গণ কনভেনশন শেষে আরজি করে মশাল মিছিল করলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্টরা।
গণ কনভেনশন শেষে মশাল মিছিল শুরু আরজি করে - KOLKATA RAPE AND MURDER
Published : Oct 26, 2024, 4:11 PM IST
|Updated : Oct 26, 2024, 11:04 PM IST
জুনিয়র চিকিৎসকদের ডাকে গণ কনভেনশন শুরু হল। দুপুর তিনটে থেকে আরজি কর হাসপাতালের অডিটোরিয়ামে শুরু হয়েছে এই গণ কনভেনশন । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই কনভেনশনে যোগ দেওয়ার কথা। সেলিব্রিটি থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক- সকলেরই এই গণ কনভেনশনে হাজির থাকার কথা । এ সপ্তাহের শুরুর দিকে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা । পাশাপাশি অনিকেত মাহাতো ও কিঞ্জল নন্দদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নয়া সংগঠন গড়লেন আরজি কর হাসপাতালের 51 জন সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসক ৷ সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । তারাও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন।
LIVE FEED
শুরু মশাল মিছিল
আন্দোলনের তথ্যচিত্র
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত গণ কনভেনশনে দেখানো হল তথ্যচিত্র। 9 আগস্ট আরজি করে নির্যাতনের পর থেকে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা । সেই সেদিন থেকে 18 অক্টোবরের মধ্যে এই আন্দোলনে কী কী হয়েছে তা তুলে ধরা হয় তথ্যচিত্রে ।
কেন বলা হল নটোরিয়াস ক্রিমিনাল? নয়া বিতর্ক
আরজি কর হাসপাতালের নতুন তৈরি রেসিডেন্ট চিকিৎসক সংগঠনের সভাপতি অনিকেত মাহাতো এবং সদস্য রিয়া বেড়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, এই রিয়া বেড়া সই করেছিলেন নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টে। তিনিই বিচার চেয়ে বেআইনি ভাবে টাকা তুলছেন। এর পাশাপশি সভাপতি অনিকেত মাহাতোর বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলে সংগঠন।
'ভয় দেখানোর শরীরী ভাষা'
এনআরএস হাসপাতালের চিকিৎসক সপ্তদীপা চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে কথা বলেন। তিনি বলেন, সেদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়েছিল। সেখান থেকেই সকলে বুঝেছিল ভয় দেখানোর ভাষা কাকে বলে। যাঁরা এসব করলেন তাঁদের কী হবে সেই সিদ্ধান্ত মানুষ নেবে।
কনভেনশনে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান
জুনিয়র চিকিৎসকদের গণ কনভেশনের মঞ্চে শোনা গেল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।
আমাদের আন্দোলন থামেনি : দেবাশিস
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমাদের উপর নানা ধরনের প্রতিরোধ নেমে আসছে । তবে প্রতিরোধ করে এই আন্দোলন থামানো যাবে না । আজ অনেকে আসতে পারেনি । অনেকে এসেছেন । প্রতিটি মামুষ এই আন্দোলনের নেতা । প্রত্যেককে নিয়ে এই আন্দোলন । আমরা আগামিদিনে আরও অনেক কর্মসূচি হবে। আন্দোলন বন্ধ হয়নি । আগামী 9 তারিখ গোটা রাজ্যকে জুড়ে আন্দোলন হবে ।
শুরু গণ কনভেনশন, বলছেন অনিকেত
জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আরজি করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সেটাই জানতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমাদের আন্দোলন শুরু হয় । আমরা লালবাজার থেকে শুরু করে নানা জায়গায় অভিযানও করেছি ।
জুনিয়র চিকিৎসকদের ডাকে গণ কনভেনশন শুরু হল। দুপুর তিনটে থেকে আরজি কর হাসপাতালের অডিটোরিয়ামে শুরু হয়েছে এই গণ কনভেনশন । সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই কনভেনশনে যোগ দেওয়ার কথা। সেলিব্রিটি থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক- সকলেরই এই গণ কনভেনশনে হাজির থাকার কথা । এ সপ্তাহের শুরুর দিকে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা । পাশাপাশি অনিকেত মাহাতো ও কিঞ্জল নন্দদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নয়া সংগঠন গড়লেন আরজি কর হাসপাতালের 51 জন সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসক ৷ সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । তারাও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন।
LIVE FEED
শুরু মশাল মিছিল
গণ কনভেনশন শেষে আরজি করে মশাল মিছিল করলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্টরা।
আন্দোলনের তথ্যচিত্র
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত গণ কনভেনশনে দেখানো হল তথ্যচিত্র। 9 আগস্ট আরজি করে নির্যাতনের পর থেকে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা । সেই সেদিন থেকে 18 অক্টোবরের মধ্যে এই আন্দোলনে কী কী হয়েছে তা তুলে ধরা হয় তথ্যচিত্রে ।
কেন বলা হল নটোরিয়াস ক্রিমিনাল? নয়া বিতর্ক
আরজি কর হাসপাতালের নতুন তৈরি রেসিডেন্ট চিকিৎসক সংগঠনের সভাপতি অনিকেত মাহাতো এবং সদস্য রিয়া বেড়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, এই রিয়া বেড়া সই করেছিলেন নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টে। তিনিই বিচার চেয়ে বেআইনি ভাবে টাকা তুলছেন। এর পাশাপশি সভাপতি অনিকেত মাহাতোর বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলে সংগঠন।
'ভয় দেখানোর শরীরী ভাষা'
এনআরএস হাসপাতালের চিকিৎসক সপ্তদীপা চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে কথা বলেন। তিনি বলেন, সেদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়েছিল। সেখান থেকেই সকলে বুঝেছিল ভয় দেখানোর ভাষা কাকে বলে। যাঁরা এসব করলেন তাঁদের কী হবে সেই সিদ্ধান্ত মানুষ নেবে।
কনভেনশনে উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান
জুনিয়র চিকিৎসকদের গণ কনভেশনের মঞ্চে শোনা গেল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।
আমাদের আন্দোলন থামেনি : দেবাশিস
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমাদের উপর নানা ধরনের প্রতিরোধ নেমে আসছে । তবে প্রতিরোধ করে এই আন্দোলন থামানো যাবে না । আজ অনেকে আসতে পারেনি । অনেকে এসেছেন । প্রতিটি মামুষ এই আন্দোলনের নেতা । প্রত্যেককে নিয়ে এই আন্দোলন । আমরা আগামিদিনে আরও অনেক কর্মসূচি হবে। আন্দোলন বন্ধ হয়নি । আগামী 9 তারিখ গোটা রাজ্যকে জুড়ে আন্দোলন হবে ।
শুরু গণ কনভেনশন, বলছেন অনিকেত
জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আরজি করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সেটাই জানতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমাদের আন্দোলন শুরু হয় । আমরা লালবাজার থেকে শুরু করে নানা জায়গায় অভিযানও করেছি ।