ETV Bharat / state

জলমগ্ন অন্ডাল বিমানবন্দর, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে বাতিল বিমান পরিষেবা - Andal Airport Flooded

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 8:23 PM IST

Andal Airport Flooded in Heavy Rainfall: বৃহস্পতিবার থেকে একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ জলমগ্ন অন্ডালের কাজী কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ৷ এর জেরে বাতিল হল তিনটি বিমান ৷

Airport Flooded
জলে ডুবে গিয়েছে বিমানবন্দর (ইটিভি ভারত)

দুর্গাপুর, 2 অগস্ট: চারদিকে শুধুই জল ৷ দেখলে বোঝার উপায় নেই যে জলে ডুবে গিয়েছে একটি বিমানবন্দর ৷ গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার বিকেল থেকে একটানা বৃষ্টি হচ্ছে ৷ এর ফলে জলমগ্ন হয়ে গিয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ৷

Kazi Nazrul Islam Airport (ইটিভি ভারত)

এই বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও চারিদিকে জলপ্লাবিত হওয়ার ছবি ধরা পড়েছে । খনি অঞ্চল থেকে শিল্পাঞ্চল সর্বত্র জলপ্লাবিত ৷ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের জলমগ্ন হয়ে পড়ায় বাতিল হল বিমান চলাচল ৷ দেশের একমাত্র বে-সরকারি বিমাননগরী কর্তৃপক্ষ জানিয়েছে, জলের কারণে তিনটি বিমান ওড়ানো সম্ভব হয়নি । লাউঞ্জ থেকে টিকিট ঘর, লাগেজ বেল্ট থেকে ভিআইপি রুম, সবকিছুই জলে ডুবে গিয়েছে ৷

বিমানবন্দরের ভিতরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জল বাড়তে থাকে ৷ তবে এই বৃষ্টিতে বিমানবন্দরের ভিতরে এরকম জলমগ্ন হয়ে পড়ায় এখানকার নিকাশি ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ চারিদিকে থৈ থৈ করছে জলে ৷ দেখে বোঝার উপায় নেই এটাই বিমানবন্দর ৷ জলে ডুবে গিয়েছে অন্ডাল বিমানবন্দরের রানওয়ে ৷ এদিন, বাতিল হয়েছে বিমান পরিষেবাও ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির তিনটি বিমান চলাচল বাতিল হয়েছে, জানান বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল ৷

অন্যদিকে অন্ডালের উখরাতে সুখোপুকুর বলে একটি বড় জলাশয়ের পাড় ভেঙে যায় প্রবল বৃষ্টির কারণে ৷ আর এই পুকুরের পাড় ভেঙে যাওয়ার কারণে এই পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ বেরিয়ে যায় বলেও জানিয়েছেন মাছ ব্যবসায়ী ৷ এই পুকুরের পাড় ভেঙে যাওয়ার পরে এলাকার বাসিন্দারা নেমে পড়েন রাস্তায় মাছ ধরতে ৷ বড় বড় কাতলা, রুই মাছ ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা এমন ছবিও ধরা পড়ে ৷

দুর্গাপুর, 2 অগস্ট: চারদিকে শুধুই জল ৷ দেখলে বোঝার উপায় নেই যে জলে ডুবে গিয়েছে একটি বিমানবন্দর ৷ গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার বিকেল থেকে একটানা বৃষ্টি হচ্ছে ৷ এর ফলে জলমগ্ন হয়ে গিয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ৷

Kazi Nazrul Islam Airport (ইটিভি ভারত)

এই বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও চারিদিকে জলপ্লাবিত হওয়ার ছবি ধরা পড়েছে । খনি অঞ্চল থেকে শিল্পাঞ্চল সর্বত্র জলপ্লাবিত ৷ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের জলমগ্ন হয়ে পড়ায় বাতিল হল বিমান চলাচল ৷ দেশের একমাত্র বে-সরকারি বিমাননগরী কর্তৃপক্ষ জানিয়েছে, জলের কারণে তিনটি বিমান ওড়ানো সম্ভব হয়নি । লাউঞ্জ থেকে টিকিট ঘর, লাগেজ বেল্ট থেকে ভিআইপি রুম, সবকিছুই জলে ডুবে গিয়েছে ৷

বিমানবন্দরের ভিতরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জল বাড়তে থাকে ৷ তবে এই বৃষ্টিতে বিমানবন্দরের ভিতরে এরকম জলমগ্ন হয়ে পড়ায় এখানকার নিকাশি ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ চারিদিকে থৈ থৈ করছে জলে ৷ দেখে বোঝার উপায় নেই এটাই বিমানবন্দর ৷ জলে ডুবে গিয়েছে অন্ডাল বিমানবন্দরের রানওয়ে ৷ এদিন, বাতিল হয়েছে বিমান পরিষেবাও ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির তিনটি বিমান চলাচল বাতিল হয়েছে, জানান বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল ৷

অন্যদিকে অন্ডালের উখরাতে সুখোপুকুর বলে একটি বড় জলাশয়ের পাড় ভেঙে যায় প্রবল বৃষ্টির কারণে ৷ আর এই পুকুরের পাড় ভেঙে যাওয়ার কারণে এই পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ বেরিয়ে যায় বলেও জানিয়েছেন মাছ ব্যবসায়ী ৷ এই পুকুরের পাড় ভেঙে যাওয়ার পরে এলাকার বাসিন্দারা নেমে পড়েন রাস্তায় মাছ ধরতে ৷ বড় বড় কাতলা, রুই মাছ ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা এমন ছবিও ধরা পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.