ETV Bharat / state

ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন - Lok Sabha Election 2024

Khagen Murmu allegation against Prasun Banerjee: ভোটে জিততে উত্তর মালদার এসপি ও আইসিদের নিয়ে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানালেন খগেন মুর্মু ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 7:10 PM IST

প্রসূনের বিরুদ্ধে কমিশনে খগেন

মালদা, 27 মার্চ: নির্বাচনে জিততে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে হোটেলে বৈঠক করেছেন তৃণমূল প্রার্থী ৷ শাসকদলের দলদাস হয়ে কাজ করছে পুলিশ ও প্রশাসন ৷ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে জেলা বিজেপি ৷ বুধবার এই মন্তব্য করে লোকসভা ভোটের ময়দানে উত্তাপ বাড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ যদিও তাঁর মন্তব্যকে গুরুত্ব না-দিয়ে তাঁকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন খগেন মুর্মু অভিযোগ করেন, “প্রতিটি ভোটেই তৃণমূলকে ভোট লুট করতে সাহায্য করে প্রশাসন ও পুলিশ ৷ উত্তর মালদা কেন্দ্রে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি আগে এই জেলার পুলিশ সুপার ছিলেন ৷ মালদার ডিআইজিও ছিলেন ৷ নিজের পুরনো চেয়ারকে এখন তিনি ভোটের কাজে ব্যবহার করছেন ৷ তিনি জেলার পুলিশ সুপার ও থানার আইসিদের নিয়ে বেসরকারি হোটেলে বৈঠক করছেন ৷ বেশ কয়েকজন বিডিও, জেলাশাসক-সহ একাধিক পুলিশ অফিসার তৃণমূলের দলদাস হয়ে এখানে কাজ করছেন ৷ এঁরা থাকলে উত্তর মালদায় কিছুতেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ৷ এ সব পুলিশ ও প্রশাসনিক কর্তাদের দ্রুত সরিয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই তথ্য প্রমাণ-সহ নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছি ৷ সেই তালিকায় অন্তত 10 জনের নাম রয়েছে ৷ কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে ৷ আমরা চাই, মানুষ নিশ্চিন্তে নিজেদের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করুক ৷ আমরা শুধু স্বচ্ছ নির্বাচন চাই ৷”

প্রতিদ্বন্দ্বী খগেনের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও মানুষ হারার ভয় পেলে ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন ৷ আমি যখন কোথাও যাই, আমার সঙ্গে সংবাদমাধ্যমের একটা বড় অংশ থাকে ৷ ফলে এসব ভিত্তিহীন অভিযোগ তখনই কারও মুখ থেকে বেরোয়, যখন তিনি ভয় পান ৷ আসলে তিনি হতাশ হয়ে পড়েছেন ৷ মানুষ বলছে, সাংসদ কোনও কাজ করেননি ৷ এই আওয়াজ হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত পাওয়া যাচ্ছে ৷ বিদায়ী সাংসদ নিজেও বুঝতে পেরেছেন, কোনও কাজ হয়নি ৷ তিনি আরও জানেন, তাঁর পরাজয় নিশ্চিত ৷ এই কেন্দ্রে এ বার তৃণমূল জিতবে ৷ এ সবই তাঁর মধ্যে হতাশা তৈরি করেছে ৷ আমি তাঁকে বলব, আপনি বিশ্রাম নিন ৷ এই হতাশা থেকে যেন আপনার আরও বড় কোনও সমস্যা না তৈরি হয় ৷ এসব ভিত্তিহীন অভিযোগের উত্তর দেওয়ার কোনও মানে হয় না ৷”

আরও পড়ুন:

  1. 'বাড়ির পাইথনদের সঙ্গে এখনও আলাপ হয়নি', ইটিভির সঙ্গে আড্ডায় মিথিলা
  2. ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং
  3. ছবির সেটে প্রেম গড়াল বিয়েতে, গোপনে চার হাত এক হল অদিতি-সিদ্ধার্থের

প্রসূনের বিরুদ্ধে কমিশনে খগেন

মালদা, 27 মার্চ: নির্বাচনে জিততে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে হোটেলে বৈঠক করেছেন তৃণমূল প্রার্থী ৷ শাসকদলের দলদাস হয়ে কাজ করছে পুলিশ ও প্রশাসন ৷ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে জেলা বিজেপি ৷ বুধবার এই মন্তব্য করে লোকসভা ভোটের ময়দানে উত্তাপ বাড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ যদিও তাঁর মন্তব্যকে গুরুত্ব না-দিয়ে তাঁকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন খগেন মুর্মু অভিযোগ করেন, “প্রতিটি ভোটেই তৃণমূলকে ভোট লুট করতে সাহায্য করে প্রশাসন ও পুলিশ ৷ উত্তর মালদা কেন্দ্রে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি আগে এই জেলার পুলিশ সুপার ছিলেন ৷ মালদার ডিআইজিও ছিলেন ৷ নিজের পুরনো চেয়ারকে এখন তিনি ভোটের কাজে ব্যবহার করছেন ৷ তিনি জেলার পুলিশ সুপার ও থানার আইসিদের নিয়ে বেসরকারি হোটেলে বৈঠক করছেন ৷ বেশ কয়েকজন বিডিও, জেলাশাসক-সহ একাধিক পুলিশ অফিসার তৃণমূলের দলদাস হয়ে এখানে কাজ করছেন ৷ এঁরা থাকলে উত্তর মালদায় কিছুতেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ৷ এ সব পুলিশ ও প্রশাসনিক কর্তাদের দ্রুত সরিয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই তথ্য প্রমাণ-সহ নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছি ৷ সেই তালিকায় অন্তত 10 জনের নাম রয়েছে ৷ কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে ৷ আমরা চাই, মানুষ নিশ্চিন্তে নিজেদের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করুক ৷ আমরা শুধু স্বচ্ছ নির্বাচন চাই ৷”

প্রতিদ্বন্দ্বী খগেনের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও মানুষ হারার ভয় পেলে ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন ৷ আমি যখন কোথাও যাই, আমার সঙ্গে সংবাদমাধ্যমের একটা বড় অংশ থাকে ৷ ফলে এসব ভিত্তিহীন অভিযোগ তখনই কারও মুখ থেকে বেরোয়, যখন তিনি ভয় পান ৷ আসলে তিনি হতাশ হয়ে পড়েছেন ৷ মানুষ বলছে, সাংসদ কোনও কাজ করেননি ৷ এই আওয়াজ হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত পাওয়া যাচ্ছে ৷ বিদায়ী সাংসদ নিজেও বুঝতে পেরেছেন, কোনও কাজ হয়নি ৷ তিনি আরও জানেন, তাঁর পরাজয় নিশ্চিত ৷ এই কেন্দ্রে এ বার তৃণমূল জিতবে ৷ এ সবই তাঁর মধ্যে হতাশা তৈরি করেছে ৷ আমি তাঁকে বলব, আপনি বিশ্রাম নিন ৷ এই হতাশা থেকে যেন আপনার আরও বড় কোনও সমস্যা না তৈরি হয় ৷ এসব ভিত্তিহীন অভিযোগের উত্তর দেওয়ার কোনও মানে হয় না ৷”

আরও পড়ুন:

  1. 'বাড়ির পাইথনদের সঙ্গে এখনও আলাপ হয়নি', ইটিভির সঙ্গে আড্ডায় মিথিলা
  2. ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং
  3. ছবির সেটে প্রেম গড়াল বিয়েতে, গোপনে চার হাত এক হল অদিতি-সিদ্ধার্থের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.