কালিম্পং, 28 ফেব্রুয়ারি: দুটি পৃথক শ্লীলতাহানির ঘটনায় দুই অপরাধীর 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কালিম্পং জেলা আদালত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অপর এক অপরাধীকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নাবালিকার বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে । এরপর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ৷
মাত্র দু' মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শোভনা সেবা। অভিযুক্ত জেল হেফাজতে থাকাকালীনই বিচারপর্ব সম্পন্ন হয় । মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর বুধবার ওই অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 10হাজার টাকা জরিমানা করেন বিচারপতি ৷
অন্যদিকে, এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী বিলাস মাহাতোর বিরুদ্ধে । 2021 সালের 9 অক্টোবর বিলাস মাহাতোকে গ্রেফতার হয় । তদন্তকারী অফিসার চার্জশিট জমা দেন। এরপর তাকেও দোষী সাব্যস্ত করে আদালত ৷ অভিযুক্ত বিলাসকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারপতি। এই প্রসঙ্গেই সরকারি আইনজীবী নিশা রাই বলেন, "ওই দুই অভিযোগের তদন্তের পর এদিন বিচারক সাজা ঘোষণা করেন। একজনের 20 বছরের সশ্রম কারাদণ্ড ও আর এক জনের 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।"
আরও পড়ুন: