ETV Bharat / state

শহরে বেআইনি নির্মাণ রুখতে বড় বদল পৌর আইনে, বাড়ি-ফ্ল্যাট কেনা আরও সহজ - বেআইনি নির্মাণ

Illegal construction: কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বেআইনি নির্মাণ বেড়েই চলেছে ৷ সাময়িক নির্মাণ বন্ধ থাকলেও পরে ফের তা চালু হচ্ছে ৷ তাই কলকাতা কর্পোরেশনের বিল্ডিং আইনে রদবদল আনা হবে ৷ চলতি বিধানসভার অধিবেশনেই সেই বিল পাশের সম্ভবনা রয়েছে ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:37 AM IST

কলকাতা, 4 জানুয়ারি: বেলাগাম বেআইনি নির্মাণ কলকাতায় ৷ সম্প্রতি 'টক টু মেয়র' অনুষ্ঠানে অভিযোগ আসে, বেআইনি নির্মাণ নিয়ে পৌরসভাকে অভিযোগ জানানোয় অভিযোগকারী মহিলাকে মারধর করা হয়েছে ৷ স্থানীয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন অভিযোগকারী ৷ এবার সেই বেআইনি নির্মাণে লাগাম দিতে কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনের একাধিক রদবদল হতে চলেছে ৷ রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে বিলটি পাশ হতে পারে বলেই খবর ৷ বেআইনি নির্মাণ নোটিশ দেওয়ার পরেও নজরদারির অভাবে নির্মাণ হয়ে যাচ্ছে ৷ সেই কাজ বন্ধ করতে এবং নজরদারি চালাতে একাধিক সংশোধন করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷

সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হয় ৷ কমিটিতে ছিলেন পৌর কমিশনার, ডিজি বিল্ডিং, নির্মাণ বিশেষজ্ঞ ৷ মেয়র পরিষদের বৈঠকে অনুমোদনের পর গত পৌর মাসিক অধিবেশনে সেই আইন বদলের খসড়া পাশ হয় ৷ সেই আইনে একাধিক নিয়ম সংযোজন, বিয়োজন করার প্রস্তাব আছে ৷ সেই খসড়া পাঠানো হয়েছিল রাজ্যের কাছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিধানসভায় চলতি অধিবেশনে সেই বিল পাশ হওয়ার সম্ভবনা আছে ৷ বাম বোর্ডের মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকাকালীন 2009 সালে এমনই ব্যাপক পরিবর্তন হয়েছিল কলকাতার বিল্ডিং আইনে ৷ এর প্রায় 15 বছর পর বর্তমান তৃণমূল বোর্ডের মেয়র ফিরহাদ হাকিমের সময়ে আবার পরিবর্তন হতে চলেছে ।

শুধুমাত্র বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ জারি করেই ছেড়ে দেওয়া হবে না ৷ তার পরেও নজরদারি কঠোর করার পদক্ষেপ করা হবে ৷ তাই বেআইনি নির্মাণের বিষয়টি সম্পূর্ণ পুলিশের উপর ছেড়ে দেওয়া হচ্ছে না ৷ তৈরি হবে হোয়াটস্যাপ গ্রুপ ৷ যে সব নির্মাণে কাজ বন্ধের নোটিশ দেওয়া হবে, সেখানে প্রতিদিন যাবেন পৌর ইঞ্জিনিয়ার ৷ ছবি ও ভিডিয়ো তুলে পাঠাবেন সেই গ্রুপে ৷ সেই গ্রুপে কর্মী থেকে উচ্চআধিকারিক- সব স্তরের কর্মীরাই থাকবেন ৷ থাকার সম্ভাবনা আছে পৌর কমিশনার বা মেয়র পরিষদেরও ৷

এই আইনে আম নাগরিকের বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার প্রক্রিয়াও অনেকটা সহজ হয়ে উঠবে ৷ কমবে আইনি জটিলতা ৷ গত বেশ কয়েক মাসে বেআইনি নির্মাণ প্রসঙ্গে জিরো টলারেন্স নীতি নিয়েছে কলকাতা কর্পোরেশন ৷ বহু বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে ৷ কর্পোরেশন আইন মেনে নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও পরে স্থানীয় থানার সঙ্গে অসাধু নির্মাণকারী বোঝাপড়া করে ফেলছিল ৷ এক আধিকারিক জানান, বিলটি আইন হয়ে এলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে ৷ এতে বেআইনি নির্মাণ ঠেকাতে অনেক কড়া পদক্ষেপ এবং নজরদারির সুবিধে হবে ৷ এছাড়াও একাধিক সুযোগ-সুবিধা পাবেন নির্মাণকারী থেকে ক্রেতারা ৷

আরও পড়ুন:

