ETV Bharat / state

আন্দোলনের নয়া ভাষা শেখালেন জুনিয়র ডাক্তাররা, টাইমলাইনে লড়াইয়ের 41 দিন - Kolkata Doctor Rape and Murder - KOLKATA DOCTOR RAPE AND MURDER

Junior Doctors Protest: আন্দোলনের নয়া ভাষা শিখিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সেই 9 অগস্ট থেকে শুরু হয়েছে তাঁদের আন্দোলন ৷ দীর্ঘ লড়াই ও টানাপোড়েনের পর মাথা নোয়াতে হয়েছে প্রশাসনকে ৷ আপাতত আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা ৷ দেখে নেব তাঁদের লড়াইয়ের 41 দিন, একনজরে ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 41 দিন একনজরে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 7:36 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: আন্দোলন অনেক দেখেছে মানুষ ৷ ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়ে নয়া সিস্টেম বা ব্যবস্থা আনার লক্ষ্যেই আন্দোলন ৷ তা সে স্বাধীনতার আন্দোলনই হোক, বা পরবর্তী সময়ের যে কোনও আন্দোলন ৷ একেকটা আন্দোলনের একেকটা চরিত্রের সাক্ষী থেকেছে জনতা ৷ এই তালিকায় নবতম সংযোজন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে আন্দোলন ৷

41 দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা । এই 41 দিন ধরেই তাঁরা কর্মবিরতিতে রয়েছেন । তবে শেষ 11 দিন তাঁদের অবস্থান মঞ্চের ঠিকানা ছিল স্বাস্থ্য ভবনের সামনে । দাবি পূরণে একাধিক টানাপোড়েন, রাজ্য সরকারের সঙ্গে দর কষাকষি চলেছে ৷ আন্দোলনের চাপে কিছুক্ষেত্রে মাথা নোয়াতে হয়েছে প্রশাসনকে ৷ তবে এখনও কিছু কাজ বাকি থাকায় আংশিক কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার থেকে তাঁরা জরুরি পরিষেবায় যুক্ত হচ্ছেন ৷

এতকিছুর মধ্যেও এই 41টা দিন ধরে কখনও এতটুকু কমেনি আন্দোলনের ঝাঁঝ ৷ অনেকেই বলেছেন, শিক্ষিতদের আন্দোলন কেমন হয়, তা শিখতে হয় এই আন্দোলন দেখে ৷ সেই 9 অগস্টের ভয়ঙ্কর ঘটনার পর কী ভাবে এগিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তা ফিরে দেখতে চোখ রাখব টাইমলাইনে ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 41 দিন

09.08.2024: আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ৷

10.08.24: বিচারের দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, শুরু কর্মবিরতি ৷ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷

12.08.24: নিজেই পদত্যাগের দাবি জানান হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তবে তাঁকে বদলি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৷

13.08.24: আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে সিবিআই । আরজি করে নতুন অধ্যক্ষ সুহৃতা পাল প্রথম দিনেই কর্মসমিতির বৈঠকে ৷ হাসপাতালে জাতীয় মহিলা কমিশন । প্রকাশ্যে আসে চেস্ট মেডিসিনে ঘর ভাঙার ছবি । হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক ৷

14.08.24: মুখ খোলেন চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী । সামনে আসে সেমিনার ঘরের চাবি রহস্য । এই দিনই মহিলারা রাত দখলের ডাক দেন ৷ আর তারই মধ্যে রাতে আচমকা আরজি করে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ৷

15.08.24: জুনিয়র চিকিৎসকদের পাশাপশি নার্সরাও বিক্ষোভে । আরজি করে যান রাজ্যপাল । যায় সিবিআই । অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ ৷

18.08.24: কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রথম মিছিল জুনিয়র চিকিৎসকদের ৷

19.08.24: আরজি করে রাখিবন্ধন কর্মসূচি। পুলিশ ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা উভয়কে রাখি বাঁধেন ৷

