷ সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখল ইটিভি ভারত ৷ ঝড়ের সময় নাগরিকদের বাইরে না বোরনোর আর্জি জানিয়েছেন মেয়র পারিষদ সদস্য তারক সিং ৷

Cyclone Remal
কলকাতা পৌরনিগমে কন্ট্রোল রুম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 4:08 PM IST

Updated : May 26, 2024, 4:56 PM IST

কলকাতা, 26 মে: কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের । দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় ভবনের ডিজিটাল কন্ট্রোল রুমে এখন চূড়ান্ত ব্যস্ততা । রবিবার রাত 9টা থেকে সোমবার সকাল 10টা বাড়ির বাইরে নাগরিকদের না থাকার আবেদন জানালেন মেয়র পারিষদ সদস্য তারক সিং ৷ কন্ট্রোল রুম নম্বর হল 2286-1212, 1313, 1414 ৷

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আগেই বৈঠক করে নিকাশি, জঞ্জাল সাফাই থেকে সিভিল, বিল্ডিং একাধিক বিভাগের পৌরনিগমের কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । এ দিন সকাল থেকে পুরোদমে চালু হল ডিজিটাল কন্ট্রোল রুম । 24 ঘণ্টা ঝড়ের গতিপথের উপর নজর রাখা থেকে শহরের বিভিন্ন রাস্তায় সিসিটিভি নজরদারি চলছে সেখান থেকে । বিশেষ করে যে সমস্ত এলাকা বা রাস্তার ওয়াটার পকেট চিহ্নিত করার কাজ চলছে ৷ অর্থাৎ, অল্প বৃষ্টিতেই জল জমে ওই এলাকাগুলিতে । সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শহর কলকাতায় 50-60 কিলোমিটার বেগে বইবে হাওয়া ৷ ফলে গাছ পড়ার দিকেও বিশেষ নজর রাখছে উদ্যান বিভাগ ৷ একইভাবে বিল্ডিং বিভাগ বিভিন্ন বরোতে বিপজ্জনক বাড়ির খালি করে বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে । কন্ট্রোল রুমে যেখানে বাড়ি ভাঙা বা গাছ পড়া থেকে জল জমার খবর আসবে সেখানে মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পৌরনিগমের তরফে । এ দিন গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন তারক সিং । তিনি এ দিন কন্ট্রোল রুমের কর্মী-আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে চান এখন ঘূর্ণিঝড়ের অবস্থা কী ! কোন কোন এলাকা জলমগ্ন হতে পারে, সেই দিকে নজর দিতে নির্দেশ দেন তিনি ।

আরও পড়ুন: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে চোখ রাঙাচ্ছে 'রেমাল', ক্যানিং থেকে ব্যবধান 150 কিমি

তারক সিং বলেন, "বিপর্যয়ের মোকাবিলায় যে যে পদক্ষেপ নিতে হয়, সেগুলি নেব । তার আগে আমার আবেদন, নাগরিকরা যেন আজ রাত 9টার পর থেকে আগামিকাল সকাল 10টা পর্যন্ত বাড়ির বাইরে না বের হন । ঝড়ের আগে ও রেমালের ল্যান্ড ফলের পরে ভারী বৃষ্টি সম্বাবনা রয়েছে । আমাদের পাম্পিং স্টেশন সব চালু থাকবে । লক গেটগুলো আগাম আজ থেকেই কর্মীদের মোতায়েন করে দিচ্ছি, যাতে ঝড়ের মধ্যে লোক আসতে গিয়ে কারও মৃত্যু না হয় । কর্মীদের এই বিপর্যয়ে কোনও বিপদ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখছি । গাড়ি, ত্রিপল দিয়ে ঘিরে সেখানে কর্মীদের রাখা হচ্ছে । ঝড় পরবর্তী রাস্তায় সমস্ত ওয়াটার পকেটে কর্মীরা থাকবে । সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের ।" তিনি আজ সারারাত কন্ট্রোল রুমে থাকবেন বলেও জানান । এ দিন কন্ট্রোল রুম ঘুরে দেখার পর একের পর এক ড্রেনেজ, পাম্পিং স্টেশনে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তারক সিং ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, আজ দুপুর 1টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা ও রাত দেড়টা থেকে ভোর 6টা জোয়ার থাকার কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাবে ৷ তাই এই 10-12 ঘণ্টা সমস্ত লক গেট বন্ধ থাকবে । সেই জন্য এই সময় বা পরবর্তী সময় বৃষ্টি হলে সেই জল নামতে খানিক সময় লাগবে । কারণ, এই দুর্যোগে বেশি পরিমাণে বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস মিলেছে ।

