ETV Bharat / state

বুধে সিজিও কমপ্লেক্সে হয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনরত চিকিৎসকদের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 11:08 PM IST

Swasthya Bhawan Dharna Mission: আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবি ও সিবিআই তদন্ত খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন যাবেন তাঁরা ৷

swasthya bhawan
স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

কলকাতা, 20 অগস্ট: স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের । বুধবার রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন । সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন যাবেন তাঁরা । এই স্বাস্থ্য ভবন অভিযানে তাদের একটাই স্লোগান, "ডাক দিচ্ছে আর জি কর, বিচারের দাবিতে রাস্তা ভর "৷ এর সঙ্গে জারি থাকল তাদের কর্মবিরতি । তবে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন সিনিয়র চিকিৎসকরা ।

মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা ডাক দিয়েছিলেন এই স্বাস্থ্য ভবন অভিযানের । কিন্তু আজ স্বাস্থ্য ভবন অভিযান করে এবিভিপি । কোনও রাজনৈতিক রংয়ে নিজেদের আন্দোলনকে রাঙাতে চান না বলে আজকের অভিযান বাতিল করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বরং আজকের সুপ্রিম কোর্টের অর্ডার শুনে বুধবার তাঁরা স্বাস্থ্যভবন পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন । তাদের এই অভিযানের একটাই উদ্দেশ্য, সিবিআইয়ের তদন্ত প্রকৃতি কতদূর তা জানা । তার পাশাপাশি সঠিক বিচার চাওয়া ।

প্রসঙ্গত, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্বাস্থ্য ভবন অভিযান করে । সেই অভিযান ঘিরে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা । সিটি সেন্টার থেকে তারা স্বাস্থ্যভবনের দিকে এগনোর পর গন্তব্যের কিছুটা আগেই তাদেরকে আটকে দেয় পুলিশ । সেখানেই রাস্তায় বসে বৃষ্টির মধ্যে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা । তখন পুলিশ তাদের তুলতে গিয়ে সংঘর্ষে আটকায় । লাঠিচার্জ, ইট ছোড়াছুড়ি এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটে । বেশ কিছু এবিভিপির কর্মীকে আটক করে পুলিশ । বহু কর্মী আহত হয়েছে বলে জানায় এভিবিপি ।

কলকাতা, 20 অগস্ট: স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের । বুধবার রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন । সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন যাবেন তাঁরা । এই স্বাস্থ্য ভবন অভিযানে তাদের একটাই স্লোগান, "ডাক দিচ্ছে আর জি কর, বিচারের দাবিতে রাস্তা ভর "৷ এর সঙ্গে জারি থাকল তাদের কর্মবিরতি । তবে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন সিনিয়র চিকিৎসকরা ।

মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা ডাক দিয়েছিলেন এই স্বাস্থ্য ভবন অভিযানের । কিন্তু আজ স্বাস্থ্য ভবন অভিযান করে এবিভিপি । কোনও রাজনৈতিক রংয়ে নিজেদের আন্দোলনকে রাঙাতে চান না বলে আজকের অভিযান বাতিল করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বরং আজকের সুপ্রিম কোর্টের অর্ডার শুনে বুধবার তাঁরা স্বাস্থ্যভবন পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন । তাদের এই অভিযানের একটাই উদ্দেশ্য, সিবিআইয়ের তদন্ত প্রকৃতি কতদূর তা জানা । তার পাশাপাশি সঠিক বিচার চাওয়া ।

প্রসঙ্গত, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্বাস্থ্য ভবন অভিযান করে । সেই অভিযান ঘিরে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা । সিটি সেন্টার থেকে তারা স্বাস্থ্যভবনের দিকে এগনোর পর গন্তব্যের কিছুটা আগেই তাদেরকে আটকে দেয় পুলিশ । সেখানেই রাস্তায় বসে বৃষ্টির মধ্যে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা । তখন পুলিশ তাদের তুলতে গিয়ে সংঘর্ষে আটকায় । লাঠিচার্জ, ইট ছোড়াছুড়ি এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটে । বেশ কিছু এবিভিপির কর্মীকে আটক করে পুলিশ । বহু কর্মী আহত হয়েছে বলে জানায় এভিবিপি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.