20.08.24: সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে প্রথম স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের ৷

21.08.24: সরানো হল আরজি করের অধ্যক্ষ সুহৃতা পালকেও ৷ এলেন নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ৷

22.08.24: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে মোতায়েন আধা সেনা, শীর্ষ আদালতে কাজে যোগ দিতে বললেও অব্যাহত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷

26.08.24: সেমিনার রুমের ভিডিয়ো প্রকাশ্যে । অকুস্থলে দেখা যায় একাধিক অবাঞ্ছিত ব্যক্তিকে ৷

27.08.24: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অংশ নেয়নি চিকিৎসকদের কোনও প্রতিনিধি ৷

29.08.24: নির্যাতিতার মা-বাবাকে হাসপাতালের তরফে যা বলা হয়েছিল সেই অডিয়ো প্রকাশ্যে ৷

31.08.24: টেলিমেডিসিন পরিষেবা চালু জুনিয়র চিকিৎসকদের ৷

01.09.24: চালু হল অভয়া ক্লিনিক ৷

02.9.24: বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের । পুলিশ বাধা দেয় ফিয়ার্স লেনে । সিবিআইয়ের হাতে দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ৷

03.09.24: ফিয়ার্স লেনে রাতভর শান্তিপূর্ণ অবস্থান জুনিয়র ডাক্তারদের । পরদিন খোলে লৌহকপাট, লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করে তাঁকে দেওয়া হয় প্রতীকী শিরদাঁড়া ৷ সন্দীপকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন ৷

04.09.24: আলো নিভিয়ে রাতে পথে নামেন সকলে । ডিসি নর্থের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণী চিকিৎসকের মা-বাবার ৷

05.09.24: বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন ৷

08.09.24: ঘটনার একমাস, ফের রাত জাগে শহর ৷

10.09.24: স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের । ওইদিন রাতেই স্বাস্থ্য ভবনের সামনে আসেন তরুণী চিকিৎসকের মা-বাবাও ৷

12.09.24: মুখ্যসচিবের থেকে প্রথম ইমেল আসে জুনিয়র চিকিৎসকদের কাছে বৈঠকের । জুনিয়র চিকিৎসকরা নবান্নে গেলেও বৈঠক হয়নি ৷ লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে আটকে যায় বৈঠক ৷

13.09.24: স্বাস্থ্য ভবনের সামনে অভয়া ক্লিনিক চালু করলেন জুনিয়র চিকিৎসকরা । প্রবল বৃষ্টিকে মাথায় নিয়েই তাঁরা বিক্ষোভ চালান ।

14.09.24: স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতে তাঁর বাড়িতে বৈঠকে ডাক পড়ে জুনিয়র চিকিৎসকদের । তবে বৃষ্টির মধ্যে তাঁরা সেখানে গেলেও বৈঠক হয়নি ৷ ফের বাধা হয়ে দাঁড়ায় লাইভ স্ট্রিমিং । পরে মিনিটসে দু পক্ষের সইয়ের প্রস্তাবে জুনিয়র চিকিৎসকরা রাজি হলেও, সরকারের তরফ থেকে আর বৈঠক করা হয়নি । এই দিনই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই ।

16.09.24: ফের মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক জুনিয়র চিকিৎসকদের । এই বৈঠক সদর্থক হয় । কার্যবিবরণীর সংগ্রহের প্রস্তাবে রাজি হয়ে বৈঠক হয় ।

17.09.24: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিমতো বদলে দেওয়া হয় পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে ৷

18.09.24 : মুখ্যসচিবের সঙ্গে ফের নবান্নে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকেরা । কিন্তু সেই বৈঠক নিষ্ফলা ।

19.09.24: মুখ্যসচিবের থেকে চিঠি আসে স্বাস্থ্যসচিবের কাছে । স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন তোলার পরিকল্পনায় জুনিয়র চিকিৎসকরা । শনিবার থেকে আংশিকভাবে কাজে যোগ দেওয়ার ঘোষণা । রেজিস্ট্রেশন বাতিল হয় সন্দীপ ঘোষের ।