আরও পড়ুন:প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী, ল্য়ান্ডফলের আগে সাগরের পরিস্থিতি ইটিভি ভারতের ক্যামেরায়

কলকাতা, 26 মে: কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের । দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় ভবনের ডিজিটাল কন্ট্রোল রুমে এখন চূড়ান্ত ব্যস্ততা । রবিবার রাত 9টা থেকে সোমবার সকাল 10টা বাড়ির বাইরে নাগরিকদের না থাকার আবেদন জানালেন মেয়র পারিষদ সদস্য তারক সিং ৷ কন্ট্রোল রুম নম্বর হল 2286-1212, 1313, 1414 ৷

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় চূড়ান্ত তৎপরতা পৌরনিগমে (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আগেই বৈঠক করে নিকাশি, জঞ্জাল সাফাই থেকে সিভিল, বিল্ডিং একাধিক বিভাগের পৌরনিগমের কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে । এ দিন সকাল থেকে পুরোদমে চালু হল ডিজিটাল কন্ট্রোল রুম । 24 ঘণ্টা ঝড়ের গতিপথের উপর নজর রাখা থেকে শহরের বিভিন্ন রাস্তায় সিসিটিভি নজরদারি চলছে সেখান থেকে । বিশেষ করে যে সমস্ত এলাকা বা রাস্তার ওয়াটার পকেট চিহ্নিত করার কাজ চলছে ৷ অর্থাৎ, অল্প বৃষ্টিতেই জল জমে ওই এলাকাগুলিতে । সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শহর কলকাতায় 50-60 কিলোমিটার বেগে বইবে হাওয়া ৷ ফলে গাছ পড়ার দিকেও বিশেষ নজর রাখছে উদ্যান বিভাগ ৷ একইভাবে বিল্ডিং বিভাগ বিভিন্ন বরোতে বিপজ্জনক বাড়ির খালি করে বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে । কন্ট্রোল রুমে যেখানে বাড়ি ভাঙা বা গাছ পড়া থেকে জল জমার খবর আসবে সেখানে মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পৌরনিগমের তরফে । এ দিন গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন তারক সিং । তিনি এ দিন কন্ট্রোল রুমের কর্মী-আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে চান এখন ঘূর্ণিঝড়ের অবস্থা কী ! কোন কোন এলাকা জলমগ্ন হতে পারে, সেই দিকে নজর দিতে নির্দেশ দেন তিনি ।

আরও পড়ুন: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে চোখ রাঙাচ্ছে 'রেমাল', ক্যানিং থেকে ব্যবধান 150 কিমি

তারক সিং বলেন, "বিপর্যয়ের মোকাবিলায় যে যে পদক্ষেপ নিতে হয়, সেগুলি নেব । তার আগে আমার আবেদন, নাগরিকরা যেন আজ রাত 9টার পর থেকে আগামিকাল সকাল 10টা পর্যন্ত বাড়ির বাইরে না বের হন । ঝড়ের আগে ও রেমালের ল্যান্ড ফলের পরে ভারী বৃষ্টি সম্বাবনা রয়েছে । আমাদের পাম্পিং স্টেশন সব চালু থাকবে । লক গেটগুলো আগাম আজ থেকেই কর্মীদের মোতায়েন করে দিচ্ছি, যাতে ঝড়ের মধ্যে লোক আসতে গিয়ে কারও মৃত্যু না হয় । কর্মীদের এই বিপর্যয়ে কোনও বিপদ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখছি । গাড়ি, ত্রিপল দিয়ে ঘিরে সেখানে কর্মীদের রাখা হচ্ছে । ঝড় পরবর্তী রাস্তায় সমস্ত ওয়াটার পকেটে কর্মীরা থাকবে । সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের ।" তিনি আজ সারারাত কন্ট্রোল রুমে থাকবেন বলেও জানান । এ দিন কন্ট্রোল রুম ঘুরে দেখার পর একের পর এক ড্রেনেজ, পাম্পিং স্টেশনে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তারক সিং ।

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, আজ দুপুর 1টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা ও রাত দেড়টা থেকে ভোর 6টা জোয়ার থাকার কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাবে ৷ তাই এই 10-12 ঘণ্টা সমস্ত লক গেট বন্ধ থাকবে । সেই জন্য এই সময় বা পরবর্তী সময় বৃষ্টি হলে সেই জল নামতে খানিক সময় লাগবে । কারণ, এই দুর্যোগে বেশি পরিমাণে বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস মিলেছে ।

আরও পড়ুন:প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী, ল্য়ান্ডফলের আগে সাগরের পরিস্থিতি ইটিভি ভারতের ক্যামেরায়

Last Updated : May 26, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.