কলকাতা, 18 অক্টোবর: কেন এত নিষ্ঠুর মুখ্যমন্ত্রী ? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সরাসরি এই প্রশ্ন ছু়ড়ে দিলেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ অনশনকারী জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, "14 দিন আমরা শুধু জল খেয়ে আছি । মুখ্যমন্ত্রী একবারও আসতে পারলেন না ?" এদিকে, অনশনকারী চিকিৎসকদের যাতে ঠিকমতো চিকিৎসা করা হয়, তা নিশ্চিত করতে আজ রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ।
এ ব্যাপারে রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যসচিব । সেখানে বলা আছে, অনশনকারী যে জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য যেন মাল্টি-ডিসিপ্লিনারি বোর্ড তৈরি করা হয় । পাশাপাশি বলা হয়েছে, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ দু'জনকেই ব্যক্তিগত স্তর থেকে দিনে দু'বার হাসপাতালে ভর্তি থাকা অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে । যার প্রতিনিয়ত আপডেটেড রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্যসচিবকে ।
আজ জুনিয়র চিকিৎসকদের অনশনের 14তম দিন । তাঁদের মধ্যে চারজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৷ অনিকেত মাহাতোকে গতকালই হাসপাতাল থেকে ছাড়া হয়েছে । তবে এখনও চলছে অনশন । ধর্মতলায় আজ সাংবাদিক সম্মেলন করেন অনশনকারীরা ৷
14 দিন ধরে অনশনে থাকা জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, "কেন এত নিষ্ঠুর মুখ্যমন্ত্রী ? তিনি একবারও আসতে পারলেন না । যাঁর পাশে থাকার কথা তিনি কোথায় ? 14 দিন আমরা শুধু জল খেয়ে আছি । দুর্গাপুজোয় উনি মঞ্চে মেতে থাকলেন । দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে থাকেন । আমরাও তো মাননীয়ার সন্তানসম ৷ এই নিষ্ঠুরতা আমাদের নির্বাক করে দিচ্ছে ৷ আমাদের শরীর ভাঙছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে । কিন্তু মনোবল শক্ত আছে । আমরা এখানে কাউকে অসম্মান করছি না । বরং আমাদের অসম্মান করা হচ্ছে । ন্যায্য দাবির জন্য এই লড়াই ৷ এখানে ইগোর জায়গা নেই ।"
প্রসঙ্গত, আজ ফের 7টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন জুনিয়র চিকিৎসকরা । সন্ধে 6.30টা নাগাদ ভার্চুয়ালি বৈঠক হবে । সেখানে আগামী দিনে আন্দোলনের কর্মসুচি নিয়ে কথা হবে । পরবর্তীতে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে ৷