ETV Bharat / state

আলোচনা চেয়ে মুখ্যসচিবকে চিঠি, কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের - Kolkata Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 7:41 AM IST

Updated : Sep 18, 2024, 9:06 AM IST

Junior Doctors GB Meeting: দু'টি দাবি নিয়ে ফের আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে চিঠি দেবেন জুনিয়র চিকিৎসকরা ৷ বুধবার লিখিত দাবিপত্র-সহ চিঠি মুখ্যসচিবের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷

Junior Doctors GB Meeting
জুনিয়র চিকিৎসকদের বৈঠক (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 সেপ্টেম্বর: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও সেগুলি এখনও বাস্তবায়িত হয়নি ৷ এই আবহে ফের মুখ্য়সচিবকে চিঠি দিতে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ 4 ও 5 নম্বর দাবিকে সামনে রেখে বুধবার চিঠি দেবেন তাঁরা ৷ তবে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ চলবে বলে, জানানো হয়েছে জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের তরফে ৷

ফের চিঠি দেওয়া হবে মুখ্যসচিবকে (ইটিভি ভারত)

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর বিকেল 4টে থেকে জেনারেল বডির বৈঠক শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৈঠক শেষ হয় প্রায় রাত 1টায় ৷ একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ মুখ্য়সচিবকে চিঠি দেওয়ার বিষয়ে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ তাঁদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে দুই দাবি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে ৷ বুধবার সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে ৷ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "রাজ্য স্বাস্থ্যসচিবকে অপসারণের কোনও সিদ্ধান্ত এই বৈঠকে হয়নি ৷ মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ দেখতে পেলাম না ৷"

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে জুনিয়র চিকিৎসকেরা বৈঠক করেন । সেই বৈঠকে তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই আশ্বাস মতো বদল হয় পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকেও । কিন্তু এবার জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য সচিবকে নিয়ে । তাঁদের দাবি, দ্রুত কাজে ফিরতে চান তাঁরাও ৷ তবে তার আগে আলোচনা সম্পূর্ণ হওয়া উচিত ৷

অন্যদিকে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি নিরাপত্তার খামতি রয়েছে এখনও ৷ ডাক্তার অনিকেত বলেন, "হাসপাতালগুলিতে একাধিক সমস্যা রয়েছে । সেই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি করেছিলাম । সেই দাবি অনুযায়ী, একটি টাস্ক ফোর্স গঠনের আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী । কিন্তু সেটা কীভাবে কাজ করবে, তা আমাদের কাছে এখনও অস্পষ্ট ।" এছাড়াও, রোগীকল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নির্দেশের কপি এখনও পাননি তাঁরা ৷ এই সমস্ত দাবি নিয়েই বুধবার মুখ্যসচিবকে চিঠি দিচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা । চিঠিতে ফের আলোচনায় বসার প্রস্তাব দেবেন জুনিয়র চিকিৎসকেরা ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও সেগুলি এখনও বাস্তবায়িত হয়নি ৷ এই আবহে ফের মুখ্য়সচিবকে চিঠি দিতে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ 4 ও 5 নম্বর দাবিকে সামনে রেখে বুধবার চিঠি দেবেন তাঁরা ৷ তবে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ চলবে বলে, জানানো হয়েছে জুনিয়র ডক্টরস্ ফ্রন্টের তরফে ৷

ফের চিঠি দেওয়া হবে মুখ্যসচিবকে (ইটিভি ভারত)

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর বিকেল 4টে থেকে জেনারেল বডির বৈঠক শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৈঠক শেষ হয় প্রায় রাত 1টায় ৷ একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ মুখ্য়সচিবকে চিঠি দেওয়ার বিষয়ে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ তাঁদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে দুই দাবি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে ৷ বুধবার সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে ৷ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "রাজ্য স্বাস্থ্যসচিবকে অপসারণের কোনও সিদ্ধান্ত এই বৈঠকে হয়নি ৷ মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ দেখতে পেলাম না ৷"

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে জুনিয়র চিকিৎসকেরা বৈঠক করেন । সেই বৈঠকে তাঁদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই আশ্বাস মতো বদল হয় পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকেও । কিন্তু এবার জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য সচিবকে নিয়ে । তাঁদের দাবি, দ্রুত কাজে ফিরতে চান তাঁরাও ৷ তবে তার আগে আলোচনা সম্পূর্ণ হওয়া উচিত ৷

অন্যদিকে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি নিরাপত্তার খামতি রয়েছে এখনও ৷ ডাক্তার অনিকেত বলেন, "হাসপাতালগুলিতে একাধিক সমস্যা রয়েছে । সেই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি করেছিলাম । সেই দাবি অনুযায়ী, একটি টাস্ক ফোর্স গঠনের আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী । কিন্তু সেটা কীভাবে কাজ করবে, তা আমাদের কাছে এখনও অস্পষ্ট ।" এছাড়াও, রোগীকল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নির্দেশের কপি এখনও পাননি তাঁরা ৷ এই সমস্ত দাবি নিয়েই বুধবার মুখ্যসচিবকে চিঠি দিচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা । চিঠিতে ফের আলোচনায় বসার প্রস্তাব দেবেন জুনিয়র চিকিৎসকেরা ৷

Last Updated : Sep 18, 2024, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.