  1. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
  2. একা কী করে লড়ব ! হাতেনাতে রাবিশ বোঝাই গাড়ি ধরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ 'মেয়র' ফিরহাদের
  3. গ্যারাজের জায়গায় দোকান-কারখানা গজিয়ে তোলা ক্রেতা সুরক্ষা লঙ্ঘনের সমান, পদক্ষেপের আশ্বাস মেয়রের

কলকাতা, 4 জানুয়ারি: বেলাগাম বেআইনি নির্মাণ কলকাতায় ৷ সম্প্রতি 'টক টু মেয়র' অনুষ্ঠানে অভিযোগ আসে, বেআইনি নির্মাণ নিয়ে পৌরসভাকে অভিযোগ জানানোয় অভিযোগকারী মহিলাকে মারধর করা হয়েছে ৷ স্থানীয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন অভিযোগকারী ৷ এবার সেই বেআইনি নির্মাণে লাগাম দিতে কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনের একাধিক রদবদল হতে চলেছে ৷ রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে বিলটি পাশ হতে পারে বলেই খবর ৷ বেআইনি নির্মাণ নোটিশ দেওয়ার পরেও নজরদারির অভাবে নির্মাণ হয়ে যাচ্ছে ৷ সেই কাজ বন্ধ করতে এবং নজরদারি চালাতে একাধিক সংশোধন করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷

সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হয় ৷ কমিটিতে ছিলেন পৌর কমিশনার, ডিজি বিল্ডিং, নির্মাণ বিশেষজ্ঞ ৷ মেয়র পরিষদের বৈঠকে অনুমোদনের পর গত পৌর মাসিক অধিবেশনে সেই আইন বদলের খসড়া পাশ হয় ৷ সেই আইনে একাধিক নিয়ম সংযোজন, বিয়োজন করার প্রস্তাব আছে ৷ সেই খসড়া পাঠানো হয়েছিল রাজ্যের কাছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিধানসভায় চলতি অধিবেশনে সেই বিল পাশ হওয়ার সম্ভবনা আছে ৷ বাম বোর্ডের মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকাকালীন 2009 সালে এমনই ব্যাপক পরিবর্তন হয়েছিল কলকাতার বিল্ডিং আইনে ৷ এর প্রায় 15 বছর পর বর্তমান তৃণমূল বোর্ডের মেয়র ফিরহাদ হাকিমের সময়ে আবার পরিবর্তন হতে চলেছে ।

শুধুমাত্র বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ জারি করেই ছেড়ে দেওয়া হবে না ৷ তার পরেও নজরদারি কঠোর করার পদক্ষেপ করা হবে ৷ তাই বেআইনি নির্মাণের বিষয়টি সম্পূর্ণ পুলিশের উপর ছেড়ে দেওয়া হচ্ছে না ৷ তৈরি হবে হোয়াটস্যাপ গ্রুপ ৷ যে সব নির্মাণে কাজ বন্ধের নোটিশ দেওয়া হবে, সেখানে প্রতিদিন যাবেন পৌর ইঞ্জিনিয়ার ৷ ছবি ও ভিডিয়ো তুলে পাঠাবেন সেই গ্রুপে ৷ সেই গ্রুপে কর্মী থেকে উচ্চআধিকারিক- সব স্তরের কর্মীরাই থাকবেন ৷ থাকার সম্ভাবনা আছে পৌর কমিশনার বা মেয়র পরিষদেরও ৷

এই আইনে আম নাগরিকের বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার প্রক্রিয়াও অনেকটা সহজ হয়ে উঠবে ৷ কমবে আইনি জটিলতা ৷ গত বেশ কয়েক মাসে বেআইনি নির্মাণ প্রসঙ্গে জিরো টলারেন্স নীতি নিয়েছে কলকাতা কর্পোরেশন ৷ বহু বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে ৷ কর্পোরেশন আইন মেনে নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও পরে স্থানীয় থানার সঙ্গে অসাধু নির্মাণকারী বোঝাপড়া করে ফেলছিল ৷ এক আধিকারিক জানান, বিলটি আইন হয়ে এলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে ৷ এতে বেআইনি নির্মাণ ঠেকাতে অনেক কড়া পদক্ষেপ এবং নজরদারির সুবিধে হবে ৷ এছাড়াও একাধিক সুযোগ-সুবিধা পাবেন নির্মাণকারী থেকে ক্রেতারা ৷

আরও পড়ুন:

  1. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
  2. একা কী করে লড়ব ! হাতেনাতে রাবিশ বোঝাই গাড়ি ধরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ 'মেয়র' ফিরহাদের
  3. গ্যারাজের জায়গায় দোকান-কারখানা গজিয়ে তোলা ক্রেতা সুরক্ষা লঙ্ঘনের সমান, পদক্ষেপের আশ্বাস মেয়রের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.