ETV Bharat / state

সহকর্মীকে হেনস্তা, কর্পোরেশনের কাছে তিন দফা দাবি পুর চিকিৎসকদের

চিকিৎসক সহকর্মীকে থানায় আটকে হেনস্তার অভিযোগ ৷ কর্পোরেশনের কাছে সময়সীমা বেঁধে তিন দফা দাবির কথা জানালেন পুর চিকিৎসকরা ৷

Kolkata Municipal Corporation
কলকাতা কর্পোরেশনে বৈঠকে পৌর চিকিৎসকরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 5:55 PM IST

কলকাতা, 16 অক্টোবর: পুজো কার্নিভালে মেডিক্যাল ক্যাম্প ডিউটি করতে গিয়ে আটক হন কলকাতা কর্পোরেশনের চিকিৎসক তপোব্রত রায় ৷ এবার সেই ঘটনায় পুর কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে পালটা চাপ তৈরি করল কলকাতা পুরনিগমের চিকিৎসকরা ৷ বুধবার একাধিক দাবিতে সরব হলেন কেএমসি-র চিকিৎসকরা ৷ তাঁদের দাবি, কলকাতা কর্পোরেশনের অফিসিয়াল পেজে এই ঘটনা তুলে ধরতে হবে ৷

এই দাবিগুলো কার্যকর করার জন্য 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন পুর চিকিৎসকরা । তার মধ্যে কাজ না-হলে আলোচনা করে আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে পুর চিকিৎসকদের আইনি সাহায্য দেবে কর্পোরেশন । পাশাপাশি পুলিশকে দুঃখপ্রকাশ করার জন্য বলবে কর্পোরেশন, এমনই দাবি পুর চিকিৎসকদের ৷

বৈঠক শেষে নিজেদের দাবি জানাচ্ছেন চিকিৎসকরা (ইটিভি ভারত)

মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল ধর্মতলা চত্বর ৷ রাজ্যের উৎসব কার্নিভাল বনাম দ্রোহের কার্নিভাল । সেখানে উৎসবের কার্নিভালে আঁটোসাঁটো নিরাপত্তার সঙ্গেই দ্রোহের কার্নিভাল আটকানোর লাগাতার প্রচেষ্টা ছিল পুলিশ প্রশাসনের । শেষমেষ আদালতের নির্দেশে দ্রোহের কার্নিভাল বন্ধ করতে না পারলেও উৎসবের কার্নিভালে প্রতিবাদের আঁচ ঠেকাতে পারেনি ।

কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে থাকা পুর চিকিৎসক তপোব্রত রায় কালো গেঞ্জি পড়ে গিয়েছিলেন ৷ যাতে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই । বুকের ব্যাজে ছিল প্রতীকী অনশনকারী লেখা । সেই অপরাধে তাঁকে পুলিশ আটক করে দীর্ঘ সময় ময়দানে থানায় আটকে রাখে বলে অভিযোগ । এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় পুর চিকিৎসক মহলে ৷ তাঁরা সকলে ময়দান থানার সামনে বিক্ষোভ দেখালে শেষে পুলিশ তপোব্রত রায়কে ছেড়ে দেয় ।

রাজ্যের কার্নিভালে বুকে প্রতিবাদী ব্যাজ, টি-শার্টে শিরদাঁড়া ! পুলিশের হাতে আটক চিকিৎসক

তবে পুর চিকিৎসকদের দাবি, ভারতীয় ন্যায় সংহিতা 151 ধারায় তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । এটি জামিনযোগ্য ধারা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পুর চিকিৎসকরা একত্রিত হয় দেখা করেন পুর কর্তৃপক্ষের সঙ্গে । সেখানে চিকিৎসক তপোব্রত রায় এলে সকলে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান । দীর্ঘ সময় ধরে চলে বৈঠক ।

সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নিন্দা জানিয়ে এই গোটা ঘটনা কলকাতা কর্পোরেশনের ফেসবুক পেজে তুলে ধরতে হবে ৷ কলকাতা কর্পোরেশন পুলিশকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করতে বলবে । চিকিৎসককে সব ধরনের আইনি সহায়তা করবে কলকাতা কর্পোরেশন । 48 ঘণ্টার মধ্যে এই তিন দাবি মানতে হবে বলে কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছেন পুর চিকিৎসকরা ।

