কলকাতা, 24 জুলাই: প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকাই বুকে ব্যথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে রাতেই তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে ৷ কার্ডিওলজি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন ৷ তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই ৷ ফলে রাতেই তাঁকে ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত পাঠানো হয় ।
রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি । সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 11টা নাগাদ আচমকা তিনি বুকে ব্যথা অনুভব করেন ৷ রাতেই তাঁর শারীরিক অসুস্থতার খবর কারা দফতরের তরফ থেকে দেওয়া হয় চিকিৎসকদের । এরপরেই নিয়ম অনুযায়ী, অ্যাম্বুলেন্স করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রাতেই আনা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানে কার্ডিওলজি বিভাগে ইমারজেন্সিতে আনা হয় তাঁকে । কার্ডিওলজি বিভাগের সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা দীর্ঘক্ষণ তাঁকে পরীক্ষা করেন। কিন্তু বিশেষ কোনও অসুবিধা না-থাকায় তাঁকে ফের সংশোধনাগারে ফেরত পাঠানো হয় ৷
তবে কী কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের আচমকা বুকে ব্যথা অনুভব হয়, সেই কারণ স্পষ্ট করেনি এসএসকেএম হাসপাতাল । তবে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বেশ কিছু ওষুধপত্র দেওয়া হয়। এরপরেই এসএসকেএম হাসপাতালের তরফ থেকে জানানো হয়, এই মুহূর্তে জ্যোতিপ্রিয়কে ভর্তি করার কোন প্রয়োজন নেই । তারপরেই হাসপাতালে তরফ থেকে খবর দেওয়া হয় সংশোধনাগার কর্তৃপক্ষকে ৷ অ্যাম্বুলেন্সে করে ফের হাসপাতাল থেকে তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরিয়ে আনা হয় ৷
উল্লেখ্য, রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত নেমে প্রথমে বাকিবুর রহমানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পরে তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, এই বাকিবুরের সঙ্গে একাধিকবার টাকা পয়সার লেনদেন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে । এরপরেই তাঁর বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকেও গ্রেফতার করে ইডি ৷