20.09.24: জুনিয়র চিকিৎসকরা তাঁদের অবস্থান তুলে নেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে । স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন ৷ 21 তারিখ থেকে তাঁরা জরুরি বিভাগে কাজে যোগ দেবেন ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: আন্দোলন অনেক দেখেছে মানুষ ৷ ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়ে নয়া সিস্টেম বা ব্যবস্থা আনার লক্ষ্যেই আন্দোলন ৷ তা সে স্বাধীনতার আন্দোলনই হোক, বা পরবর্তী সময়ের যে কোনও আন্দোলন ৷ একেকটা আন্দোলনের একেকটা চরিত্রের সাক্ষী থেকেছে জনতা ৷ এই তালিকায় নবতম সংযোজন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে আন্দোলন ৷

41 দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা । এই 41 দিন ধরেই তাঁরা কর্মবিরতিতে রয়েছেন । তবে শেষ 11 দিন তাঁদের অবস্থান মঞ্চের ঠিকানা ছিল স্বাস্থ্য ভবনের সামনে । দাবি পূরণে একাধিক টানাপোড়েন, রাজ্য সরকারের সঙ্গে দর কষাকষি চলেছে ৷ আন্দোলনের চাপে কিছুক্ষেত্রে মাথা নোয়াতে হয়েছে প্রশাসনকে ৷ তবে এখনও কিছু কাজ বাকি থাকায় আংশিক কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার থেকে তাঁরা জরুরি পরিষেবায় যুক্ত হচ্ছেন ৷

এতকিছুর মধ্যেও এই 41টা দিন ধরে কখনও এতটুকু কমেনি আন্দোলনের ঝাঁঝ ৷ অনেকেই বলেছেন, শিক্ষিতদের আন্দোলন কেমন হয়, তা শিখতে হয় এই আন্দোলন দেখে ৷ সেই 9 অগস্টের ভয়ঙ্কর ঘটনার পর কী ভাবে এগিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তা ফিরে দেখতে চোখ রাখব টাইমলাইনে ৷

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 41 দিন

09.08.2024: আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ৷

10.08.24: বিচারের দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, শুরু কর্মবিরতি ৷ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷

12.08.24: নিজেই পদত্যাগের দাবি জানান হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তবে তাঁকে বদলি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৷

13.08.24: আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে সিবিআই । আরজি করে নতুন অধ্যক্ষ সুহৃতা পাল প্রথম দিনেই কর্মসমিতির বৈঠকে ৷ হাসপাতালে জাতীয় মহিলা কমিশন । প্রকাশ্যে আসে চেস্ট মেডিসিনে ঘর ভাঙার ছবি । হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক ৷

14.08.24: মুখ খোলেন চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী । সামনে আসে সেমিনার ঘরের চাবি রহস্য । এই দিনই মহিলারা রাত দখলের ডাক দেন ৷ আর তারই মধ্যে রাতে আচমকা আরজি করে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ৷

15.08.24: জুনিয়র চিকিৎসকদের পাশাপশি নার্সরাও বিক্ষোভে । আরজি করে যান রাজ্যপাল । যায় সিবিআই । অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ ৷

18.08.24: কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রথম মিছিল জুনিয়র চিকিৎসকদের ৷

19.08.24: আরজি করে রাখিবন্ধন কর্মসূচি। পুলিশ ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা উভয়কে রাখি বাঁধেন ৷

20.08.24: সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে প্রথম স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের ৷

21.08.24: সরানো হল আরজি করের অধ্যক্ষ সুহৃতা পালকেও ৷ এলেন নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ৷

22.08.24: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে মোতায়েন আধা সেনা, শীর্ষ আদালতে কাজে যোগ দিতে বললেও অব্যাহত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷

26.08.24: সেমিনার রুমের ভিডিয়ো প্রকাশ্যে । অকুস্থলে দেখা যায় একাধিক অবাঞ্ছিত ব্যক্তিকে ৷

27.08.24: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অংশ নেয়নি চিকিৎসকদের কোনও প্রতিনিধি ৷

29.08.24: নির্যাতিতার মা-বাবাকে হাসপাতালের তরফে যা বলা হয়েছিল সেই অডিয়ো প্রকাশ্যে ৷

31.08.24: টেলিমেডিসিন পরিষেবা চালু জুনিয়র চিকিৎসকদের ৷

01.09.24: চালু হল অভয়া ক্লিনিক ৷

02.9.24: বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের । পুলিশ বাধা দেয় ফিয়ার্স লেনে । সিবিআইয়ের হাতে দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ৷

03.09.24: ফিয়ার্স লেনে রাতভর শান্তিপূর্ণ অবস্থান জুনিয়র ডাক্তারদের । পরদিন খোলে লৌহকপাট, লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করে তাঁকে দেওয়া হয় প্রতীকী শিরদাঁড়া ৷ সন্দীপকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন ৷

04.09.24: আলো নিভিয়ে রাতে পথে নামেন সকলে । ডিসি নর্থের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণী চিকিৎসকের মা-বাবার ৷

05.09.24: বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন ৷

08.09.24: ঘটনার একমাস, ফের রাত জাগে শহর ৷

10.09.24: স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের । ওইদিন রাতেই স্বাস্থ্য ভবনের সামনে আসেন তরুণী চিকিৎসকের মা-বাবাও ৷

12.09.24: মুখ্যসচিবের থেকে প্রথম ইমেল আসে জুনিয়র চিকিৎসকদের কাছে বৈঠকের । জুনিয়র চিকিৎসকরা নবান্নে গেলেও বৈঠক হয়নি ৷ লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে আটকে যায় বৈঠক ৷

13.09.24: স্বাস্থ্য ভবনের সামনে অভয়া ক্লিনিক চালু করলেন জুনিয়র চিকিৎসকরা । প্রবল বৃষ্টিকে মাথায় নিয়েই তাঁরা বিক্ষোভ চালান ।

14.09.24: স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাতে তাঁর বাড়িতে বৈঠকে ডাক পড়ে জুনিয়র চিকিৎসকদের । তবে বৃষ্টির মধ্যে তাঁরা সেখানে গেলেও বৈঠক হয়নি ৷ ফের বাধা হয়ে দাঁড়ায় লাইভ স্ট্রিমিং । পরে মিনিটসে দু পক্ষের সইয়ের প্রস্তাবে জুনিয়র চিকিৎসকরা রাজি হলেও, সরকারের তরফ থেকে আর বৈঠক করা হয়নি । এই দিনই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই ।

16.09.24: ফের মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক জুনিয়র চিকিৎসকদের । এই বৈঠক সদর্থক হয় । কার্যবিবরণীর সংগ্রহের প্রস্তাবে রাজি হয়ে বৈঠক হয় ।

17.09.24: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিমতো বদলে দেওয়া হয় পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে ৷

18.09.24 : মুখ্যসচিবের সঙ্গে ফের নবান্নে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকেরা । কিন্তু সেই বৈঠক নিষ্ফলা ।

19.09.24: মুখ্যসচিবের থেকে চিঠি আসে স্বাস্থ্যসচিবের কাছে । স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন তোলার পরিকল্পনায় জুনিয়র চিকিৎসকরা । শনিবার থেকে আংশিকভাবে কাজে যোগ দেওয়ার ঘোষণা । রেজিস্ট্রেশন বাতিল হয় সন্দীপ ঘোষের ।

20.09.24: জুনিয়র চিকিৎসকরা তাঁদের অবস্থান তুলে নেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে । স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন ৷ 21 তারিখ থেকে তাঁরা জরুরি বিভাগে কাজে যোগ দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.