অনশন আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়ে জরুরি পরিষেবা পুর চিকিৎসকদের

কলকাতা, 16 অক্টোবর: পুজো কার্নিভালে মেডিক্যাল ক্যাম্প ডিউটি করতে গিয়ে আটক হন কলকাতা কর্পোরেশনের চিকিৎসক তপোব্রত রায় ৷ এবার সেই ঘটনায় পুর কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে পালটা চাপ তৈরি করল কলকাতা পুরনিগমের চিকিৎসকরা ৷ বুধবার একাধিক দাবিতে সরব হলেন কেএমসি-র চিকিৎসকরা ৷ তাঁদের দাবি, কলকাতা কর্পোরেশনের অফিসিয়াল পেজে এই ঘটনা তুলে ধরতে হবে ৷

এই দাবিগুলো কার্যকর করার জন্য 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন পুর চিকিৎসকরা । তার মধ্যে কাজ না-হলে আলোচনা করে আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে পুর চিকিৎসকদের আইনি সাহায্য দেবে কর্পোরেশন । পাশাপাশি পুলিশকে দুঃখপ্রকাশ করার জন্য বলবে কর্পোরেশন, এমনই দাবি পুর চিকিৎসকদের ৷

বৈঠক শেষে নিজেদের দাবি জানাচ্ছেন চিকিৎসকরা (ইটিভি ভারত)

মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল ধর্মতলা চত্বর ৷ রাজ্যের উৎসব কার্নিভাল বনাম দ্রোহের কার্নিভাল । সেখানে উৎসবের কার্নিভালে আঁটোসাঁটো নিরাপত্তার সঙ্গেই দ্রোহের কার্নিভাল আটকানোর লাগাতার প্রচেষ্টা ছিল পুলিশ প্রশাসনের । শেষমেষ আদালতের নির্দেশে দ্রোহের কার্নিভাল বন্ধ করতে না পারলেও উৎসবের কার্নিভালে প্রতিবাদের আঁচ ঠেকাতে পারেনি ।

কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে থাকা পুর চিকিৎসক তপোব্রত রায় কালো গেঞ্জি পড়ে গিয়েছিলেন ৷ যাতে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই । বুকের ব্যাজে ছিল প্রতীকী অনশনকারী লেখা । সেই অপরাধে তাঁকে পুলিশ আটক করে দীর্ঘ সময় ময়দানে থানায় আটকে রাখে বলে অভিযোগ । এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় পুর চিকিৎসক মহলে ৷ তাঁরা সকলে ময়দান থানার সামনে বিক্ষোভ দেখালে শেষে পুলিশ তপোব্রত রায়কে ছেড়ে দেয় ।

রাজ্যের কার্নিভালে বুকে প্রতিবাদী ব্যাজ, টি-শার্টে শিরদাঁড়া ! পুলিশের হাতে আটক চিকিৎসক

তবে পুর চিকিৎসকদের দাবি, ভারতীয় ন্যায় সংহিতা 151 ধারায় তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । এটি জামিনযোগ্য ধারা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পুর চিকিৎসকরা একত্রিত হয় দেখা করেন পুর কর্তৃপক্ষের সঙ্গে । সেখানে চিকিৎসক তপোব্রত রায় এলে সকলে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান । দীর্ঘ সময় ধরে চলে বৈঠক ।

সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নিন্দা জানিয়ে এই গোটা ঘটনা কলকাতা কর্পোরেশনের ফেসবুক পেজে তুলে ধরতে হবে ৷ কলকাতা কর্পোরেশন পুলিশকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করতে বলবে । চিকিৎসককে সব ধরনের আইনি সহায়তা করবে কলকাতা কর্পোরেশন । 48 ঘণ্টার মধ্যে এই তিন দাবি মানতে হবে বলে কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছেন পুর চিকিৎসকরা ।

অনশন আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়ে জরুরি পরিষেবা পুর চিকিৎসকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.